টপিকঃ ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!
ভাই,আপনে তো দেহি ছুপারহিরু ছাকিব খানরেও হার মানাইছেন
বনে-বাদারে,পাহাড়ে-পর্বতে, গাড়ির চিপা-চাপায়,তলে সর্বত্র আপনার ঘোড়া নিয়া যাত্রা দেইখা জাতি আইজকা দিশেহারা
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!
ভাই,আপনে তো দেহি ছুপারহিরু ছাকিব খানরেও হার মানাইছেন
বনে-বাদারে,পাহাড়ে-পর্বতে, গাড়ির চিপা-চাপায়,তলে সর্বত্র আপনার ঘোড়া নিয়া যাত্রা দেইখা জাতি আইজকা দিশেহারা
হা হা হা একটা বে-সম্ভব দৃশ্য দেখলাম
ঘোড়ার পা কেন দড়ি দিয়ে বাঁধা ?
ঘোড়ার পা কেন দড়ি দিয়ে বাঁধা ?
আরে কঠিন জিনিস খেয়াল করেছেন তো
দ্যা ডেডলক লিখেছেন:ঘোড়ার পা কেন দড়ি দিয়ে বাঁধা ?
আরে কঠিন জিনিস খেয়াল করেছেন তো
শুটিং এর সময় সম্ভবত এই আটার বস্তা লইয়া ঘোড়াটা নিচে দিয়া গড়াইয়া যাইতে চায় নাই,তাই সেটার পা বাইন্ধা জোর কইরা নেওয়াইছে
হা হা হা, মজার জিনিষ
বাংলা ছবি আর তামিল বা তেলেগু ছবির আজাইরাপোনার মধ্যে পার্থক্য একটাই ওদের মুভির কাহিনীগুলো উন্নত,আর একশন একই,নায়ক ১= ভিলেন ১০০।
বাংলা ছবি আর তামিল বা তেলেগু ছবির আজাইরাপোনার মধ্যে পার্থক্য একটাই ওদের মুভির কাহিনীগুলো উন্নত,আর একশন একই,নায়ক ১= ভিলেন ১০০।
হেহেহে...গুড পয়েন্ট উপল
হা হা হা হা কী দেখলাম? এটা মনে হয় ঐ গাঁজাখোর রজনীকান্তের জায়গার ছবি
ঘোড়া নিয়ে ট্রাকটা দিব্যি ডিঙ্গিয়ে যেতে পারতো, নীচ দিয়ে যাওয়ার প্রয়োজনটা বোধগম্য হলো না।
হা হা হা হা কী দেখলাম?
এটা মনে হয় ঐ গাঁজাখোর রজনীকান্তের জায়গার ছবি
ঘোড়া নিয়ে ট্রাকটা দিব্যি ডিঙ্গিয়ে যেতে পারতো, নীচ দিয়ে যাওয়ার প্রয়োজনটা বোধগম্য হলো না।
হাহাহাহা
ভেরি ভেরি গুড পয়েন্ট
ভাল লাগল
ভাল লাগল
আপনার ভাল লাগল জেনে আমারও ভাল লাগল আপনাকে ধন্যবাদ।
ঘোড়াটা পিছলানোর সময় মনে হয় মরা ছিল,মরা ঘোড়া টাইন্না নেওয়ার সমায় রশি দিয়া বাইন্দা টান দিছে।
ঘোড়ার পা কেন দড়ি দিয়ে বাঁধা ?
যেন ঘোড়া পালাতে না পারে।
জটিল জিনিস শেয়ার করলেন তো
ঘোড়ার পা কেন দড়ি দিয়ে বাঁধা ?
যদি বেঁধে না রাখে তাহলে এই দৃশ্যটা দেখা যেত নাহ
মজা পইলাম, নায়ক হলে অনেক কিছুই সন্ভব হয়ে যায়!!!
উপর দিয়া গেলে কথা ছিল কিন্তু নিচে দিয়ে ?
এটাতো রিপোস্ট।
যাইহোক
উপর দিয়া গেলে কথা ছিল কিন্তু নিচে দিয়ে ?
ঘোড়া নিয়ে ট্রাকটা দিব্যি ডিঙ্গিয়ে যেতে পারতো, নীচ দিয়ে যাওয়ার প্রয়োজনটা বোধগম্য হলো না।
ইংলিশ ছবিতে তো দেখেছেন কেমনে নায়ক বাইক ট্রাকের নিচ দিয়া পিছলায়া নিয়া যায়।এদিকে নায়ক এখন বাইক না পায়া ঘোড়া লইয়া ভিলেনের তাড়া করছে। কিন্তু সেই সিম্বোলিক শট তো নিতেই হবে। হোকনা সেটা ঘোড়া। নায়ক ঘোড়ারেই পিছলায়া ট্রাকের নিচে দিয়ে লইসে।
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!
০.০৭১০৮৯০২৯৩১২১৩৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৬৪২৭৩৭১০৫৪৬৭ টি কোয়েরী চলেছে