Re: বুর্জ খলিফা- বিশ্বের সবচে দীর্ঘতম বিল্ডিং
বিশেষ করে স্বপ্নীল ভাই , খোরগোশ টা
অনেক কিউট
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বুর্জ খলিফা- বিশ্বের সবচে দীর্ঘতম বিল্ডিং
বিশেষ করে স্বপ্নীল ভাই , খোরগোশ টা
অনেক কিউট
হাঁ! তা তো আছেই।
তবে মজার ব্যাপার কি জানেন :ফিজিক্স এর একটা বইয়ে একবার পড়েছিলাম যে এক বিড়াল একবার এরকম উচু একটা বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে বেচে গিয়েছিল।ফিজিক্স বলে ৮ তলা বা ৯ তলা (ঠিক মনে নেই) এর চেয়ে উচু কোন বিল্ডিং থেকে কেউ লাফ দিলে বেচে যাবে (আহত হয়ত হবে ) যদি কিছু জিনিস ঠিক ঠিক ভাবে করা হয় ।
প্রায় ৩ মাস আগে আমি ও আমার কয়েকজন বন্ধু ক্যান্টিনে বসে আড্ডা মারছিলাম। সামনে ছিল J.C.O কোয়াটার। একটা ৫/৬ বছরের বাচ্চা মেয়ে ছাদ থেকে কিভাবে যেন পড়ে যায়। আমাদের ক্যান্টনমেন্টের কোয়াটার ৪/৫ তালা। ওটা ছিল ৪ তালা। আমারা তো ভেবেছিলাম মেয়েটি শেষ। নীচে অবশ্য হালকা বালি ছিল মেয়েটি পড়েই কিছুই যেন হয়নি এমন ভাবে বাসায় চলে গেলো। আমার তো শুধু হাঁ হয়ে গেয়েছিলাম ঘটনা দেখে।
বিশেষ করে স্বপ্নীল ভাই , খোরগোশ টা
![]()
অনেক কিউট
হাহাহাহা...ঠিক কইছ।খরগোশের বাচ্চাটা কেমতে আমগোরে ভিড়মি খাওয়াইল তার নিষ্পাপ চেহারা দিয়া
প্রায় ৩ মাস আগে আমি ও আমার কয়েকজন বন্ধু ক্যান্টিনে বসে আড্ডা মারছিলাম। সামনে ছিল J.C.O কোয়াটার। একটা ৫/৬ বছরের বাচ্চা মেয়ে ছাদ থেকে কিভাবে যেন পড়ে যায়। আমাদের ক্যান্টনমেন্টের কোয়াটার ৪/৫ তালা। ওটা ছিল ৪ তালা। আমারা তো ভেবেছিলাম মেয়েটি শেষ। নীচে অবশ্য হালকা বালি ছিল মেয়েটি পড়েই কিছুই যেন হয়নি এমন ভাবে বাসায় চলে গেলো। আমার তো শুধু হাঁ হয়ে গেয়েছিলাম ঘটনা দেখে।
অ্যা!! কন কি? মাইয়া তো ছুপারওম্যান
আমার মনে হয়, এই ছবিটার প্রেক্ষাপট আরো বড় ছিল। আশে পাশের জিনিস কেটে বাদ দেয়া হয়েছে।
দারুন।
আসলেই দারুন
আমার মনে হয়, এই ছবিটার প্রেক্ষাপট আরো বড় ছিল। আশে পাশের জিনিস কেটে বাদ দেয়া হয়েছে।
উমমম....মনে হয়না।পুরা বিল্ডিংই তো দেখা যাইতাছে
চক্ষু আন্ধার...
টাকা থাকলে আমি নিজেই এটা বানাইতাম,
প্রজন্ম ফোরাম » বিবিধ » বুর্জ খলিফা- বিশ্বের সবচে দীর্ঘতম বিল্ডিং
০.০৬৩৮১৬০৭০৫৫৬৬৪১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.২৯৫৭৪৩৬৭৮৬৪২ টি কোয়েরী চলেছে