Re: কিনলাম নতুন কম্পুটার :D
ভাই মিলাদ একটা দিয়াই দেন। আর মোট কতো পড়লো জানাবেন। এখন এ.এম.ডি দিয়ে আমাদের এখানে পিসি কেউ কেনে না। কিন্তু এই প্রসেসরের ভালো অনেক বৈশিষ্ট আছে। যা হোক অভিনন্দন থাকলো।
৪৩ ১৮-০৫-২০১১ ২২:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন শূন্য36 (১৮-০৫-২০১১ ২২:০১)
Re: কিনলাম নতুন কম্পুটার :D
৪৪ ১৯-০৫-২০১১ ২২:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ফয়সাল (১৯-০৫-২০১১ ২২:৫৮)
Re: কিনলাম নতুন কম্পুটার :D
Re: কিনলাম নতুন কম্পুটার :D
Re: কিনলাম নতুন কম্পুটার :D
কাজটা ম্যানুয়ালি করতে হবে।
গ্রাফিক্স কার্ডের আপডেট এটিআই দিবে। কিংবা উইন্ডোজ আপডেটেও পাওয়া যাবে। কোন ঝামেলা নেই।
সাউন্ডকার্ডের আপডেট দরকার হয় বলে মনে হয় না, হলে সেটাও গিগাবাইটের সাইটেই পাওয়া যাবে।
মাদারবোর্ডের বাদবাকি যা কিছু আছে সব গিগাবাইট নিজেই দিবে। ওটা নিয়েও চিন্তা নাই।
আর কি কি আপডেটের দরকার হতে পারে ?
৪৭ ২০-০৫-২০১১ ২২:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন আশিফ শাহো (২০-০৫-২০১১ ২২:৩৭)
Re: কিনলাম নতুন কম্পুটার :D
Re: কিনলাম নতুন কম্পুটার :D
অভিনন্দন বড়'দা! ঝাক্কাস কম্পিউটার........ একটা নিতে পারলে জীবন সার্থক হবে ।
Re: কিনলাম নতুন কম্পুটার :D
অভিনন্দন ভাই , আপনি ও আপনার পিসি দীর্ঘজীবি হোক
সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব,
যা প্রয়োজন তাই নেব,জাতি,ধর্ম ,বর্ণ, গোত্র,নির্বিশেষে মানুষের কল্যাণ করব ।