টপিকঃ Samsung Galaxy Mini কিনতে চাই
Samsung Galaxy Mini কিনতে চাই বা এর সমতুল্য অন্য কিছু থাকলে আইডিয়া দেন ...একটা এন্ডয়েড কিনার শখ হইছে ।
বেশি কিছু লিখলাম না...
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » Samsung Galaxy Mini কিনতে চাই
Samsung Galaxy Mini কিনতে চাই বা এর সমতুল্য অন্য কিছু থাকলে আইডিয়া দেন ...একটা এন্ডয়েড কিনার শখ হইছে ।
বেশি কিছু লিখলাম না...
কমদামে সবাই এখন স্যামসাং মিনি কিনতে চাচ্ছে। মিনি অবশ্যই ভালো ফোন, শুধুমাত্র একমাত্র এর ব্যাটারী সমস্যা। ১২০০মাইক্রোএম্পিয়ার ব্যাটারী। টেপাটেপী করলে প্রতিদিনই চার্জ দিতে হবে। না করলে সর্বোচ্চ ২দিন যাবে।
এইটুকু স্যাক্রিফাইস করতে পারলে কিনে ফেলতে পারেন।
ব্যাটারীর আনুমানিক কত ক্ষন চার্জ থাকবে ? এপপ চালু অবস্থায়
আপনার ও বলে জিনিসটা ভালো লাগছে ? আপনি কোনটা কিনতে চাচ্ছেন ? নাকি হুট হাট গ্যালাক্সী ট্যাব কিনে ফেলবেন ?
আপনি কোনটা কিনতে চাচ্ছেন ? নাকি হুট হাট গ্যালাক্সী ট্যাব কিনে ফেলবেন ?
ট্যাব কিনবো না। প্রয়োজন পড়বে না। ল্যাপটপ আছে, শুধু দরকার একটা স্মার্টফোন যেটা দিয়ে মিনিমাম ব্যাকআপ দেয়া যায়। মেইল আপডেট রাখা যায় এইগুলাই।
আপাতত মিনিকে হাতে রেখে আছি। তবে বাজেটে হেরফের হলে কিংবা প্রোডাক্ট এভেইলিটি থাকলে Samsung 551 কিংবা Samsung GIO কিংবা HTC Wildfire এর দিকে ঝুঁকতে পারি। কোন কিছুই এখনও নিশ্চিত না। তবে 551টা তে কিছু কিছু দিক দিয়ে সুবিধা আছে।
তবে 551টা তে কিছু কিছু দিক দিয়ে সুবিধা আছে।
আমার কাছে আরও মনেহলো মিনি >551 ( http://www.gsmarena.com/compare.php3?id … hone2=3515
দাম কত 551 টার ?
আমি তো 551 ব্যবহার করি। তো ওই তুলনায় তো মিনির সব কিছুই কম দেখলাম। আমি এক জায়গায় একটা মাত্র সেট পেয়েছিলাম সারা ঢাকা খুঁজে। আর কিবোর্ড এই ধরনের ছোট ডিসপ্লের জন্য দরকার মনে হল আমার। বিশেষ করে চ্যাটিং এর জন্য। টাচ টাইপিং একমাত্র Portrait মোডে সুবিধাজনক কিন্তু তাহলে আপনি টাইপিং এর জন্য আরেকটা উইন্ডোতে যাবেন বার বার।চ্যাটিং এ এটা খুবই বিরক্তিকর।
।চ্যাটিং এ এটা খুবই বিরক্তিকর।
কেনো ইবাডি আছে না ?
হে হে
গ্যালাক্সি ৫৫১ টা মিনির থেকে অনেক দিক থেকেই বেটার। কালার বেশী, রেজ্যুলেশন বেশি। ৫৫১ এ ক্যামেরা অটোফোকাস, মিনিতে ফিক্সড ফোকাস। ফিজিক্যাল কোয়ের্টী কীবোর্ডের যে কি সুবিধা সেটা বলে বুঝানো যাবে না। আর প্রসোসরও কিছুটা বেশী। মিনির দামটা কম, কাজেই কিছু জিনিস কম থাকবে এতটাই।
ধ্রুবদা ৫৫১ কিনেছিলেন কত দিয়ে ?
