Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ২- অতিথি: সমন্বয়ক শিপলু
স্বপ্নীলের ভবিষ্যতে "Coffee With Karan" টাইপ অনুষ্ঠান কনফার্ম হয়ে যাচ্ছে।
শিপলু ভাই কি অফিসের কাজ অনলাইনে করেন নাকি? তাও আবার শুরু হয় ১২ টার পরে
দুপুর বারটা থেকে।
শিপলু ভাইকে ৫০০০তম পোস্ট করানের জন্য আমরা একটু সহযোগিতা করতে পারি। কেউ একজন একটা টপিক খুলে এরকম পোস্ট করবেন- "শিপলু ভাই মানুষ ভালো না, শিপলু ভাই মানুষ ভালো না, শিপলু ভাই মানুষ ভালো না, শিপলু ভাই মানুষ ভালো না"।
আর পিটিশন করতে হবে না।
কাজ হয়ে গেছে একটু আগে।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।