Re: এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
এত দেখি মহা যন্ত্রনা। প্রজন্ম ফোরামে লিনাক্স আর উইন্ডোজ নিয়ে কি মারামারি শেষ হবে না ?
ওহহহ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
এত দেখি মহা যন্ত্রনা। প্রজন্ম ফোরামে লিনাক্স আর উইন্ডোজ নিয়ে কি মারামারি শেষ হবে না ?
ওহহহ
এত দেখি মহা যন্ত্রনা। প্রজন্ম ফোরামে লিনাক্স আর উইন্ডোজ নিয়ে কি মারামারি শেষ হবে না ?
ওহহহ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
মনে হয়না। আর এগুলো যন্ত্রনা মনে হলে এধরনের টপিকে না এলেই পারেন। কেউ তো জোর করে পড়তে বলছেনা
মনে হয়না। আর এগুলো যন্ত্রনা মনে হলে এধরনের টপিকে না এলেই পারেন। কেউ তো জোর করে পড়তে বলছেনা
কি হল ? খামকা গায়ে পড়ে লাগেন কেন?
আমি কোথায় আসব আর না আসব তা কি তোমাকে জিজ্ঞাসা করে আসতে হবে?
আচ্ছা বড় বড় জ্ঞানী ভাইজানরা আমি কিচ্ছু বুঝি না। আপনাগো জ্ঞান গর্ভ আলোচনা দেখে আমার মুঞ্চায় লিনাক্স ব্যবহার করি। কিন্তু বিশ্বাস করেন বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। এই ফোরামের বহু টপিকেই আছে। ব্যর্থ মানে আমাকে টানতে পারছে না। কারণ আমার চাহিদা পূরণ হচ্ছে না। আমাকে লিনাক্সে নিচের সফটওয়্যার গুলোর বিকল্প বলে দিন তো। উহু ভাইজানেরা আমি বিকল্প চাচ্ছি কাছাকাছি বা ওর চেয়ে নিম্ন মানের নয়। আর দোহাই চোর বাটপার বলে গাল দিবেন না। পাইরেসী নিয়ে বেশ জ্ঞান গর্ভ আলোচনা এর আগে আমিই করেছি। কষ্ট করে খুঁজে নেন এর পর কন আপনি কত % পাইরেসী মুক্ত। যাউকগ্যা প্যাচাল না পাইরা নিচের সফটওয়্যার গুলোর বিকল্প নাম দিন। যদি বিকল্প দিতে পারেন আপনাদের সবাইকে কথা দিচ্ছি বিল্লু মামার পাছায় কইষা একটা লাথি লাগামু-
১। ফটোশপে কাজ না করলে ভাত হজন হয় না ফটোশপের বিকল্প এর নাম কন। উহু গিম্পে কাম হইব না ঐ জিনিস দেখা আছে।
২। আমি ভাই শখের (মডেল শখ না) ভিডিও এডিটর। মাঝে মাঝে টুকটাক অখাদ্য জিনিস মানে এড ট্যাড বানাই তো এডবি প্রিমিয়ার ছাড়া আমার চলে না এইটার একটা বিকল্পের নাম কন না।
৩। ওয়েব সাইট লইয়া গুতাগুতি করি তাই ড্রিমওয়েভার আমার লাগেই। পিলিজ ভাইজানেরা এর বিকল্প কি আছে লিনাক্সে একটু কইবেন??
৪। আমার রেডিও এর ব্রডকাস্ট এর কাজে লাগে এমন কি সফটওয়্যার আছে লিনাক্সে? যা দিয়ে আমি স্ট্রিমিং করতে পারব?