সবাই দেখি এন্ড্রয়েডের দিকে আকৃষ্ট হচ্ছে। গুড গুড
কমদামে সবাই এখন স্যামসাং মিনি কিনতে চাচ্ছে। মিনি অবশ্যই ভালো ফোন, শুধুমাত্র একমাত্র এর ব্যাটারী সমস্যা। ১২০০মাইক্রোএম্পিয়ার ব্যাটারী। টেপাটেপী করলে প্রতিদিনই চার্জ দিতে হবে। না করলে সর্বোচ্চ ২দিন যাবে।
এইটুকু স্যাক্রিফাইস করতে পারলে কিনে ফেলতে পারেন।
ওহে মেহেদী ভাই ইহা মাইক্রো নহে মিলি।
কেনো ইবাডি আছে না ?
![]()
হে হে
আছে নাকি ? এন্ড্রয়েডে আছে কিনা জানি না, তারপরও তো সহজ হচ্ছে না। আপনাকে কীপ্যাডের জন্য ডিসপ্লেতে বড় একটা অংশ ছাড় দিতেই হবে। এতখানিই যে তারপর যে জায়গাটুকু থাকবে সেখানে আপনি শুধু নিজের লেখাটুকুই দেখতে পাবেন।
ওহে মেহেদী ভাই ইহা মাইক্রো নহে মিলি।
হু, আমরা মাইক্রোর দল কিনা, তাই সহজে হাতেমুখে মিলি আসতে চায় না। থ্যাংকস ফর দ্যা কারেকশন।
আছে নাকি ? এন্ড্রয়েডে আছে কিনা জানি না
কি যে কন ? এন্ড্রয়েডে না থাকতে পারে কিন্তু জাভা সাপোটেড
কি যে কন ? এন্ড্রয়েডে না থাকতে পারে কিন্তু জাভা সাপোটেড
হুমম, আমারই মাথা গেছে আর কি! যাইহোক, তারপরও অনস্ক্রীণ কীবোর্ডটার জন্য লাভ হবে না। টাচফোনে যদি আলাদা ফীজিক্যাল কীবোর্ড না থাকে তাহলে মেসেজিং যে কতখানি কষ্টের এবং বিরক্তিকর সেটা এক্সপেরিয়েন্স না করলে বোঝা যাবে না। সম্ভব হলে স্যামসাং সেন্টারে গিয়ে একবার নিজেই দেখে আসুন। ফীজিক্যাল কীবোর্ড দেয়াই হয় মেসেজিং এক্সপেরিয়েন্সকে সহজ করার জন্য।
তবে সোয়াইপ মেথডটা কেমন এখনও জানি না। শুনেছি দারুন নাকি!
dhruba লিখেছেন:।চ্যাটিং এ এটা খুবই বিরক্তিকর।
কেনো ইবাডি আছে না ?
