Re: পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
লিস্টে আমার নাম না দেখে খারাপ লাগল ।
সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব,
যা প্রয়োজন তাই নেব,জাতি,ধর্ম ,বর্ণ, গোত্র,নির্বিশেষে মানুষের কল্যাণ করব ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
লিস্টে আমার নাম না দেখে খারাপ লাগল ।
যারা লিনাক্স ইউজায় তাদের তারিফ না করে পারি না। আহারে, কত কষ্ট করেই না লিনাক্স চালায়। হ্যাটস অফ।
কে কয় কষ্ট। এটা এডভেঞ্চার। কষ্ট হয় জানালায়। পেন ড্রাইভ লাগালেই ভাইরাসের ভয়।
লিস্টে আমার নাম না দেখে খারাপ লাগল ।
তো নাম দিয়ে দেন http://bit.ly/lubd11 এখানে।
মাহমুদ রাব্বি লিখেছেন:যারা লিনাক্স ইউজায় তাদের তারিফ না করে পারি না। আহারে, কত কষ্ট করেই না লিনাক্স চালায়। হ্যাটস অফ।
কে কয় কষ্ট। এটা এডভেঞ্চার। কষ্ট হয় জানালায়। পেন ড্রাইভ লাগালেই ভাইরাসের ভয়।
লিনাক্স ভাল লাগে না। এটা যদি ইউজার ফ্রেন্ডলি হতো তাহলে এতদিনে অনেক প্রসার হতো কারন এটা ফ্রি কিন্তু উইন্ডোজের মতো মোটেই ইউজার ফ্রেন্ডলি না।
লিনাক্স ভাল লাগে না। এটা যদি ইউজার ফ্রেন্ডলি হতো তাহলে এতদিনে অনেক প্রসার হতো কারন এটা ফ্রি কিন্তু উইন্ডোজের মতো মোটেই ইউজার ফ্রেন্ডলি না।
ভাল না লাগতে পারে - সেটা আলাদা ইস্যূ। কিন্তু আমার সাথে তো খুব ফ্রেন্ডলি আচরণ করছে ... ... তাহলে কি আমি ইউজার না
ওহহো বুঝছি, উইন্ডোজের মত ফ্রেন্ডলি না ... বটে -- অর্থাৎ মেনুতে সব কিছু সাজিয়ে রাখে আর সফটওয়্যার সেন্টারে সফটওয়্যারও রাখে --- ঠিক ঠিক ... মোটেই উইন্ডোজের মত না
...এটা যদি ইউজার ফ্রেন্ডলি হতো তাহলে এতদিনে অনেক প্রসার হতো ...
আল্লায় বাঁচাইছে আমারে ... প্রসার না ঘটেই যে অবস্থা ঐটা অনুবাদ করতে দুইদিন লাগছে।
সোজা কঠিন জিনিসটা আপেক্ষিক, উইন্ডোজ শুরু থেকে ব্যাবহার করার সুবাদে লিনাক্স কঠিন মনে হতে পারে, আবার যারা লিনাক্স শিখে অনেকদিন পার করে ফেলেছেন তাদের উইন্ডোজে ব্যাপক সমস্যা হয় এতে কোন সন্দেহ নাই
সোজা কঠিন জিনিসটা আপেক্ষিক, উইন্ডোজ শুরু থেকে ব্যাবহার করার সুবাদে লিনাক্স কঠিন মনে হতে পারে, আবার যারা লিনাক্স শিখে অনেকদিন পার করে ফেলেছেন তাদের উইন্ডোজে ব্যাপক সমস্যা হয় এতে কোন সন্দেহ নাই
খাঁটি কথা বলেছেন। কয়েকদিন আগে ফ্ল্যাশ নিয়ে কাজ করার জন্য আমার বন্ধুর উইন্ডোজ ৭ মেশিনে বসেছিলাম। কাজের গতি বেশ কমে গিয়েছিল, উবুন্টুর সঙ্গে used to হবার কারণে!