আপাতত এই গুলাই দেন। আর উইন্ডোজ ভাইজানেরা আপনারা আমার নিচের একটা সফটওয়্যার এর বিকল্প দেন দেহি কি আছে বিল্লু মামার কাছে-
১। সার্ভার আমার চালাতেই হয়। কিন্তু অত ট্যাহা নাই যে উইন্ডোজ সার্ভার কিনুম এর উপর আবার সিকিউরিটি এবং ভাইরাসের টেনশন তো আছেই। তাই সেন্টওএস এর বিক্ল্প কোন ফ্রি সার্ভার এর খোঁজ দেন না। ঈমানে কইতেছি আজকেই সব সার্ভারে সেটাপ দিমু।
পরিশেষে একটা কতা কই হুদাই আপনারা চিল্লান ক্যা? যার যেটা ভাল লাগবে সে সেটাই ব্যবহার করবে। যার চাহিদা যেমন। আমার বাসার কম্পিউটারে তেমন কোন কাজ হয় না তাই উবুন্টু দিতে গিয়েছিলাম কিন্তু বিধি বাম আমার প্রিন্টার আর স্ক্যানার কাজ তো করেই না আর নেট কানেক্টেড না করতে পেরে বিল্লু মামার ৪০ টাকার এক্সপি মেরে দিলাম।
আমার ল্যাপটপের সাথে বিল্রু মামার বিষ্ঠা দিয়ে দিছে কিন্তু ৭ ছাইরা কে ঐ অখাদ্য ব্যবহার করে? তাই ৬০ টাকা দিয়া (থুক্কু টরেন্ট থাকতে কিনুম ক্যা তখন তো ক্যাঙ্গারুস্থান ছিলাম নেট স্পিড ছিল ১১ এমবিপিএস ) ডিভিডি কিন্যা ইনস্টল করলাম। তয় আমার বড় ভাই একটা লেটেস্ট মডেলের সনি ভায়ো আনলো। ইশ দেখলেই কেমন যেন মনটা জুড়িয়ে যায়। অনেক শখ করে (আবার মডেল শখ ভাইবেন না) উবুন্টুর নতুন ভার্সন নামিয়ে (হ ভাই বাংলাদেশে বসে বিলাই এর ২৫৬ কেবি লাইন দিয়ে) ডালো করে ইনস্টল মারলাম। এবার স্বীকার করতেই হবে পুরা তাজ্জব বনে গেলাম। বাপরে বাপ উইন্ডোজ ফেল। সত্যি খুব ভাল লেগেছে এর উন্নতি দেখে। স্বীদ্ধান্ত নিলাম প্রতিদিনের টুকটাক কাজ করার জন্য ডুয়েল বুট রাখবো। তাই রেখে দিলাম। কিন্তু একি মাউস প্যাডের স্ক্রল কাম করে না ক্যা? অনেক চেষ্টা করে ফেইল মারলাম।
এর পরেও ইচ্ছা আছে আবারো চেষ্টা করার। সারিম নামে জনৈক ভদ্রলোক আমাকে অনেক রকম সাহায্য করেছিল। কিন্তু ল্যাপিটা আমার হাতছাড়া হয়ে যাওয়ার রোমাঞ্চ থেকে বঞ্চিত হলাম। এই হল আমার লিনাক্স জীবন।
ও মাঝখানে বলতে ভুলে গেছি আমি উইন্ডোজ সার্ভার ২০০৩ এর উপর পড়াশোনা করেছি। মানে সাবজেক্টে ছিল আরকি তাই পড়তে হয়েছে। সেই সাথে লিনাক্সের জন্য নপিক্স ও ঘেটেছি। তয় নপিক্সে কমান্ড লিখেই আমাদের কাজ করতে হয়েছে (বুঝেনই তো স্যার না হলে ধোলাই দিত ) অপর দিকে ফেডোরাও হালকা পাতলা দেখতে হয়েছে। লিনাক্স বলতে এই ব্যবহার করেছি। তবে সর্বশেষ ভার্সন এর অনেক কিছুই আমার ভাল লেগেছে। কিন্তু উইন্ডোজের বিকল্প এখনো লিনাক্স নয়। যারা বিকণ্প বলে তারা বিকল্পের সঙ্গা জানে না। বিকল্প তখনই হবে যখন সব কাজ করা যাবে। মানি অনেক বড় বড় কাজ লিনাক্সে করা যায় কিন্তু আমার মত আমজনতার জন্য এখনো সে সুযোগ আসেনি। তবে আশায় আছি কয়েক বছর পর অবশ্যই আসবে। আর আমার পছন্দের ওএস ম্যাক। টাকা জমাচ্ছি কেনার জন্য
সবাই দোয়া করবেন। অনেকদিন পর এত বড় একটা টপিক লিখলাম এবং দুঃখিত কারো মনে আঘাত দিলে
তৌফিক ইমাম লিখেছেন:মনে হয়না। আর এগুলো যন্ত্রনা মনে হলে এধরনের টপিকে না এলেই পারেন। কেউ তো জোর করে পড়তে বলছেনা
কি হল ? খামকা গায়ে পড়ে লাগেন কেন?
