২১

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

নির্ঝর লিখেছেন:
স্বপ্নীল লিখেছেন:

হেহেহে...আসো আসো .. মিলাইয়া লই  hug


আমিই বা বাদ যাই খেনু?  wink  hug

ইয়ে মানে ...আসেন মিলাই  hug   তয় বেশি বুক মিলামিলি হইয়া যাইতাছেগা । পরে না আবার মডুরা অফটপিকের লেইগা আমগো সবাইরে ধইরা দৌড়ানি দেয়  donttell

২২

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

স্বপ্নীল লিখেছেন:

..... আসলে রিয়ালের সাথে একইরকম মার-দাংগার খেলা দেখতে দেখতে আমি কিছুটা বিরক্ত।.....

নির্ঝর লিখেছেন:

মনে মনে অন্ততঃ একটা ব্যাপারে শান্তি পাইতেছি... ম্যানইউ আর যাই'ই করুক না কেন, রিয়ালের মত দৃষ্টিকটু মারামারিনির্ভর ফুটবল অন্ততঃ খেলবে না!  big_smile ......

আমি বলছি না রিয়াল সুন্দর ফুটবল খেলে। তবে বার্‌সার সুন্দর ফুটবলের নমুনাও একটু দেখেন

নির্ঝর লিখেছেন:

রিয়ালেরও ঠিক দোষ নাই। মরিনহোরে আমার কখনোই সহ্য না। ওর কোচিং বরাবরই বোরিং এবং অসহ্যকর! ডিফেন্সিভ ফুটবল দেখতে আর কত ভালো লাগে?

worried হুম রিয়াল যদি ডিফেন্সিভ ফুটবলই খেলতো তাহলে মৌসুমে গোলের সেঞ্চুরী হল কিভাবে?

masud7827 লিখেছেন:

.... ব্রাজিলের মার মার ধর ধর খেলা ভাল লাগে না  angry

হুমম ব্রাজিল আর্‌জেন্টিনার মতো সুন্দর ফুটবল খেলে জার্‌মানীর কাছে চার গোল খেয়ে বিশ্বকাপ থেকে বাদ হয় না।

সাক্ষর কি আর দিমু, ডিফল্টটাই থাক-
Know More

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২৩

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

বার্সা  big_smile আর ফিফা১০/১১ এ কেউ ম্যানউ নিয়া আমার এগিয়েন্সটে খেললে..... ধইরে দিমুনে নগদে ২-৩টা  big_smile

রাবনে বানাদি ভুড়ি :-(

২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (২৪-০৫-২০১১ ১৫:১৩)

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

ডঃ ক্যালকুলাস লিখেছেন:

আমি বলছি না রিয়াল সুন্দর ফুটবল খেলে। তবে বার্‌সার সুন্দর ফুটবলের নমুনাও একটু দেখেন

বার্সার এক-দুই দিনের বিচ্ছিন্ন ঘটনাকে আপনি উদাহরন হিসেবে আনতে পারেন না,এভারেজ তারা সুন্দর ফুটবলই খেলে।

ডঃ ক্যালকুলাস লিখেছেন:

worried হুম রিয়াল যদি ডিফেন্সিভ ফুটবলই খেলতো তাহলে মৌসুমে গোলের সেঞ্চুরী হল কিভাবে?

রিয়ালের গত কয়েকদিনের খেলা দেখুন,তাহলেই বুঝবেন।বেশিরভাগ সময় ডিফেনসিভ মোডে থেকে হঠাৎ আক্রমণ করে গোল করাই তাদের টার্গেট(অনেকটা বিশ্বকাপের জার্মানির মত অবস্থা)।এধরনের সিস্টেমে প্রতিপক্ষের সুন্দর ফুটবলের দূর্বলতার সুযোগ নিয়ে গোল করাই আসল।কিন্তু কেউ তাদের খেলার ধরনের প্রশংসা করবে না,শুধু গোলই হবে।এধরনের খেলাকে আর যাই হোক,আপনি সুন্দর ফুটবল বলতে পারেন না।ব্রাজিল  বনাম আর্জেন্টিনা - বিশ্বকাপ বাছাই পর্বে পুরো ম্যাচে দুর্দান্ত সুন্দর ফুটবল খেলেও  ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা আর পুরা ম্যাচে ডিফেনসিভ মোডে খেলে  হঠাৎ আক্রমণ করে ৩ গোল দিয়েছে ব্রাজিল।কি বলবেন এটাকে?গোল তো ঠিকই হল,কিন্তু ব্রাজিলের খেলার ধরন যথেষ্ট সমালোচিত হয়েছিল   mad

