অনেকগুলো প্রশ্নের উত্তর আগের টপিক টাতেই পাওয়া যাবে, সে জায়গায় আমি আগের টপিকটাই দেখে নিতে অনুরোধ করবো।
১।Acne হচ্ছে স্কিন এর র্যাশ বা গোটা ওঠা সংক্রান্ত এক গুচ্ছ রোগ।এই রোগ গুলোকে একসাথে Acne বলা হয়।
২। অনেক কিছু বলতে হবে, আমি অন্য একটা সাইট থেকে Quote করছি-
"Acne vulgaris - most commonly experienced around puberty, typically of the face and shoulders/chest
Acne rosacea - a red rash predominantly on the face
Pseudofolliculitis barbae (Acne keloidalis nuchae), a rash caused by shaving
Hidradenitis suppurativa - chronic abscesses or boils of sweat glands and hair follicles; in the underarms, groin and buttocks, and under the breasts in women
Acne conglobata - highly inflammatory acne presenting with comedones, nodules and abscesses.
Acne cosmetica - acne caused by cosmetics
Acne fulminans - an extreme form of acne conglobata
Acne medicamentosa - acne caused by starting or stopping a medicine
Baby acne - a rash seen on the cheeks, chin, and forehead of infants
Chloracne - an acne rash caused by exposure to chlorinated hydrocarbons such as dioxins or PCBs
Tycoon's cap - acne necrotica miliaris, a disease of the scalp"
কোন অংশ না বুঝলে জানাবেন...
৩।ব্রন এর মেডিকাল টার্ম হচ্ছে Acne Vulgaris.এটা ঐ গ্রুপেরই একটা অসুখ, এবং সবচে কমন।সকল ব্রণ ই ACNE. কিন্তু সকল Acne ব্রণ নয়।
৪। ব্রণ প্রতিরোধে করনীয় খুব বেশি কিছু নেই। আগের টপিক এ এর কারন বলা আছে।হরমোনাল/জেনেটিক ব্যাপার গুলোয় তেমন কিছু করার নেই।স্ট্রেস কম নিতে হবে।মুখমন্ডল ও সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।তারপরেও যে ব্রণ হবেনা তার কোন নিশ্চয়তা নেই।
৫। সাধারনত পিউবার্টির সময় হয়, টিনেজ বয়স পুরোটাই থাকতে পারে।এর পরে কমে জায়।২০ এর পরেও যদি ব্রণ উঠে, এটা নিয়ে খুব মাথা ঘামানোর কিছু নেই, এম্নিতেই সেরে যাবে।
৬। সার্জারীর সুযোগ আছে, সেটা ভয়াবহ ধরনের ব্রনের খেত্রে।তবে লাইট থেরাপী/ফটো ডাইনামিক থেরাপি/ লেজার থেরাপীর সুযোগ আছে।
৭। তৈলাক্ত ত্বকে এটা হবার সম্ভাবনা একটু বেশি, সুর্যের কোন ভুমিকা নেই।
৮। Acne vulgaris আমাদের দেশে খুব কমন, বাকিগুলো ততটা নয়।
৯। অন্যদেশেও Acne vulgaris খুব কমন,এটা বর্ন/জাতি নির্বিশেষে সব মানুষেরই হতে পারে।
জাগরণে যায় বিভাবরী ...