৮১ সর্বশেষ সম্পাদনা করেছেন Jemsbond (২২-০৯-২০১১ ১৮:১৯)

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৮২

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

আলম ভাই, আপনার ফোনের মডেল কি ভাই ? এতো উচাঁ রেজ্যুলেশন কোন ফুনে ? গ্যালাক্সী এস / এস ২ নাতো ?

৮৩

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৮৪

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

seeming is being

৮৫

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

আমার আজকাল এন্ড্রয়েড নিয়া কেমন জানি উন্মাদনা নেই, ফোন আসে রিসিভ করি, বাইরে গেলে গান শুনি হেডফোনে, জার্নিতে থাকলে টুইটার ইউজ করি, আর বাসায় থাকলে মাঝে মাঝে রিমোট কন্ট্রোলার হিসেবে ইউজ করি।  এই বাদে কিছুই করা হয় না। sad

৮৬

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৮৭ সর্বশেষ সম্পাদনা করেছেন শিশির (২২-০৯-২০১১ ২০:৪১)

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

গ্যালাক্সী মিনিতে স্কাইপ ব্যবহার করতে চাইলে getjar.com এ চলে যান।ওখানে পাবেন।
এন্ড্রয়েড ২.৩ আর ফ্রন্ট ক্যামেরা থাকলে নতুন স্কাইপ ভারসন দিয়ে ভিডিও কল করতে পারবেন।যাদের ২.২ তারাও পারবে কিন্তু ব্যাক ক্যামেরা ইউজ হবে।তবে সেটিংসে গিয়ে ঠিক করে দিতে হবে।

নিউ ফেইসবুক ভারশনটাও সুন্দর।

গুগল+ নতুনটায় ভিডিও কলসহ আরো নতুন কিছু আনছে।ভিডিও কলের জন্য স্কাইপ এর মতো ২.৩ আর ফ্রন্ট চ্যামেরা লাগবে।

আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।

৮৮

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৮৯

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

এন্ড্রয়েড এ বাংলা লিখার কোনো সিস্টেম আছে যেটা দিয়ে সব জায়গায় পোস্ট করতে পারবো???

আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।

৯০

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৯১

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

google skymapটা কী জিনিস???কেউ ইউজ করছেন?

আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।

৯২

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৯৩

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

ধন্যবাদ মেহেদী ভাই।

আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।

৯৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ত্রিনিত্রির রাশিমালা (২৪-০৯-২০১১ ০৪:৩১)

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

শিমুল বস জিপি অনেক আগেই অফিসিয়াল আপগ্রেড প্যাক দিয়ে দিছে । ঢেউটিনে দেখেছিলাম আগেই । নেট (ফোনে ) শেষ হয়ে গেল। কাল আবার নিব । স্কাইপি , গুগল প্লাস আর স্কাইম্যাপ ( মাস্ট ) ইন্সটল করতে হবে দেখছি ? স্কাইম্যাপ আবার হাই এন্ড ফোনের জন্য নয়তো ?
যাই হোক এ পর্যন্ত আনরুটেড জিপি ক্রিস্টালে( ফ্রয়ো জিপি ) যা যা ইন্সটল করেছি ?
Android Assistance এবং Android Booster : ব্যাটারি এবং প্রসেসর এর জন্য ।
Bangla Dictionary: e2b অভিধান
Barcode Scanner: এটার কাজ আগেই অনেকে বলেছ্বে।
CallRecorder : নামেই পরিচয়
Canvas Lite : ফটোশপের মত টুকটাক ব্রাস করা যায় ।
Chess: দাবা
Documants to go : সকল ধরনের ডকুমেন্ট রিড করার জন্য । ডিফল্টভাবেই দেয়া ছিল ।
Dolphin Browser mini ও Opera Mini & Opera Mobile : ব্রাউজার
AngryBirds: ব্যাখ্যার প্রয়োজন আছে কি ?
Ant Smasher: টিপে টিপে পিপড়া মারতে ভালই লাগে smile
jbed : জাভা এমুলেটর ।
Mig33: সাধারন মাল্টি মেসেঞ্জার ।
Mixzing & Winamp : মিউজিক প্লেয়ার ।
Moboplayer: ভিডীও প্লেয়ার ।
PicSay & Photoshop Express: ফটো এডিটর ।
Callblock, Virtual Recorder & Zipviewer : নামেই পরিচয়  thumbs_up
Screen Grabber : স্ক্রিনশট নেয়ার এপ। আনরুটেড অবস্থাই কাজ করে ।
SoloLite & Drumkit : একটা গিটার বাজায় আরেকটা ড্রাম ।  smile
সর্বশেষে আমার সবচেয়ে প্রিয় এপ (৮৩ ভাইয়ের দেখাদেখি ইন্সটল করেছিলাম )
Talking Tomcat 2 : হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মত অবস্থা ।

