Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
এন্ড্রয়েড দিয়ে কি ব্রাউজারের লেখা কপি পেস্ট করা যায়? মানে ক্লিপবোর্ড আছে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
এন্ড্রয়েড দিয়ে কি ব্রাউজারের লেখা কপি পেস্ট করা যায়? মানে ক্লিপবোর্ড আছে?
এন্ড্রয়েড দিয়ে কি ব্রাউজারের লেখা কপি পেস্ট করা যায়? মানে ক্লিপবোর্ড আছে?
আমি যত দূর জানি থাকার কথা
নাহ্ এখন কিনব না। আগে জনগন কিনে বাঘ-ভাল্লুক (সীমাবদ্ধতা) এর সমাধান করুক। তারপর ভালো পারফরমেন্স পাওয়া গেলে কিনব। আর দাম ও কিছুটা কমুক।
এই এপপ টা ভালো লাগছে...এটা দিয়ে রং ছাড়া ছবিতে রং করা যায়
https://market.android.com/details?id=c … rch_result
আজ একটা চাইনিজ এন্ড্রয়েড ট্যাবলেট গুতিয়ে দেখলাম অনেক্ষণ। 'এন্ড্রয়েড'কে ওএস হিসেবে ভালই লাগল, তবে শত হলেও এটা একটা মোবাইল ওএস। যতটা আশা করেছিলাম ততটা ভাল লাগে নাই । সবচেয়ে বিরক্তি লাগল বন্ধ করে দেয়া এপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা, এর কোন উপকারিতা কেউ বলতে পারেন? আর এপ লিস্টে একটা সার্চ বক্স (এপ্লিকেশনের নাম টাইপ করে খোঁজার জন্য) ভীষণভাবে মিস করেছি, এইটা থাকা দরকার ছিল।
ট্যাবলেটটার কনফিগারেশন ২৫৬ মেগা র্যাম, ৬০০MHz(!) চাইনিজ প্রসেসর আর ২জিবি ডিস্ক স্পেস। নতুন এপ ইন্সটল করতে পারিনি, "ডিস্কে জায়গা নাই" এই ধরনের একটা মেসেজ দিয়েছে অথচ ডিস্কে প্রায় ৬০০ মেগা জায়গা ছিল। ৭২০p ভিডিও চালিয়েছি স্মুথলি, সাউন্ড ফাটাফাটি (চাইনিজ মাল ) কিন্তু এংরি বার্ড খেলতে পারিনি শান্তিমত, একটু পর পর আটকে যায়
কলম কবির লিখেছেন:৭২০p ভিডিও চালিয়েছি স্মুথলি
ডিস্প্লে রেজু কত ?
800 * 480
ট্যাবলেটটার সবচেয়ে খারাপ দিক হল ক্যামেরাটা- খুব সম্ভবত ০.৩ মেগাপিক্সেল হবে, শিওর না। নিজের তোলা ছবি নিজেই চেনা যায় না, ওটা না দিলেও পারত।
ট্যাবলেটটার সবচেয়ে খারাপ দিক হল ক্যামেরাটা- খুব সম্ভবত ০.৩ মেগাপিক্সেল হবে, শিওর না। নিজের তোলা ছবি নিজেই চেনা যায় না, ওটা না দিলেও পারত।
তাহলে ঠিকি আছে । কয়েক দিন আগে এক ফ্রেন্ড কে স্যামসাং এর একটা ফোন কিনে দিয়েছিলাম ওর ডিস্প্লে রেজু 800 * 480ছিলো , খুব সুন্দর ছিলো সেটটা , ১ মাস না যেতেই টাচ নষ্ট হয়ে যায় !
দাম কত ট্যাবলেটটার?
কয়েক দিন আগে এক ফ্রেন্ড কে স্যামসাং এর একটা ফোন কিনে দিয়েছিলাম ওর ডিস্প্লে রেজু 800 * 480ছিলো , খুব সুন্দর ছিলো সেটটা , ১ মাস না যেতেই টাচ নষ্ট হয়ে যায় !
সেটটা কি আসল স্যামসাং ছিল নাকি চাইনিজ ক্লোন? অরিজিনাল হলে তো ওয়ারেন্টি সুবিধা পাবার কথা আর এই ট্যাবলেটটা তো ১০০% খাঁটি চাইনিজ জিনিস
, সরাসরি চীন হতে আমদানীকৃত (তবে কোম্পানীটা নাকি তাইওয়ানের)। ভাগ্য ভাল হলে দুই তিন বছরও চলতে পারে আবার ১৫ দিনের মাথায় নষ্ট হলেও করার কিছুই নাই
দাম কত ট্যাবলেটটার?