ডঃ ক্যালকুলাস লিখেছেন:

হুমম ব্রাজিল আর্‌জেন্টিনার মতো সুন্দর ফুটবল খেলে জার্‌মানীর কাছে চার গোল খেয়ে বিশ্বকাপ থেকে বাদ হয় না।

বিশ্বকাপ থেকে তো শুধু আর্জেন্টিনা একা বাদ হয়নি,আপনার প্রিয় ব্রাজিল এবং জার্মানিও বাদ পড়েছে এবং তল্পি-তলপা গুটিয়ে দেশে ফেরতও চলে গেছে  lol

২৫

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

স্বপ্নীল লিখেছেন:

..... বিচ্ছিন্ন ঘটনাকে .....

হুমম বিচ্ছিন্ন ঘটনা lol

স্বপ্নীল লিখেছেন:

.....এধরনের সিস্টেমে প্রতিপক্ষের সুন্দর ফুটবলের দূর্বলতার সুযোগ নিয়ে গোল করাই আসল।কিন্তু কেউ তাদের খেলার ধরনের প্রশংসা করবে না,শুধু গোলই হবে।এধরনের খেলাকে আর যাই হোক,আপনি সুন্দর ফুটবল বলতে পারেন না।ব্রাজিল  বনাম আর্জেন্টিনা - বিশ্বকাপ বাছাই পর্বে পুরো ম্যাচে দুর্দান্ত সুন্দর ফুটবল খেলেও  ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা আর পুরা ম্যাচে ডিফেনসিভ মোডে খেলে  হঠাৎ আক্রমণ করে ৩ গোল দিয়েছে ব্রাজিল।কি বলবেন এটাকে?গোল তো ঠিকই হল,কিন্তু ব্রাজিলের খেলার ধরন যথেষ্ট সমালোচিত হয়েছিল   mad

ডিফেন্সিভ হতে হটাৎ এটাকিং এ যাওয়াতো আবার আপনাদের চোখে খারাপ ফুটবল। আপনারা সুন্দর ফুটবল খেলে তা আটকাতে পারেন না কেন? যদি আটকাতেই না পারেন তাহলে তা সুন্দর হলো কিভাবে mad? এটার নাম তো হওয়া উচিত ছিলো "গোল খাওয়া ফুটবল"

স্বপ্নীল লিখেছেন:

বিশ্বকাপ থেকে তো শুধু আর্জেন্টিনা একা বাদ হয়নি,আপনার প্রিয় ব্রাজিল এবং জার্মানিও বাদ পড়েছে এবং তল্পি-তলপা গুটিয়ে দেশে ফেরতও চলে গেছে  lol

১। জার্‌মানী সেমিফাইনাল পর্‌যন্ত যেয়ে বাদ হয়েছে, আর্‌জেন্টিনা কোয়ার্‌টার ফাইনালে।
২। ব্রাজিল ২-১ গোলের ব্যাবধানে হেরেছে আর আর্‌জেন্টিনা হেরেছে ৪-০ গোলে(বৃষ্টির মতো গোলে)।

সাক্ষর কি আর দিমু, ডিফল্টটাই থাক-
Know More

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন নির্ঝর (২৪-০৫-২০১১ ১৬:২৯)

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

@ স্বপ্নীল ভ্রাতা - ছেড়ে দেন... কিছু বলার দরকার নাই। কেউ বুঝতে না পারলে তাকে বুঝানো কঠিন। আর কেউ যদি এইটা বুঝতো, তাহলে তখন হয়তো ঘটনা অন্যরকম হতো।  smile

