Re: এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
নিচের পোস্ট দুটি আমার কাছে ব্যক্তিগত আক্রমণের মতই মনে হয়েছে। যাই হোক, কোন ভুল করে থাকলে আমি দুঃখিত।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
নিচের পোস্ট দুটি আমার কাছে ব্যক্তিগত আক্রমণের মতই মনে হয়েছে। যাই হোক, কোন ভুল করে থাকলে আমি দুঃখিত।
বিল গেটস ইচ্ছা করলেই বাংলাদেশে পাইরেটেড উইন্ডোজ ব্যবহারে বিপক্ষে কার্যক্রম চালাতে পারে
আসল কাহীনিঃ তাতে উনারই লস সব্বাই ফ্রি মালের দিকে চলে যাবে এবং তার জানালা মার্কেট হারাবে।
এইবার অন্য হিসাবঃ প্যাদানী তো খায় নাই, বাঙ্গালি কি জিনিস জানে না? প্রথমে ড্রাইওয়াস তারপর ক্লিন শেভ বাঙ্গালী কায়গায় গনধোলাই খাইলে সব ঠিক হয়ে যাবে
আপনি গ্রাফিক্সের বেসিক/ব্যাকরন গুলো জানলে ফটোশপ আর গিম্প একই জিনিস। এবং আমি জানি আমার এই বোল্ড এবং আন্ডারলাইন করা বাক্যটা নিয়েও অনেকে এই টপিকে হাসাহাসি করবে। তাদেরকে অগ্রিম স্বাগতম। কোথা থেকে এক পোলা আইছে হের কাছে ফটোশপ আর গিম্প একই জিনিস, হুহ, হুহ, বেকুব আর কারে কয়।
তবে গিম্পে প্রিন্টিং নিয়ে এখনও কিছু সমস্যা আছে বোধহয় আমি শিওর না, কোন পোস্টে যেন দেখেছিলাম লেখাটা। আর গিম্প দিয়ে কোনকিছু প্রিন্টও করিনি এখন পর্যন্ত
তবে গিম্পে প্রিন্টিং নিয়ে এখনও কিছু সমস্যা আছে বোধহয়
আমি শিওর না, কোন পোস্টে যেন দেখেছিলাম লেখাটা। আর গিম্প দিয়ে কোনকিছু প্রিন্টও করিনি এখন পর্যন্ত
হুম, প্রিন্ট নিয়ে সমস্যা এখনও থাকতে পারে। আমিও আগে শুনেছিলাম। তবে আমি যে অর্থে গিম্প আর ফটোশপ এক বলেছি... তা হচ্ছে ডিজাইন এবং এডিটিং এর ক্ষেত্রে। প্রিন্ট এই মুহূর্তে আলাদা বিষয়।
heroksiddiqi লিখেছেন:আরে ফটুকদা!বিড়াল কি আপনার অনেক প্রিয় প্রানী?আমারও খুব প্রিয় প্রানী ছিল।আপনার ছবিতে যে রকম একটা বিড়াল রয়েছে ঠিক সেরকমই একটা বিড়াল আমার ছিল।ওর কালার লাল ছিল বলে ওর নাম রাখছিলাম নালু-বিলু।বর্তমানে অবশ্য বাঁচা নেই।অনেক আগেই মারা গেছে।আপনার বিড়ালটি দেখে ওর কথা আবার মনে পড়ে গেলো।
আপনি কি ভালো আছেন?
![]()
![]()
![]()
পোস্টটা পড়ে বিরাট মজা পাইলাম। প্রোফাইলের ছবি পাল্টানোর উদ্দেশ্য পুরা সার্থকআমি মোটামুটি নিশ্চিত ছিলাম আমার প্রতিবেশী জেলার ভাই আমাকে যেভাবে খোচাচ্ছেন, তাতে প্রোফাইলের ছবিটা পাল্টালেও সেটা নিয়েও একটা খোচা আসবে
অনেক থ্যাংকস আপনাকে নতুন বিনোদন দেয়ার জন্য
আসলে ভাই,এটা খোচা নয়।এই নিয়ে ফোরামের অ্যাডমিনিস্ট্র্যাটর ভাই আমাকে সতর্কবার্তা পাঠাইছে।আসলে ছোটবেলা থেকেই আমি বিভিন্ন ধরণের প্রানী পুষতাম।এটাকে খোচা ভাইবেননা।
@heroksiddiqi
ছোটবেলায় আমিও প্রচুর প্রানী পুষতাম তাই পেট এর মর্ম আমিও জানি, কিন্তু এর জন্য তো আলাদা টপিক আছে আপনি সেখানে যেতে পারেন। পড়ে দেখুন পেট নিয়ে যখন আপনার আগ্রহ আছে সেহেতু আমার সাথে আপনার মিলে যেতে পারে। কিন্তু সেটা এখানে নয় নির্দিষ্ট পোষ্টে কেমন?
এডমিন ভাইয়েরা কি ঘুমায়?
হীরক সাহেবের স্বাক্ষর কি আক্রমনাত্মক নয়?
এডমিন ভাইয়েরা কি ঘুমায়?
হীরক সাহেবের স্বাক্ষর কি আক্রমনাত্মক নয়?
ভাই, ওনার জন্য দোয়া করেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
(স্বাক্ষর এবং স্ট্যাটাসগুলো ওনার অসুস্থতার চিহ্ন বহন করছে)
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
০.০৭০৭৯৬৯৬৬৫৫২৭৩৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৬৬৬০৯৫৩৭১৫১৮ টি কোয়েরী চলেছে