৯৫

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

উইন্ডোজ হোক আর এন্ড্রয়েড আমার কখনোই উইনএ্যাম্প ভালো লাগে নাই। sad
পাওয়ারএ্যাম্প ইউজ করি। বস প্লেয়ার।   big_smile

রিসেন্ট আপডেটের পর সর্বশেষ এ্যাপ্লিকেশন সমূহঃ
১) Barcode Scanner
2) Google Sky Map
3) Adfree
4) Move 2 SD Enabler
5) Angry Birds RIO
6) Angry Birds Seasons
7) Camera 360 Ultimate
8) Facebook
9) Fring
10) GPS Essentials
11) Need For Speed Shift
12) Opera Mini
13) Racing Moto
14) Root Explorer
15) Skype
16) Talking Tom
17) TweetCaster
18) Android Assistant
19) Wikipedia
20) Mashable
21) PowerAmp

ভিডিও দেখি না, তাই কোন এ্যপ ইউজ ও করি না।

৯৬

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

রিসেন্ট আপডেটের পর সর্বশেষ এ্যাপ্লিকেশন সমূহঃ (কপি পেস্ট  tongue)
১) Barcode Scanner - এইটা আমার দরকার আছে বিশেষ করে সুপার মার্কেটে কামে লাগে  thumbs_up
২) Camscanner - মাঝে মাঝে বড় স্কেনার এর চেয়ে ভাল লাগল বিশেষ ক্ষেত্রে কেউ ব্যংক একাউন্ট করতে চাইল তার কাছে মালিক পক্ষ পাসপোট্র দেই না যা দেয় তাও আবার সাদাকালো ফোটোকপি চাইলে এইটা ধারা কপি করে স্কেন করে তা প্রিন্ট ও করা যাবে ।

৩) Lighter free- যিপ্পু লাইটার টোকা দিলেই জ্বলে  big_smile

৪) Fart Sound Board - টম ক্যট এর চেয়ে বেশি ফানি এবং সাথে আরো অনেক মজা পাবেন এটাতে ১০০% গ্যরান্টি  lol2 lol2

৫) Free Zone (wi-fi) Beta - নামেই সব গুন আছে ।
৬) Madoball3D Zero HD - গেমটা আমার কাছে ভালই লাগছে  thumbs_up
৭) Ice Age এবং Despicable Me - পাজল গেম হিসেবে টাইম পাস করা আরকি  smile

৮) Fashion live Tv -  tongue_smile

৯৭

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

পাওয়ার এম্প প্রিমিয়াম না ?! আমার তো মনে হল ট্রায়াল ভার্সন ।  neutralযাই হোক ৮৩ ভাই কোন টা কোন টায় রুট লাগে কোন টায় লাগেনা বললে ভাল হত । এখন পর্যন্ত রুট করতে পারি নাই । কেউ কোণ পদ্ধতিও বলল না ?

৯৮

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

seeming is being

৯৯

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

বহু চেষ্টা করেও দুইটা কাজ করতে ব্যার্থ হলাম ।
১ । জিপি ক্রিস্টাল রুটিং ।
২। কানেক্টি ফাই দিয়ে হটস্পট তৈরি । ( কানেক্ট হয় কিন্তু শেষে ব্রাউজ হয় না ।  angry tongue_smile cry

১০০

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি