Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
এন্ড্রয়েড দিয়ে কি ব্রাউজারের লেখা কপি পেস্ট করা যায়? মানে ক্লিপবোর্ড আছে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
এন্ড্রয়েড দিয়ে কি ব্রাউজারের লেখা কপি পেস্ট করা যায়? মানে ক্লিপবোর্ড আছে?
নাহ্ এখন কিনব না। আগে জনগন কিনে বাঘ-ভাল্লুক (সীমাবদ্ধতা) এর সমাধান করুক। তারপর ভালো পারফরমেন্স পাওয়া গেলে কিনব। আর দাম ও কিছুটা কমুক।
আজ একটা চাইনিজ এন্ড্রয়েড ট্যাবলেট গুতিয়ে দেখলাম অনেক্ষণ। 'এন্ড্রয়েড'কে ওএস হিসেবে ভালই লাগল, তবে শত হলেও এটা একটা মোবাইল ওএস। যতটা আশা করেছিলাম ততটা ভাল লাগে নাই । সবচেয়ে বিরক্তি লাগল বন্ধ করে দেয়া এপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা, এর কোন উপকারিতা কেউ বলতে পারেন? আর এপ লিস্টে একটা সার্চ বক্স (এপ্লিকেশনের নাম টাইপ করে খোঁজার জন্য) ভীষণভাবে মিস করেছি, এইটা থাকা দরকার ছিল।
ট্যাবলেটটার কনফিগারেশন ২৫৬ মেগা র্যাম, ৬০০MHz(!) চাইনিজ প্রসেসর আর ২জিবি ডিস্ক স্পেস। নতুন এপ ইন্সটল করতে পারিনি, "ডিস্কে জায়গা নাই" এই ধরনের একটা মেসেজ দিয়েছে অথচ ডিস্কে প্রায় ৬০০ মেগা জায়গা ছিল। ৭২০p ভিডিও চালিয়েছি স্মুথলি, সাউন্ড ফাটাফাটি (চাইনিজ মাল ) কিন্তু এংরি বার্ড খেলতে পারিনি শান্তিমত, একটু পর পর আটকে যায়
সাধারনভাবে ল্যাপটপের অ্যাডহক ওয়াইফাই এন্ড্রয়েডে দেখা যায় না
সাধারণ P1/P7 প্যাকেজ দিয়ে কিছুই হয় না। ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করা দরকার
iPhone ৪ জি ইউজ করি, কিন্তুক চার্জ একদম থাকে না, এপস গুলা জোস সবই।
সবচেয়ে ভালো লাগে আই-রিডার
গেইমস ভাল্লাগে অনেকগুলা কোনটা ছেড়ে কোনটা মেনশন করবো ভেবে পাচ্ছি না
আচ্ছা , এন্ড্রয়েডে কি bluetooth দিয়ে প্যান করে ইন্টারনেট ব্যবহার করা যায় ??? মানে পিসি এর ইন্টারনেট মোবাইলে ব্যবহার করা যায় ??? কেউ করে থাকলে জানায়েন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
০.০৬০৩১৬০৮৫৮১৫৪৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬১.৫৩৫৯৬৫৫৯৪৬৬২ টি কোয়েরী চলেছে