![]()
হে হে
মানে চ্যাটে আপনি মোবাইল টা যেভাবেই ধরেন সুবিধা নাই। যে মেসেঞ্জারেই হোক। মনে করেন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে তো আপনি টাইপ করার সময় অন্য কিছু দেখতে পারবেন না। আর পোর্ট্রেট মোডে কিবোর্ডে বাটন এত ছোট যে টাইপ করা বিরক্তিকর। এটা আমার মতামত। আপনার হয়ত নাও লাগতে পারে। মেসেঞ্জারের অভাব নেই এ্যান্ড্রয়েডে। কিন্তু টেক্সট ইনপুট সিস্টেম তো একই।
কথা বুজলাম ....কিন্তু ইবাডি তে একটা অপশন ই আছে অন স্কিন টাইপিং নামে...উইটা একটিভ করলে মাস্ট কাজ হবে....চিন্তা কইরেন না...আমি সিওর
এখন ভয় হচ্ছে যে মিনির উপযোগি ইবাডি পা্ওয়া যাবে নাকি
@শিমুলঃ ভাই, আপনাকে বুঝায়ে লাভ নাই, কোয়ের্টি কীবোর্ডটা কেন দরকার। সম্ভবত আপনার মেসেঞ্জারও দরকার হবে না।
তবে একটা এজিউম করতে পারেন, মনে করুন, আপনার ডিসপ্লে ৩.২ ইঞ্চি। এখন যখনই আপনি মেসেঞ্জারে যাবেন, তখন আপনার কীবোর্ডটা ডিসপ্লেতে ভেসে উঠবে, আপনি তখন সেই কীবোর্ড প্রেস করবেন, লেখা আসবে। এখন ভেবে দেখুন তো, যেহেতু টাচ কীবোর্ড, সেটার জন্য যথেষ্ঠ জায়গা ছাড় দিতে হবে, কারন না হয় ভুল প্রেস হওয়ার সম্ভাবনা খুব বেশি।
আপনি ল্যান্ডস্কেপ মোডে করুন আর পোট্রেট মোডেই করুন, কাহিনি একই হবে। স্ক্রীণে ৮০%ই চলে যায় কীবোর্ডের পিছনে। আপনার নরমাল ফোনের তো কীবোর্ড আলাদা থাকে। তাই ডিসপ্লেতে যথেষ্ঠ জায়গা পান চ্যাট ডিসপ্লের। এখানে সেটা পাবেন না। এইটাই সমস্যা করবে। ফীজিকাল কিবোর্ড থাকলে ডিসপ্লেতে কীবোর্ড আসতো না, আপনি ৮০% জায়গা পেয়ে যেতেন আপনার কাঙ্খিত কাজটির জন্য।
যাইহোক, কিনেন, তারপর বুঝবেন হয়তোবা, এই কথাগুলোর মানে। আমি আর না বুঝাই।
ধ্রুব ভাই, একটা প্রশ্ন করেছিলাম, খেয়াল করেননি বোধহয়
এই বছরের শেষের দিকে একটা এন্ড্রয়েড কিনার আশা আছে । নিশ্চই টাকা থাকলে ।
samsung এর সো রুমে ডেমো দেখার ব্যবস্থা নাই ?
samsung এর সো রুমে ডেমো দেখার ব্যবস্থা নাই ?
থাকার কথা। আমাদের ভার্সিটিতে গ্যালাক্সি এস, গ্যালাক্সী মিনি আর গ্যালাক্সী ট্যাব নিয়ে এসেছিল বিজ্ঞাপন করতে। তখন ৩টাই দেখলাম। এছাড়া হাসিন ভাইয়ের অফিস, লিভিও তে গিয়েছিলাম, সেখানে অনেক্ষন নেড়েচেড়ে দেখে এসেছি গ্যালাক্সী মিনি। মোটামুটি ভালই। তবে মেসেজিং করতে গেলে (চ্যাট) একটু ঝামেলা পোহাতে হয়। ইবাডির ওই ফীচার আমি নিজেও ব্যাবহার করেছি, করেছি বলেই শংকিত যে ওইটা ব্যাবহার করা কতটা লাভজনক হবে এই ফোনে।
ওহ। দুঃখিত নজর এড়িয়ে যাওয়ায়। আমার কাছে ২১,০০০ চাচ্ছিল।অনেক বাকবিতন্ডার পরে ২০,০০০ এ কিনলাম। যা হোক সবচেয়ে বড় কথা ওয়ারেন্টি পাবেন না এইভাবে সেট কিনলে। ওয়ারেন্টি চাইলে শুধু পত্রিকার ঐ তিনটা মডেলের একটাই কিনতে হবে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » Samsung Galaxy Mini কিনতে চাই
০.০৬৩৮০৬০৫৬৯৭৬৩১৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২১৭৭৯৯২৫৪১৭২ টি কোয়েরী চলেছে