কিঞ্চিত অফটপিক টাইপের জিনিসঃ
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc6/230464_193972993982606_179783208734918_489050_1358956_n.jpg

চতুর্মাত্রিক.কম | IntoWindows | Phototuts+
~~~
"If you have an apple and I have an apple and we exchange apples then you and I will still each have one apple. But if you have an idea and I have an idea and we exchange these ideas, then each of us will have two ideas." - George Bernard Shaw

২৭

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

নির্ঝর লিখেছেন:

@ স্বপ্নীল ভ্রাতা - ছেড়ে দেন... কিছু বলার দরকার নাই। কেউ বুঝতে না পারলে তাকে বুঝানো কঠিন। আর কেউ যদি এইটা বুঝতো, তাহলে তখন হয়তো ঘটনা অন্যরকম হতো।  smile

কানে কানে একটা কথা বলি, মনের দুঃখ কাটানোর জন্য এইসব উল্টা পাল্টা কথা বলি love

সাক্ষর কি আর দিমু, ডিফল্টটাই থাক-
Know More

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২৮

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

ডঃ ক্যালকুলাস লিখেছেন:

কানে কানে একটা কথা বলি, মনের দুঃখ কাটানোর জন্য এইসব উল্টা পাল্টা কথা বলি love


সবাই হয়তোবা একরকম নয়। এখন অনেক কথাই মনে আসছে, কিন্তু বলার ইচ্ছে নেই বিধায় বলছি না। চুপচাপ থেকে কিছু বলতে না চাওয়ার মানে এই নয় যে সে অথবা তারা কিছু জানে না অথবা মনের দুঃখ চেপে যাচ্ছে। বাস্তব জীবন সম্পর্কিত এমন অনেক কথাও মনে আসছে, যেগুলো বললে এখনই কোটিখানা সতর্কবার্তা পাঠানো হবে এবং আজীবন ব্যান করা হবে। কাজেই কিছু না বলাই ভালো। কাজেই আপনি যা ভাবছেন, সেটা মোটেও ঠিক নয়। শুধু এইটুকুই এখন বলতে পারি। smile

চতুর্মাত্রিক.কম | IntoWindows | Phototuts+
~~~
"If you have an apple and I have an apple and we exchange apples then you and I will still each have one apple. But if you have an idea and I have an idea and we exchange these ideas, then each of us will have two ideas." - George Bernard Shaw

২৯ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (২৪-০৫-২০১১ ১৬:৩৬)

Re: ফেসবুক ফুটবল চ্যালেন্জ -বার্সেলোনা Vs ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল

ডঃ ক্যালকুলাস লিখেছেন:

আপনারা সুন্দর ফুটবল খেলে তা আটকাতে পারেন না কেন? যদি আটকাতেই না পারেন তাহলে তা সুন্দর হলো কিভাবে mad? এটার নাম তো হওয়া উচিত ছিলো "গোল খাওয়া ফুটবল"।:lol:

আপনার কাছে খেলার চেয়ে মনে হচ্ছে রেজাল্টই বেশি বড়।তাহলে আর আপনার খেলা দেখার কি দরকার, খেলা শেষে খালি স্কোর দেখে নিলেই চলবে  lol2


ডঃ ক্যালকুলাস লিখেছেন:

১। জার্‌মানী সেমিফাইনাল পর্‌যন্ত যেয়ে বাদ হয়েছে, আর্‌জেন্টিনা কোয়ার্‌টার ফাইনালে।
২। ব্রাজিল ২-১ গোলের ব্যাবধানে হেরেছে আর আর্‌জেন্টিনা হেরেছে ৪-০ গোলে(বৃষ্টির মতো গোলে)।

১) হাহাহা...বিশ্বকাপ না জিতলে তো এসব কেউ মনে রাখবেনা-হোক সেটা সেমি-ফাইনাল আর কোয়ার্টার ফাইনাল।দুই দলই ফেইলড   cool
২) কথা তো ঐ একই।ব্যাগ গোছাও,দেশের বিমানের টিকিট ধরো ।কে কয় গোলে হারল সেটা আর কে ভাবে  lol