টপিকঃ Xbox নাকি PlayStation ?
একটা Xbox or PlayStation খুব শীঘ্রই কিনছি। বলুন তো কোনটা নিলে ভালো হয় ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » Xbox নাকি PlayStation ?
একটা Xbox or PlayStation খুব শীঘ্রই কিনছি। বলুন তো কোনটা নিলে ভালো হয় ?
কাইনেক্ট সহ কিনতে পারলে এক্সবক্স। আর না পারলে বোধহয় প্লেস্টেশন ৩ বেটার।
খুবই অল্পজ্ঞানে যতটুকু জানি, সেটুকুই বললাম। বাবুকস ভাই হয়তো ভালো বলতে পারবেন।
কাইনেক্টের মতো প্লেষ্টেশনেও মোভ আছে।
পাইরেট গেম এর জন্য এক্সবক্স ভালো হবে মনেহয়।
আমার আবার প্লেষ্টেশন পছন্দ! আর NGN PSP আরো ভালো লাগে।
PS3 সব চেয়ে বেটার হবে । যতই হোক জাপানীজ মরিচের ঝাল বেশী
৬ মাস ধরে এক্সবক্স চালাচ্ছি।আপ্নি যদি ৪০০০ টাকা দিয়ে PS3 গেম কিনতে পারেন তাহলে ওটাই কিনেন।এম্নিতে আমি দুইটাই চালিয়েছি,আমার নিজের কাছে এক্সবক্সটাই বেটার মনে হয়েছে।কাইনেক্ট কিনে এখন টাকা নষ্ট করার মানে নেই।কাইনেক্ট এ এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন গেম আসেনি যেটা না খেল্লে আপনি কিছু মিস করবেন।
যদি এক্সক্লুসিভ গেমসের কথা বলেন তাহলে প্লেস্টেশনের বিকল্প নেই। প্লেস্টেশন ৩ এখন পাইরেটেড গেমস চালাতে সক্ষম। হার্ডডিস্ক থেকেই চালাতে পারবেন। তাছাড়া এক্সবক্সের অনেক গেমই পিসিতে রিলিজ পায় যেমন গিয়ার্স অফ ওয়ার ১, ফ্যাবল, লেফট ফর ডেড ইত্যাদি। সুতরাং এক্সবক্সের তেমন আবেদন নেই নতুন ও ভিন্নধর্মী গেম খেলতে আগ্রহীদের জন্য। প্লেস্টেশন ৩ অনেক বেশি স্ট্যাবল এবং সহসাই নষ্ট হবার সম্ভাবনা কম।
হুমম, বাবুকস ভাইয়ের সাজেশনের কথা বলে মোটেও ভুল করিনাই দেখা যাচ্ছে। মাথায় কোন জায়গা থেকে যেন সিগন্যাল এসেছিল যে এই ব্যাপারে বাবুকস ভাই পারফেক্ট মানুষ কথা বলার।
আমি Xbox 360 সিলেক্ট করবো।
তবে এটা ধরেই নেয়া যায় যে এক্সবক্স এর পরের ভার্সন টা ps3 এর পরের ভার্সনের আগে আসবে,৩৬০ ও কিন্তু বয়সে হিসাবে PS3 এর চেয়ে প্রায় ৭/৮ মাসের বড়।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » Xbox নাকি PlayStation ?
০.০৫০৪৭৩২১৩১৯৫৮০১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৭.২৬৪৪৬০৪২৫১৩ টি কোয়েরী চলেছে