টপিকঃ Wiimote রিমোট হ্যাক!
Wii রিমোট কি জিনিস জানেন তো ? নিন্টেন্ডো উই গেমবক্সের জন্য একটা রিমোট কন্ট্রোলার। যেটা দিয়ে গেম খেলা যায়।
কিন্তু এর ক্ষমতা কি শুধুই গেমের মধ্যে সীমাবদ্ধ ? নাহ! ক্রিয়েটিভ কিছু মানুষ আছে যারা একের ভিতরে অন্যকিছু খুঁজে বের করে। উই রিমোট আসলে একটা ইনফ্রারেড ক্যামেরা যার ভিউইং এঙ্গেল অনেক বেশী।
জনি লী নামের এই ভদ্রলোক উই রিমোটের এই ফীচারটি ব্যবহার করে বানিয়ে ফেলেছেন অবিশাস্য এক জিনিস।
এক রিমোট আর নিজের হাতে বানানো একটা ইনফ্রারেড পেন দিয়ে যেখানে সেখানে বানিয়ে ফেলছেন টাচস্ক্রীণ ডিসপ্লে, মাল্টিটাচ ফীচার, এমনকি ৩ডি ভিউ এফেক্ট।
বলে বুঝানো যাবে না এগুলো, নীচের ভিডিওটা দেখে আসুন। আমি গ্যারান্টি দিতে পারি, আপনার ২৬মেগার ব্যান্ডউইডথ ফালতু খরচ হবে না। বরং ডাউনলোড করে রেখে দিতে ইচ্ছে করবে।
৩ডি ভিডিও এফেক্ট ভাল করে দেখতে চাইলে নীচের ভিডিওটাও দেখুন।
পুনশ্চঃ বিশ্বাস করুন আর নাই করুন, বাংলাদেশে এটা সহজেই ইমপ্লিমেন্ট করা সম্ভব। উই রিমোট কিনতে হবে, নিজের খরচে ইনফ্রারেড পেন বানানো সম্ভব। আর একটা সফটয়্যার দরকার যেটা জনি লী ভাই সবাইকে এমনিতেই ফ্রী দিচ্ছেন ইমপ্লিমেন্টের জন্য।