আমি কোথায় আসব আর না আসব তা কি তোমাকে জিজ্ঞাসা করে আসতে হবে?
দুঃখিত আমি গায়ে পড়ে কিছু বলতে কিংবা লাগতে আসিনি। কিন্তু এই লিনাক্স উইন্ডোজ এর টপিকে সবচেয়ে বেশি কমেন্ট হয় দেখি এসব ঝামেলা বন্ধ করার! আরে যাদের ঝামেলা করার ইচ্ছা কিংবা আলোচনা করার ইচ্ছা করুক না কেন। এর ভেতর এই ধরনের অফটপিক কমেন্ট পোষ্টের সংখ্যা বাড়ানো কিংবা পান্তাভাতে ঘি এর মতই মনে হয়।টপিক ভালো না লাগলে পড়লাম না। অন্যদেরও তো টপিকটা ভালো কিংবা প্রয়োজনীয় লাগতে পারে। তার বদলে খানিক পর পরই একজন না একজন এসে প্যাচাল বন্ধ করার বানী দিয়ে যায়। আর হ্যা, আবারো দুঃখিত যদি অন্যায় কিছু বলে থাকি
পান্তাভাতে ঘি এর মতই মনে হয়।
কিসের সাথে কি তুলনা??
লেকচার কম করে দিলে মনে হয় ভাল হয়।
আমি আজকে উবুন্টু ১১.০৪ নামিয়ে ভার্চুয়াল বক্সে ব্যাবহার করে দেখলাম । আমার একটাই প্রশ্ন এত অন্ধকার অন্ধকার ডিফল্ট থিম কেন ??
@সামিউল
সুন্দর লিখেছেন।
আমরা যারা লিনাক্সে প্রকৃত রূপে ভালবাসি তারা লিনাক্স এর প্রচারনার জন্য এরকম চিল্লা ফাল্লা করেন না। আমার সুধু তুলনা তুলে ধরার চেষ্টা করি, আর পাইরেসি মুক্ত হতে বলি। আর যখন কেউ লিনাক্স নিয়ে ভুল মন্তব্য করে তখন উঠে পরে লাগি।
কিছু দিন ধরে ফোরাম গুলো তে লিনাক্স উইন্ডোজ যুদ্ধ আবার তুমুল করে শুরু হয়েছে। চলুক আরও কিছু দিন। এরকম হলে ফোরামটা আরও ভাল মত জমে উঠে। যারা জানে না লিনাক্স কী জিনিস তারাও জানতে শুরু করে।
ত্রিনিত্রির রাশিমালা লিখেছেন:শামিম ভাই অয়ন খানের এইরকম একটা পোস্ট ছিল লিফোতে সেটার কি কোন ব্যাকয়াপ আছে ?
এই লেখা – টি খুঁজছেন কি?
ধন্যবাদ হ্যা এটাই
@সামিউল:
সার্বিকভাবে একমত নই। বিশেষত যার যেটা ভাল লাগবে - এই অংশটুকু মানুষকে ভুলপথে পরিচালিত করতে পারে।
ভাল লাগার সাথে সেটা আইনসঙ্গতভাবে পাওয়ার ক্ষমতা থাকা জরুরী। শুধু যার যেটা ভাল লাগলেই হবে না। বাড়ি, গাড়ি, নারী, সফটওয়্যার সবক্ষেত্রেই এটা প্রযোজ্য।
আমার প্রতিদিন এই এপার্টমেন্টের অনেকের মত নিজের এসি গাড়িতে চড়ে অফিস যেতে ইচ্ছা করে - গাড়ি চালাবে শোফার। কিন্তু ইচ্ছা করলেই সেটা করা সম্ভব না। আমাকে সিএনজি কিংবা বাসে ঝুলেই যেতে হয়। সফটওয়্যারের ব্যাপারটা বস্তুগত ঐ বিষয়গুলো থেকে আলাদা -- তাই হয়তো কপি করা সহজ। চাইলে আমিও মানুষের ফাইল ঠেকিয়ে সেই কাজগুলো আদায় করতে পারি -- কারণ আমার পছন্দের জিনিষ আমি ব্যবহার করতে চাই।
আইন মানুষের তৈরী -- এটা নিখুত নয়। বেশিরভাগ ক্ষেত্রেই আইন প্রণেতাগণ সমাজের যেই শ্রেণীর প্রতিনিধি, তাঁরা এটাকে শোষনের হাতিয়ার হিসেবেই বানিয়ে রাখেন। এজন্য কালে কালে, দেশে বিদেশে অনেক আন্দোলন হয়েছে। আইন পরিবর্তন হয়েছে। তাই কপিরাইটের যেই আইন আছে সেটা আংশিক বা পুরোপুরি অযৌক্তিক হতে পারে, কিন্তু যখন আইন হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠা পেয়েছে সেটা ভঙ্গ করলে সেটা অপরাধ হবে, তবে পাপ-পূণ্যের ব্যাপারটা জানিনা।
আর আইন অযৌক্তিক বলে সেটা ভাঙ্গার প্রবণতা সমাজকে কোন অরাজকতার পথে ঠেলে দেয় সেটা নিশ্চয়ই আমরা এখন দেখতেছি; আমাদের দেশে ""আমরা সবাই রাজা'' -- তাই নিজেরাই নিজেদের মত করে যৌক্তিক আইন বানাই, দেশের আইনকে তোয়াক্কা করি না --- এমন দেশ কি এতে খুব আকর্ষনীয় হয়ে উঠেছে বলে মনে হয়?
