টপিকঃ ভিজ্যুয়াল স্টুডিও ২০০৮ - প্লিজ প্লিজ হেল্পান!
ভিজ্যুয়াল স্টুডিও ২০০৮ এর ভিজ্যুয়াল বেসিকে করা একটি প্রোগ্রামের জন্য সাহায্য করলে খুবই উপকৃত হতাম। আমার এ প্রোগ্রামে কিছু পিডিএফ বই ও সফটওয়্যার রয়েছে যা কমান্ড বাটনের মাধ্যমে ক্লিক করলে কাজ করে। এগুলো 'c:\books\....' এইরকম ফোল্ডারে রয়েছে। এখন এমন কোন পদ্ধতি কি আছে যে প্রোগ্রামটি ইনস্টল করার সময়ই উক্ত ফাইলগুলো ওই ফোল্ডারে অটোমেটিক পেস্ট হবে আর সেই সাথে ডট নেট টাও ইনস্টলের অপশন আসবে? যে পাবলিসিং অপশনটা আছে তা দিয়ে তো হয়না
।
ও আরেকটা কথা View মেনুতে কি কি দেওয়া যেতে পারে যদি এরকম ২-১ টা অপশন একটু কোডসহ বলতেন ভালো হত
।