Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!
ইংলিশ ছবিতে তো দেখেছেন কেমনে নায়ক বাইক ট্রাকের নিচ দিয়া পিছলায়া নিয়া যায়।এদিকে নায়ক এখন বাইক না পায়া ঘোড়া লইয়া ভিলেনের তাড়া করছে। কিন্তু সেই সিম্বোলিক শট তো নিতেই হবে। হোকনা সেটা ঘোড়া। নায়ক ঘোড়ারেই পিছলায়া ট্রাকের নিচে দিয়ে লইসে।
আরেকটু হইলে গেছিলো আর কি সেই ঐতিহাসিক সিম্বোলিক শট নিতে গিয়া
ধুর এইটা একটা ব্যপার হইল
তল দিয়া উট নিতে পারলে না হয় একটা কথা হইত
মজা পেলুম ।
মজা পেলুম ।
![]()
![]()
ভাই এত পুরান টপিকে মজা পেয়ে কমেন্ট করলে কিন্ত ডেড মামা রাগ করব
এই সিন টা স্যুট করা হয়েছে একটা কার্পেটের উপর। যার উপর রাস্তার মত ডিজাইন। ট্রাক স্থির ছিল। ঘোড়া সহ চুপার হিরুকে কারপেট সহ টেনে অন্য পাসে সরিয়ে নেয়া হয়েছে। ঘোড়ার পা না বাধলে বেচারা উঠে দাঁড়ানোর চেস্টা করত। সেটা ঠিক ট্রাকের নিচে হলে হিরু অক্কা পাইবার চান্স আছিল কিন্তু গোড়া স্টিলের হয় না, হয় চামড়ার। সেটা রাস্তায় স্লাইড করার অনুপযোগী। সো সট টা ফানি হয়ে গেছে । যদি ঘোড়া এক লাফে পার হয়ে যেত তবে আরো অনেক ভালো হত। এটা পুরাই গাঁজাখুরি হয়ে গেছে।
আমি কখনো তামিল ছবি ভুলেও দেখি না। দেখলে মেন্টাল পেসেন্ট হবার সমুহ সম্ভাবনা আছে
এত পুরান টপিক বাম্প করায় দুঃখিত। হাসির বাক্সের জিনিষ। সিরিয়াস কিছু না যে বাম্প করলে কারো ক্ষতি হবে
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!
০.০৪৩১৯৮৮২৩৯২৮৮৩৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৮০৫০৬০২১৮৮৮৭ টি কোয়েরী চলেছে