আমাদের দেশের অনেক সরকারী অফিসের বড় কর্তাগণও এমন মনোভাব পোষন করেন। কী অবস্থা তাতো দেখতেই পাচ্ছি।
ছেলেবেলায় বাবা আমাদের জন্য অনেকরকম গৃহপালিত আইন করে দিয়েছিলেন। এখানে নিয়মগুলোর যুক্তি বা অযুক্তির বাইরে একটা লিডারশীপ মেনে নেয়ার প্র্যাকটিসটা বড় ব্যাপার ছিল বলে মনে হয়। সবাই রাজা হলে কোন দিকে গতিপ্রাপ্ত হওয়া যায় না। তবে আমাদের শীর্ষ নেতারা যেভাবে অনৈতীক হয়েছেন তাতে তাদের উপর আস্থা রাখাটাও বিপদজনক -- একেবারে শাঁখের করাতের অবস্থা। মূল প্রসঙ্গ থেকে একটু সরে আসায় দূঃখিত।
আবার প্রসঙ্গে ফিরে আসি। যার যেটা ইচ্ছা হলেই হয় না। আমি ইচ্ছা বা পছন্দ করলেই ফটোশপ বা অটোক্যাড চালাতে পারি না। আইন অনুযায়ী, ওগুলো সঠিক ভাবে কিনে, লাইসেন্স করে তাহলেই ব্যবহার করতে পারি। আর এই ব্যাপারটাতে আমি বা লিনাক্স প্রচার যারা করি, কোনদিন আপত্তি জানাবো না বলেই আশা করি।
হুমমমম ; চিন্তার বিষয় !
এত দেখি মহা যন্ত্রনা। প্রজন্ম ফোরামে লিনাক্স আর উইন্ডোজ নিয়ে কি মারামারি শেষ হবে না ?
ওহহহ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
আরে ভাই আমি পছন্দ করি বা না করি রেসলিং কিন্তু জনপ্রিয় প্রোগ্রাম। নিজে সরাসরি অংশ না নিলে পরোক্ষ অংশগ্রহণের জন্য পপকর্ণ নিয়া গ্যালারীতে বসে পড়েন।
আমাকে লিনাক্সে নিচের সফটওয়্যার গুলোর বিকল্প বলে দিন তো। উহু ভাইজানেরা আমি বিকল্প চাচ্ছি কাছাকাছি বা ওর চেয়ে নিম্ন মানের নয়। আর দোহাই চোর বাটপার বলে গাল দিবেন না। পাইরেসী নিয়ে বেশ জ্ঞান গর্ভ আলোচনা এর আগে আমিই করেছি। কষ্ট করে খুঁজে নেন এর পর কন আপনি কত % পাইরেসী মুক্ত। যাউকগ্যা প্যাচাল না পাইরা নিচের সফটওয়্যার গুলোর বিকল্প নাম দিন। যদি বিকল্প দিতে পারেন আপনাদের সবাইকে কথা দিচ্ছি বিল্লু মামার পাছায় কইষা একটা লাথি লাগামু-
১। ফটোশপে কাজ না করলে ভাত হজন হয় না ফটোশপের বিকল্প এর নাম কন। উহু গিম্পে কাম হইব না ঐ জিনিস দেখা আছে।
আমার মাঝে মাঝে হেলিকপ্টার নিয়ে ঘুরতে খুব ইচ্ছা করে।আমাকে কেউ একটা বিকল্প ব্যাবস্থা বলে দ্যানতো।হেলিকপ্টার কেনাতো আর আমার সম্ভব না।ওওওওও বিকল্প দিতে পারবেন না?????ঠিক আছে, তাইলে আমি কারও টা না হয় "সিস্টেম" কইরাই নিয়া আমু......... আপনার কথাটা ওইরকমই।আমার যদি হেলিকপ্টার কেনার ক্ষমতা না-ই থাকে তাহলে আমার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।