Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
Spec: Snapdragon 808, 3GB RAM, QHD Display, 5.7".
Moto X Style নাকি ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
Spec: Snapdragon 808, 3GB RAM, QHD Display, 5.7".
Moto X Style নাকি ?
আমিও ইনভারব্রাশ ভাইয়ের সাথে একমত। মেইলের জন্য MyMail
আর গান শোনার জন্য Shuttle+ ব্যবহার করি।
PowerAmp গরীব থাকতে ক্রাক করে ইউজ করতাম। সকালে অবশ্য হিস্টোরী ঘেটে আবার ইনস্টল করেছি। আসলেই জোশ একটা মিউজিক এ্যাপ! এখনও এটার থেকে বেটার কিছু বের হয় নাই, ব্যাপারটাতে খুব একটা অবাক হই নাই।
MyMail!! ট্রাই করে ফীডব্যাক জানাবো দেখি!!!
মেহেদী৮৩ লিখেছেন:Spec: Snapdragon 808, 3GB RAM, QHD Display, 5.7".
Moto X Style নাকি ?
হু, তবে US মার্কেট থেকে নেয়ায় নামটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি!
জিপিএস নির্ভর একটা এলার্মের খোঁজ করছিলাম, পেয়েও গেলাম পছন্দসই একটা। Ultimate GPS Alarm Free নির্দিষ্ট লোকেশন সেট করে ম্যাসেজসহ এলার্ম সেট করে দিলে সেই লোকেশনে আসামাত্র আপনাকে নোটিফিকেশন দিবে ম্যাসেজসহ। ধরুন অমুক জায়গায় গেলে দোকানে একটা বইয়ের খোঁজ করতে হবে। তো সেভাবেই এলার্ম সেট করে দিলেন। পরবর্তীতে ওইখানে গেলে আপনি ভুলে গেলেও অ্যাপটি আপনাকে নোটিফিকেশন দিবে। তাছাড়া যারা বাসে ভ্রমনে ঘুমিয়ে পড়েন তাদেরও কাজে দিবে এটি। গন্তব্যে পৌঁছানোমাত্র আপনাকে জানিয়ে দিবে আপনি চলে আসছেন। চোখ বন্ধ থাকলেও আপনি জেনে গেছেন এবার নামতে হবে। কিন্তু সবসময় জিপিএস লোকেশন ট্র্যাক করতে থাকে বলে এতে ব্যাটারির চার্জ হয়ত একটু দ্রুত ফুরাবে।
আন্ড্রুয়েড এর কাছে ত কোন কিছুর তুলনাই হয়না।দামে কম +শান্তিও বেশি আর মানুষের নাগালেই,আন্ড্রুয়েড এর নতুন কিছু ফিচার সম্পর্কে জানতে একবার ঘুরে আসুন নিচের লিংক থেকে-http://www.lighthome24.com/category/android-world/
আস্সালামুয়ালাইকুম।
কেমন আছেন সবায়
আমি সালাউদ্দিন কাদের
চন্দনাইশ,চট্টগ্রাম
আমি থাকি সৌদিআরব রিয়াদে,,
রিসেন্ট একটা সফট ইয়ুজ করতেছি wifi talkie
wifi দিয়েই কল করা যায় ( একই ওয়াইফাই এর আন্ডারে )
মানে একই অফিসে বা বাসায় একরুম থেকে অন্যরুম। সাথে ম্যাসেজ, ফাইল শেয়ার। দারুন
যদি কেউ অন্য নেটোয়ার্কে বা মোবাইল ডাটা এয়ুজ করে হোয়াটস কলের মতোও ইয়ুজ করা যায়
ধন্যবাদ । কিন্তু নতুন ভার্সন অপডেটের অনুরোধ জানাছি ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
০.০৬২৫৮৬০৬৯১০৭০৫৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৫৫২০২৭৭০২৩২৯ টি কোয়েরী চলেছে