দামের ব্যপারটা বলতে পারলাম না, জিনিসটা আমার না। পরিচিত একজন অনলাইনে কিনে ডাকে আনিয়েছে।
সাধারনভাবে ল্যাপটপের অ্যাডহক ওয়াইফাই এন্ড্রয়েডে দেখা যায় না
সাধারণ P1/P7 প্যাকেজ দিয়ে কিছুই হয় না। ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করা দরকার
সাধারনভাবে ল্যাপটপের অ্যাডহক ওয়াইফাই এন্ড্রয়েডে দেখা যায় না
সাধারণ P1/P7 প্যাকেজ দিয়ে কিছুই হয় না। ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করা দরকার
তাহলে ভাইয়া কি ভাবে চালাচ্ছেন ? আমি তো ad-hoc দিয়ে আই ফোন আর আমার নোকিয়া তে জসস চালালাম , আপনি কি ম্যনুয়ালি করেছেন ? কোন অপারেটিং সিস্টেমে ? ম্যাক , এক্সপি /সেভেন নাকি লিনাক্স ?
আরেকটু বিস্তারিত বলবেন ?
সাধারনভাবে ল্যাপটপের অ্যাডহক ওয়াইফাই এন্ড্রয়েডে দেখা যায় না
সাধারণ P1/P7 প্যাকেজ দিয়ে কিছুই হয় না। ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করা দরকার
Connectify ব্যবহার করেন। সহজেই পারবেন ল্যাপটপ দিয়ে হটস্পট বানাতে।
তাহলে ভাইয়া কি ভাবে চালাচ্ছেন ? আমি তো ad-hoc দিয়ে আই ফোন আর আমার নোকিয়া তে জসস চালালাম
, আপনি কি ম্যনুয়ালি করেছেন ? কোন অপারেটিং সিস্টেমে ? ম্যাক , এক্সপি /সেভেন নাকি লিনাক্স ?
আমি এখনো করিনাই, করলে জানাবো। এন্ড্রয়েডে ডিফল্টভাবে অ্যাডহক নেটওয়ার্ক পায় না।
Connectify ব্যবহার করেন। সহজেই পারবেন ল্যাপটপ দিয়ে হটস্পট বানাতে।
আমার অপারেটিং সিস্টেম উবুন্টু
Connectify ব্যবহার করেন। সহজেই পারবেন ল্যাপটপ দিয়ে হটস্পট বানাতে।
জ্বী , কার জানি এই বুদ্ধি শুনে আমি এক জনের পিসিতে ওই হটস্পট বানাতে গেছিলাম পরে যেয়ে দেখি Connectify এক্সপি এর জন্যে নয় , তখন আবার ম্যানুয়ালি করা লাগছে ! উইন্ডোজ সেভেনে কোন সফট না হলেও সরাসরি করা যায় ! Connectify এর শুধু উজার ইন্টারফেস সুন্দর সাথে কে কে আপনার নেট ব্যবহার করছে তা দেখা যায় , লিনাক্স দিয়ে এখনো করিনি , উইন্ডোজ এর থেকে লিনাক্স আরো সহজ হবে আশা করছি ! যাই হোক আপাতত , ওয়াইফাই রাওটার কেনার চিন্তা করছি , আমার তো আবার নিজের ল্যাপি নাই
শ্রাবন লিখেছেন:তাহলে ভাইয়া কি ভাবে চালাচ্ছেন ? আমি তো ad-hoc দিয়ে আই ফোন আর আমার নোকিয়া তে জসস চালালাম
, আপনি কি ম্যনুয়ালি করেছেন ? কোন অপারেটিং সিস্টেমে ? ম্যাক , এক্সপি /সেভেন নাকি লিনাক্স ?
আমি এখনো করিনাই, করলে জানাবো। এন্ড্রয়েডে ডিফল্টভাবে অ্যাডহক নেটওয়ার্ক পায় না।
dhruba লিখেছেন:Connectify ব্যবহার করেন। সহজেই পারবেন ল্যাপটপ দিয়ে হটস্পট বানাতে।
আমার অপারেটিং সিস্টেম উবুন্টু
তারেক ভাই কি এটা খুজতে ছিলেন।
আমার অপারেটিং সিস্টেম উবুন্টু
উবুন্টুতে ল্যাপটপের ওয়াইফাই হটস্পট নিয়ে চরম ঝামেলা। এমন কি আমি এক পিসিতে হটস্পট বানিয়ে দিলেও সে কানেক্ট করতে পারে না। চরম বিরক্তিকর জিনিস।
আচ্ছা , এন্ড্রয়েডে কি bluetooth দিয়ে প্যান করে ইন্টারনেট ব্যবহার করা যায় ??? মানে পিসি এর ইন্টারনেট মোবাইলে ব্যবহার করা যায় ??? কেউ করে থাকলে জানায়েন
আচ্ছা , এন্ড্রয়েডে কি bluetooth দিয়ে প্যান করে ইন্টারনেট ব্যবহার করা যায় ??? মানে পিসি এর ইন্টারনেট মোবিয়ালে ব্যবহার করা যায় ??? কেউ করে থাকলে জানায়েন
no..as far i know
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
০.০৭৫৩২৫০১২২০৭০৩১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.৮৯৭১১৪১৪৯৭০১ টি কোয়েরী চলেছে