হেলিকপ্টার পাওয়ার জন্য তো আর আমি অবৈধ কিছু করতে পারিনা।আপনার গিম্প দিয়ে তো আর ফটোশপের কাজ হয়না।না হলে তো আর কিছু করার নাই।পারলে একটা কিনে ফেলেন আর না পারলে গিম্পই use করেন।আমার ছোটবেলা থেকেই রাজার মেয়ে নিয়ে করার খুব শখ।কিন্তু কি করব? রাজার মেয়ে বিয়ে করার ক্ষমতা তো আর আমার নাই।কি আর করব, ফেরীওয়ালার মেয়েকেই আমি রাজার মেয়ে ভাবি।তবে সঊদির বাদশার কইন্যা ভাগাইয়া আনার চিন্তাতো আর আমার করা ঠিক না, যেহেতু আমার হেই যোগ্যতা নাই।
জনাব লিনাক্স আপনার কথা শুনে অনেক কিছুই বলতে ইচ্ছা করল। আচ্ছা বাদ দেন আমি খারাপ. আমি চোর এইটাই তো বলবেন? লিনাক্স ব্যবহার করলে তখন আমি সাধু বাবা হয়ে যাব তাই না? মাত্র ১ টা পয়েন্ট কোট করে উত্তর দিলেন ক্যান? ভাই কি সরম লাগে বাকি গুলোর উত্তর দিতে?? হ ভাই আমি চোরাই উইন্ডোহ ব্যবহার করি কিন্তু বিশ্বাস করেন আমার না বিন্দুমাত্র লজ্জা স্বরম নাই। হ ভাই সত্যি কইতেছি। তা ভাইজান আপনের তো সরম লজ্জা অনেেেেেক বেশী তা ভাইজান কি পড়ালেখা করতেছেন?? বিশ্ববিদ্যালয়ে? আমর মত তাইলে আপনিও মনে হয় ১৩০ ডলার ১১০ ডলার দিয়া অরিজিন্যাল বই কিন্যা পড়েতেছেন?? ওহ ভাল কথা আমার কিন্তু বিকল্প ছিল সেটা ছিল ফটোকপি কইরা লইলে আমার অনেক কম টাকা লাগত কিন্তু ক্যান জানি বইয়ের গন্ধ নিতে ইচ্ছা কল তাই বই কিনছিলাম। যাউজগ্যা তা ভাইজান আপনার হার্ডডিস্কে কত গিগ পাইরেটেড গান আছে? নাকি আপনে গান শুনেন না? নাকি শিল্পীরা আপনারে আমার মত মাগনা সিডি দিয়া যায়? ভাই আমি চুর আমার হার্ডডিস্ক ভর্তি পাইরেটেড গান। হ ভাই ঈমানে কইতেছি মাত্র ৩৫০ গিগ বাংলা এমপিথ্রি আর নিজস্ব পোর্টেবল হার্ডডিস্কে ৩০০ গিগ পাইরেটেড মুভি। কি করমু কন আমি যে চুর। আপনি তো সাধু বাবা। তাই আপনে তো গরিবের মাইয়া বিয়া করবেন। আপনি নিশ্চয়ই তাইলে হলে যাইয়া ছিনেমা দেখেন। কারণ আপনার তো আর সাধ্য নাই যে সিনেপ্লেক্স এ গিয়ে সিনেমা দেখবেন। তাও সিনেপ্লেক্স এ আবার সব সিনেমা দেখা যায় না। আমি ভাই চুর তাই সিনেমা দেখার সাদ জাগে দেখে ডাউনলোড কইরা দেখি।
আচ্ছা আমার পোস্ট কি কোন পজেটিভ লেখা ছিল না? বিশ্বাস করেন আপনাগো মত মূর্খ লিনাক্স ব্যবহারকারীদের জন্য আজ লিনাক্স এর এই দশা আর পদে পদে আপনাগো পঁচতে হয়। ভাই ঐ এক কথা চুর চুর কইরা আর কয়দিন কাটাইবেন??
পারলে যারা লিনাক্স ব্যবহার কারী তারা আমাকে উইন্ডোজে যেরকম ইয়াহু চ্যাট (ভয়েজ, ভিডিও, ফাইল শেয়ার) করতে পারি এরকম একটা সফটওয়্যার এর নাম কন। ভাই আমি গরীব। তাই বন্ধুবান্ধব, ভাই বেরাদরদের সাথে ইয়াহুতে কতা কই। জানি পারবেন না কোন বিকল্প দিতে। কইবেন পিজিন না কি যেন এক অখাদ্য আছে তার নাম কইতে। কিন্তু কই আগর তলা আর কই সুকতলা। আপনি নিজেই দেখেন ইয়াহু আপনাগো লইগা কোন সফটওয়্যার বানায় নাই (নাকি বানাইছে আমি জানি না) আর একটা মজার কথা কই অয়ন ভাইয়ের লেখাটা অনেক ভাল লেগেছে অনেক গুলো কারণে। ওখানে উনি নিজেও এই ব্যাপরগুলো স্বীকার করেছেন। আপনাদের অবস্থা এমন আমি একজনকে একটা উপহার দিব কিন্তু উপহারটা যে ফাটা সেটা বলা যাবে না। এটা যেভাবেই হোক গোপন করতে হবে।
সবশেষে একটা কতা কই। নব্য লিনাক্স প্রেমিদের সাথে ক্যান যেন ডেসটিনি (আবুল ভাইয়ের কথা মনে পইড়া গেল, আবুল ভাই আপনি কুতায়??) এর মেম্বারদের মধ্যে মিল পাই। ডেসটিনির মেম্বারদের কাছে তাদের এমডি বা চেয়ারম্যান দেবতাতুল্য আর বাকি আম জনতা কিছুই বুঝে না বুদাই টাইপ। ঠিক তেমনি নব্য লিনাক্স প্রেমীরা মনে করে তারা এক এক জন কম্পিউটার গীক আর বাকি সব উইন্ডোজ ইউজাররা বুদাই।
আর আপনারা বলেন বাংলাদেশের সরকার পাইরেসীর বিরুদ্ধে কঠোর হলে আমরা নাকি সবাই দলে দলে লিনাক্স ব্যবহার করতাম। ধারণা ১০০ ভাগ ভুল। অস্ট্রেলিয়ায় কি তাহলে পাইরেসীতে উদ্ভুদ্য(বানান!) করে? কারণ ওখানে দোকানে দোকানে কোন সিডি বিক্রি হয় না কিন্তু ইন্টারনেট স্পিড এর কল্যানে আর টরেন্ট দিয়ে নামিয়ে সবাই চোরাই সফটওয়্যারই ব্যবহার করে। তবে হ্যা অনেক ধনী লোক আছে যারা অরিজিন্যাল কপি ব্যবহার করে। তবে ব্যবসা প্রতিষ্ঠানে অরিজিন্যাল ব্যবহার করতে হয় না হলে সমস্যা হয়। ওখানে আমরা নিজেরাই এক ছাত্র আরেক ছাত্রকে বিভিন্ন সফটওয়্যার দিতাম। শুধু তাই না মাঝে মাঝে কিছু দোকানেও কিনতে পাওয়া যেত এই সব সফটওয়্যার। সত্যি কথা বলতে কি আমি যখন কম্পিউটার ধরি (১৯৯৮) তখন যদি লিনাক্স দেখতাম তাহলে আপনার সাথে এই আদান প্রদানও আমার হত না কারণ আমি ইন্টারেস্ট পেতাম না। তখন আপনার লিনাক্স কি বস্থায় ছিল??? এখন একটু ভাল করেছে কিন্তু সম পর্যায়ে আসেনি। এখনো অনেক সীমাবদ্ধতা আছৈ এবং সেগুলো মেনে নিয়ে একটা গঠনমূলক আলোচনা করুন। আমার পোস্টে স্পষ্ট লিখেছি নতুন ভার্সন দেখে আমি নিজেই অবাক হয়েছি এবং আমার ভাল লেগেছে এই কথাটা চোখে পড়েনি? ভাই আমি নিজেই লিনাক্সে আসতে চাই আর আপনারাই দূরে ঠেলে দিচ্ছেন। আমি আপনাদেরকে বন্ধু ভেবে জিজ্ঞেস করলাম কি কি সমস্যার জন্য আসতে পারছি না আপনারা ঐ সব সমস্যার ধারে কাছে না গিয়ে একটা লেকচার দিলেন বিভিন্ন উদাহরণ টেনে। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে।
শামীম ভাই আমি কিন্তু লিনাক্সের জন্যও কাজ করেছি সেটা মনে নাই আপনার সুপারিশ মালায় লিনাক্স নিয়ে একটা পয়েন্ট ছিল আমি কিন্তু না কেটে ঐটা দিয়ে দিয়েছিলাম। লিনাক্স বিদ্বেশি হলে আমি কিন্তু ডিলিট মারতে পারতাম
জনাব লিনাক্স আপনার কথা শুনে অনেক কিছুই বলতে ইচ্ছা করল। আচ্ছা বাদ দেন আমি খারাপ. আমি চোর এইটাই তো বলবেন? লিনাক্স ব্যবহার করলে তখন আমি সাধু বাবা হয়ে যাব তাই না? মাত্র ১ টা পয়েন্ট কোট করে উত্তর দিলেন ক্যান? ভাই কি সরম লাগে বাকি গুলোর উত্তর দিতে?? .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
একটা পয়েন্টের উত্তর দিলেই আপনার অন্য পয়েন্টগুলার উত্তর হয়া যাচ্ছে সিডা কি আপনে বুঝব্যার পারেন নাই??তাইলে আমরা কি এইডাই ধইরা লিবো যে "ব" দিয়া যেই শব্দডা লেহিছেন সিডা আপনে নিজেই!!!! সিনেমাতো আমি দেহিইন্যা।গান হুনারও টাইম নাই।পাশের রুমে টিভিতে বাজলে হুনি।সিডাও কি পাইরেটেড?গান হইলেই যে সিডা পাইরেডেট এই আইন আপ্নে ক্যাম্বা করি জানলেন?? আর আপ্নে কি জানেন mp3 ফরম্যাটের রেসটিরিকশন গুলা কি কি? না জাইনলে googling কইরা জাইনা তারপরে কতা কয়েন।এগুলা যদি কিন্যা তারপর মানুষরে বিলায় সিডা অপরাধ না।যদি সিডা বড় ধরণের কুনু কোম্পানি হয় সিডা অপরাধ।তাই linux mint mp3 কোডেক দিয়া বাজারে ছাড়ে কিন্তু ubuntu পারেনা।কারণ ubuntu-র সাথে ক্যানোনিক্যাল আছে।ভালো কইরা না জাইন্যাই কতা কতি আসেন তাইন্যা??
আপনের লেহায় তো আমি অনেক পজিটিভ জিনিসই লেখল্যাম।কিন্তু পব্লেমডাকি জানেন??? আপ্নেরা BMB গুরুপের (বিল্লু মিয়া and বিলাইবৃন্দ) লোকজন এহন নতুন এক সিষ্টেম ধরিছেন।এহন আপ্নেরা চিনি মাখানো বাশ use করেন।যাতে মিষ্টির জন্যি ব্যাথা টের না পাওয়া যায়।আর এতার বিকল্প ওতার বিকল্পের কতা আবার আইসলো ক্যা? আগের টপিকে আমি লেহিছিলাম সিডা আপ্নের মনে নাই? নাকি আপ্নে বুঝেনই নাই??? তাইলে তো "ব" দিয়া যিডা উচ্চারণ করছিলেন আপ্নে সিডাই।স্কাইপ দিয়া যে ভিডিও চ্যাট করা যায় সিডা মনে হয় আপ্নে জানেন না?গায়াচি দিয়া যে yahoo তে ভিডিও চ্যাট করা যায় সিডা মনে হয় আপ্নে জানেন না?google talk দিয়া যে লিনাক্সে ভিডিও চ্যাট করা সম্ভব সিডাও মনে হয় আপ্নে জানেন না?না জাইনলে আর আমি কি কমু!!!
একটা পয়েন্টের উত্তর দিলেই আপনার অন্য পয়েন্টগুলার উত্তর হয়া যাচ্ছে সিডা কি আপনে বুঝব্যার পারেন নাই??তাইলে আমরা কি এইডাই ধইরা লিবো যে "ব" দিয়া যেই শব্দডা লেহিছেন সিডা আপনে নিজেই!!!! আর বই হইলেই যে সিডা পাইরেটেড , গান হইলেই যে সিডা পাইরেডেট এই আইন আপ্নে ক্যাম্বা করি জানলেন?? আপ্নে কি জানেন mp3 ফরম্যাটের রেসটিরিকশন গুলা কি কি? না জাইনলে googling কইরা জাইনা তারপরে কতা কয়েন।এগুলা যদি কিন্যা তারপর মানুষরে বিলায় সিডা অপরাধ না।যদি সিডা বড় ধরণের কুনু কোম্পানি হয় সিডা অপরাধ।তাই linux mint mp3 কোডেক দিয়া বাজারে ছাড়ে কিন্তু ubuntu পারেনা।কারণ ubuntu-র সাথে ক্যানোনিক্যাল আছে।ভালো কইরা না জাইন্যাই কতা কতি আসেন তাইন্যা??
গতবছর আমাদের English For Today বইতে একটা লেসন ছিল..."Little Knowledge Is A Dangerous Thing"
অনেক বিনোদন মূলক টপিক । অনেক বিনোদন পাইলাম এখান হতে। হাসি-বাক্স টপিকে এখন ঢুকি না - এই টাইপের টপিকে পোলাপানদের কথা বার্তা পড়ে অনেক মজা লাগে ।
অনেক বিনোদন মূলক টপিক । অনেক বিনোদন পাইলাম এখান হতে। হাসি-বাক্স টপিকে এখন ঢুকি না - এই টাইপের টপিকে পোলাপানদের কথা বার্তা পড়ে অনেক মজা লাগে
।
আপনারে পেলাচ। রিয়েল জিনিসটারে সহজে বলার জন্য।
সামিউল লিখেছেন:জনাব লিনাক্স আপনার কথা শুনে অনেক কিছুই বলতে ইচ্ছা করল। আচ্ছা বাদ দেন আমি খারাপ. আমি চোর এইটাই তো বলবেন? লিনাক্স ব্যবহার করলে তখন আমি সাধু বাবা হয়ে যাব তাই না? মাত্র ১ টা পয়েন্ট কোট করে উত্তর দিলেন ক্যান? ভাই কি সরম লাগে বাকি গুলোর উত্তর দিতে?? .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
একটা পয়েন্টের উত্তর দিলেই আপনার অন্য পয়েন্টগুলার উত্তর হয়া যাচ্ছে সিডা কি আপনে বুঝব্যার পারেন নাই??তাইলে আমরা কি এইডাই ধইরা লিবো যে "ব" দিয়া যেই শব্দডা লেহিছেন সিডা আপনে নিজেই!!!! সিনেমাতো আমি দেহিইন্যা।গান হুনারও টাইম নাই।পাশের রুমে টিভিতে বাজলে হুনি।সিডাও কি পাইরেটেড?গান হইলেই যে সিডা পাইরেডেট এই আইন আপ্নে ক্যাম্বা করি জানলেন?? আর আপ্নে কি জানেন mp3 ফরম্যাটের রেসটিরিকশন গুলা কি কি? না জাইনলে googling কইরা জাইনা তারপরে কতা কয়েন।এগুলা যদি কিন্যা তারপর মানুষরে বিলায় সিডা অপরাধ না।যদি সিডা বড় ধরণের কুনু কোম্পানি হয় সিডা অপরাধ।তাই linux mint mp3 কোডেক দিয়া বাজারে ছাড়ে কিন্তু ubuntu পারেনা।কারণ ubuntu-র সাথে ক্যানোনিক্যাল আছে।ভালো কইরা না জাইন্যাই কতা কতি আসেন তাইন্যা??.......
ভেরি ফানি
হে হে... এইবার লিনাক্সগুরুরা ঠ্যালা সামলান... সবাই লিনাক্স ইউজাইয়া অন্ধ হৈলেই চলে নাহ...
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
০.১১৯৪৪৪১৩১৮৫১২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৭৯৩৪৫৬৪২৬৮৩৯ টি কোয়েরী চলেছে