Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
দারুন একটা ইন্টারভিউ'র জন্য স্বপ্নীলকে +সহ ধন্যবাদ
প্রশ্নদাতা নি:সন্দেহে সাংবাদিক হওয়ার যোগ্য ।
একমত।
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
ছবি-Chhobi লিখেছেন:কম ঘুমানো আসলে যার যার কাছে । প্রয়োজনই সবাইকে এরকম করে দেয় ।
এটা খুবই সত্য কথা! আমার নিজেরই ইদানিং ২৪ ঘণ্টায় মাত্র ৪/৫ ঘন্টা ঘুমানোর সুযোগ হচ্ছে!
স্বপ্নিল যে খুব ভালো ইন্টারভিউ নিতে পারে তা এরমধ্যে আমরা বেশ ভালোই বুঝে গেছি! তবে ছবি আপুরটা এতো দারুন হওয়ার ক্রেডিট কিন্তু ছবিপু-র ই!সুপার্ব!
আন্তরিক ধন্যবাদ মুন আপু.....
সুন্দর ইন্টারভিউ, ছবি আপু সম্পরকে জানতে পেরেও ভাল লাগল
ধন্যবাদ
খুব ভাল লাগলো। সুন্দর সাক্ষাতকার তুলে ধরায় স্বপ্নীল ভাইকে অসংখ্য ধন্যবাদ।
ছবি আপুর সাক্ষাতকারে তাঁর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বেশ মজা পেলাম জব সম্পর্কে জেনে।
অনেক অনেক ধন্যবাদ বালক ভাই
এই মেঘ এই রোদ্দুর
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
ছBপু দেখি বহুত কস্ট করেন সংসার জীবনে।
এরপরও আপনি যে প্রজন্ম সহ বেশ কিছু ফোরামে নিয়মিত তার জন্য অশেষ ধন্যবাদ।
শুভ কামনা রইল আপনার সংসার এবং কর্ম জীবনের জন্য।
স্বপ্ন নীল ভাইকে ধন্যবাদ, আম্নের কল্যাণে ছবিপুর জীবনের বেশ কিছু ছবি সর্ম্পকে জানলাম।
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
বাপ্রে । দুপুরে যখন সপ্নিল ভাই আমাকে লিঙ্ক টা দেয় তখন মনে হয়েছে পরে পরি । কিন্তু তারপর বাসা পরিবর্তনের ঝামেলার ফলে পড়াড় টাইম পাই নাই ।কিন্তু এখন পড়ে মনে হল যে আরেকটু হলেঈ এরকম একটা জিনিস মিস করতাম ।
![]()
ধন্যবাদ ফিরোজ সময় করে পড়ার জন্য
দারুন একটা ইন্টারভিউ'র জন্য স্বপ্নীলকে +সহ ধন্যবাদ
ছবি-Chhobi লিখেছেন:প্রশ্নদাতা নি:সন্দেহে সাংবাদিক হওয়ার যোগ্য ।
একমত।
ইলিয়াস ভাই,থ্যাংকস।তবে সাংবাদিক হবার ইচ্ছা থাকলেও সুযোগ কিভাবে পাব বা করে নিবো সেটা বুঝতে পারছি না।তাই মনে হয় এটা হবে না
স্বপ্ন নীল
ভাইকে ধন্যবাদ, আম্নের কল্যাণে ছবিপুর জীবনের বেশ কিছু ছবি সর্ম্পকে জানলাম।
আপনাকেও থ্যাংকু কাতার ভাই
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
এই টপিকটা কি আমার চোখ থেকে দূরে কোথাও লুকায় রাখছিলেন ... খুব মজা লাগলো ইন্টারভিউ পড়ে ... কোথায় পান এত বুদ্ধি
তোমার দুহাত থাকলে হাতে; স্বপ্নে জাগে মধুর প্রাণ।
ছড়া সব করে রব
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
এই টপিকটা কি আমার চোখ থেকে দূরে কোথাও লুকায় রাখছিলেন ... খুব মজা লাগলো ইন্টারভিউ পড়ে ... কোথায় পান এত বুদ্ধি
হেহেহে..আপনেরে পরথমে কয়েক কেজি ধইন্যাপাতা দিয়া লই
এমনি হঠাৎ কইরাই সব হইয়া যায়।তয় একটা ইনডেক্স টপিক দরকার,পাবলিকের যাতে ৪টা ইন্টারভিউই খোজে পেতে সুবিধা হয়।
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
আল্লাহ চক্ষু দিছে তাউ এতদিন এটা চোখে পড়ে নাই কেন বুজলাম না
স্বপ্নিল ভাইরে ধন্যবাদ,কারন তিনি প্রমান করলেন কিভাবে সাক্ষাৎকার নিতে হয়।
ছবিপু কে ধন্যবাদ,কারন তিনি প্রমান করলেন কিভাবে সাক্ষাৎকার দিতে হয়।
দুজন কেই +।
۞ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ * • ۞
۞ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * • ۞
৪৯ ১২-০৬-২০১১ ০২:৫৪ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (১২-০৬-২০১১ ০২:৫৭)
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
আল্লাহ চক্ষু দিছে তাউ এতদিন এটা চোখে পড়ে নাই কেন বুজলাম না
স্বপ্নিল ভাইরে ধন্যবাদ,কারন তিনি প্রমান করলেন কিভাবে সাক্ষাৎকার নিতে হয়।
তোমাকেও ধন্যবাদ।সুবিধার জন্য সবগুলো ইন্টারভিউ এক জায়গায় করে একটা ইনডেক্স টপিক করে দিলাম।এখন আর মিস হবে না
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
ছবি আপু সম্পর্কে জেনে অনেক ভালো লাগল
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
স্বপ্নিল ভাইজানে আমি চিন্তা করতাছি আপনারে দিয়া আমাগো স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের একটা ইন্টারভিউ নিমু চিন্তা করতাছি।। দেখি আপনি কেমন প্রশ্ন করতে পারেন
ছবি আপু এবং স্বপ্নিল ভাই দুজনে এক্কেবারে ফাটাইয়া দিছেন
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
ছবি আপু সম্পর্কে জেনে অনেক ভালো লাগল
থ্যাংকস
স্বপ্নিল ভাইজানে আমি চিন্তা করতাছি আপনারে দিয়া আমাগো স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের একটা ইন্টারভিউ নিমু চিন্তা করতাছি।। দেখি আপনি কেমন প্রশ্ন করতে পারেন
![]()
![]()
![]()
ছবি আপু এবং স্বপ্নিল ভাই দুজনে এক্কেবারে ফাটাইয়া দিছেন
![]()
![]()
![]()
![]()
উনার ইন্টিভিটি তো ডেইলি টিভিতে নেয়া হইতেছে, আমি আর কি নিমু
এনিওয়ে , থ্যাংকস আপনারেও
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
উনার ইন্টিভিটি তো ডেইলি টিভিতে নেয়া হইতেছে, আমি আর কি নিমু
![]()
এনিওয়ে , থ্যাংকস আপনারেও
উনারে করবেন একটা প্রশ্ন উত্তর দিবে আরেক টা
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
ভালো লাগলো
আরও নতুনত্ব চাই
কমিকস নিয়ে একটি সাইট করেছি , সুখবর২৪.কম এ আমার সাইট নিয়ে একটি রিভিউ দেখতে পারেন http://sukhobor24.com/archives/6191
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
ভালো লাগলো
![]()
আরও নতুনত্ব চাই
![]()
ধন্যবাদ আপনাকেও।চেষ্টা করব
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
অসাধারণ ইন্টারভিউ হইছে।আমিও ছবি আপু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।