তাই তো,
মানুষ অভ্যাসের দাস
সোজা কঠিন জিনিসটা আপেক্ষিক, উইন্ডোজ শুরু থেকে ব্যাবহার করার সুবাদে লিনাক্স কঠিন মনে হতে পারে, আবার যারা লিনাক্স শিখে অনেকদিন পার করে ফেলেছেন তাদের উইন্ডোজে ব্যাপক সমস্যা হয় এতে কোন সন্দেহ নাই
অয়ন ভাই সম্ভবত ভার্সিটির প্রয়োজনে উইন্ডোজ ইন্সটল করার পর আর তাল খুজে পান নাই।
আশিকুর_নূর লিখেছেন:কে কয় কষ্ট। এটা এডভেঞ্চার। কষ্ট হয় জানালায়। পেন ড্রাইভ লাগালেই ভাইরাসের ভয়।
লিনাক্স ভাল লাগে না। এটা যদি ইউজার ফ্রেন্ডলি হতো তাহলে এতদিনে অনেক প্রসার হতো কারন এটা ফ্রি কিন্তু উইন্ডোজের মতো মোটেই ইউজার ফ্রেন্ডলি না।
@মাহমুদ রাব্বি আপনি কিন্তু ইউজার ফ্রেন্ডি এর সংজ্ঞাটা বললেন না। আমি জানতে চাই ইউজার ফ্রেন্ডি কি জিনিস?
আমিও বলব যা হয় ভালর জন্যই হয়। যদি দেশে লিনাক্সের প্রসার অনেক বেশি হয় তাহলে আর প্রজন্ম অপ্র তে ঢুঁ মারতাম না। আর সারা দিন লিফো নিয়ে বসে থাকতাম না।
অয়ন ভাই সম্ভবত ভার্সিটির প্রয়োজনে উইন্ডোজ ইন্সটল করার পর আর তাল খুজে পান নাই।
দারুন ব্যাপারতো
আমি পেন ড্রাইভ লাগানোর ক্ষেত্রে লিনাক্সে ওপেন করি। অন্তত অটোরান থেকে বাঁচা যায়। এতো জায়গায় ওপেন সোর্সের প্রচলন জেনে ভালো লাগলো। শেয়ারের জন্য ধন্যবাদ
লিস্টের অনেকেই লিনাক্স থেকে আবার উইন্ডোজে ফেরত আসতেছে মনে হইল। মাইক্রসফটের হাত বেশ লম্বা মনে হইতেছে।
কেউ উইন্ডোজ ছেড়ে লিনাক্সে যাচ্ছে।
কেউ উইন্ডোজে থেকে লিনাক্সে থাকছে।
কেউ উইন্ডোজের মধ্যে লিনাক্স চালাচ্ছে।
কিন্তু লিনাক্স ছেড়ে উইন্ডোজে ফিরছে না কেউ।
বাবর লিখেছেন:অয়ন ভাই সম্ভবত ভার্সিটির প্রয়োজনে উইন্ডোজ ইন্সটল করার পর আর তাল খুজে পান নাই।
দারুন ব্যাপারতো
![]()
![]()
হু এবং মজার ও । আমিও এখন উইন্ডোজে গেলে মনে হয় ধুর এম্প্যেথী কো । ইউনিটি কো ? ইত্যাদি ইত্যাদি ।
লিস্টের অনেকেই লিনাক্স থেকে আবার উইন্ডোজে ফেরত আসতেছে মনে হইল।
মাইক্রসফটের হাত বেশ লম্বা মনে হইতেছে।
এর সাথে ব্যক্তিগত অসততা আছে --- হ্যাঁ লাইসেন্সড উইন্ডোজ ব্যবহার করেও। বাংলাদেশের সরকারী লেভেলে লিনাক্স প্রসারেও এটা প্রধান বাঁধা। সবসময় সেই অফিসার চিন্তা করে এই একটা নতুন উদ্যোগ নিয়ে আমার পকেটের কী লাভ হবে। বিনামূল্যের জিনিষ পেলে তো সরকারী (জনগণের) টাকা পয়সা নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না -- আমার পার্সেন্টও থাকবে না। বাইরেও এমন লোক কম না। কাজেই যত বড় টাকাপয়সার ডিল, ততই লাভ (ব্যক্তিগত, কিন্তু জনগণের পয়সার শ্রাদ্ধ!)।
আমেরিকায় পাইরেসী সবচেয়ে কম। সেখানেও কিন্তু ২০% এর মত পাইরেসী আছে।
উবুন্টু ইউস করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম
আশিকুর_নূর লিখেছেন:সূত্র দিতে পারবেন। তাহইলে কিছু গোড় জানালা ব্যাবহারকারীদের দেখাতাম।
আমি যতদুর জানলাম স্টেশনে রেডহ্যাট চলছে
এবার স্টেশনে গেলে শিওর হয়ে আসব।
আমি ও একি কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আপনিই বলেন তা যে স্টেশনে রেড হ্যাট ব্যবহৃত হয়।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
০.০৭৩০২৪০৩৪৫০০১২২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.১৬৮৬০৮১৬৫৫৯৭ টি কোয়েরী চলেছে