টপিকঃ কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ১- অতিথি: সালেহ আহমদ
কোন ফোরামিকের ছোটো-খাটো ইন্টারভিউ নেয়ার আইডিয়াটা আসে অনেক আগে।তারপর মাঝখানে করব করব বলে আর করা হয়নি।মাসখানেক আগে সালেহ আহমদ ভাইয়ের সাথে চ্যাট করতে গিয়ে হঠাৎ মনে হল উনি তো বেশ চমৎকার গুছিয়ে উত্তর দিতে পারেন।তাই উনার একটা ইন্টারভিউ নিয়ে নিলে কেমন হয়?যেই ভাবা সেই কাজ।
ইন্টারভিউটুকু আজকে নেয়া হয়েছে।সালেহ ভাইকে ধন্যবাদ চমৎকার একটি ইন্টারভিউ দেবার জন্য।উনার পরিচয় কি আর দেব? উনি হোস্টিং,ডোমেইন,ওয়েবসাইট- এসব ব্যাপারে খুবই দক্ষ একজন মানুষ।সবচে বড় কথা হচ্ছে : কোন অহংকার নেই এবং যে কেউ উনাকে সাহায্যের জন্য ডাকলেই উনি শত ব্যস্ততার মাঝেও প্রচুর হেল্প করে থাকেন।আমি যখনই উনার হেল্প চেয়েছি,তখনই হেল্প পেয়েছি।চমৎকার জটিলতা মুক্ত,সহজ সরল, সব সময় অপরের সাহায্য করতে উন্মুখ মানুষটিকে ব্যাক্তিগতভাবে আমি বেশ পছন্দ করি।
সালেহ আহমদ ভাইয়ের ছবি :
সালেহ ভাই,কেমন আছেন?
-এইতো আছি ভালো ।
তো ইদানিং কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ?
-এইতো হোস্টিং ( মার্কেটিং আর কাস্টমার সাপোর্ট ) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি।
আপনার টার্গেট কাস্টমার কারা?তাদের জন্য কি কি আপনারা অফার করছেন?
-বাজেট কাস্টমার থেকে প্রিমিয়াম কাস্টমার আমাদের টার্গেট ।বাজেট কাস্টমার তাদেরকেই বলা হয় যারা শুধু কম টাকায় হোস্টিং কিনতে চান, কিন্তু কোয়ালিটির কথা কেনার সময় চিন্তা করেন না। আর প্রিমিয়াম কাস্টমার তাদেরকেই বলি,যারা বাজেটের কথা চিন্তা করেন না,সব সময় ভাল কোয়ালিটির কথা চিন্তা করেন।
একটা ভাল হোস্টিং নিতে কিরকম খরচ হতে পারে?
-হোস্টিং এর খরচটা আসলে বেশকিছু বিষয়ের উপর নির্ভর করে :আপনার স্পেস এবং ব্যান্ডউইথ কেমন লাগবে, আপনার সাইট কি ধরনের হবে।ধরেন আপনি যদি পার্সোনাল ব্লগ তৈরি করেন,তাহলে আপনার ২০০-৫০০ মেগাবাইট স্পেস যথেষ্ট ,ব্যান্ডউইথ ২-৫ জিবি।সেক্ষেত্রে বাৎসরিক ৭০০-২০০০ টাকা আসবে হোস্টিং খরচ।
বিগিনারদের জন্য একটা মোটামুটি ভাল মানের পারসোনাল ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা ও সেটাকে ভালভাবে চালিয়ে নেয়ার জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়?
-যে বিষয়ের উপরে সাইট তৈরি করা হবে সে বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে।ধরেন ব্লগ তৈরি করলে ব্লগে ইউনিক কনটেন্ট পোস্ট করতে হবে।সাইটের ডিজাইনের প্রতি ও খেয়াল রাখতে হবে,পরিষ্কার পরিছন্ন ডিজাইন হতে হবে।সহজ নেভিগেশন থাকতে হবে সাইটে, যাতে ভিজিটররা একপেজ থেকে অন্য পেজে সহজেই যেতে পারে।
সামনের দিকে আপনার কোন বিশেষ কিছু করার প্ল্যান আছে কি?
-একটাই প্লান আছে সেটা হচ্ছে সোচিপ হোস্টকে পৃথিবীর একটা ভাল এবং নামাদামি কোম্পানিতে রুপান্তরিত করা ।
এবার একটু অন্য বিষয়ে আসা যাক।আপনার প্রতিদিনের রুটিন সম্পর্কে একটু আইডিয়া দেবেন?
-প্রতিদিন ঘুম থেকে উঠি ১১-১২টার দিকে ,তারপর ফ্রেস হয়ে পিসি অন করি ,সাথে হালকা নাস্তা।দুপর ২-৩ টার ভিতরে গোসল আর খাওয়া দাওয়া,তারপর আবার পিসিতে।সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে কিছু সময় আড্ডা দেই। আবার রাত ৮ টার দিকে পিসিতে।রাত ১০-১১টার ভিতরে রাতের খাবার খেয়ে আবার পিসিতে,রাত ২-৩টা পর্যন্ত। ঘুম।আবার ঘুম থেকে উঠে একই কাজ করা।এটাই আমার প্রতিদিনের রুটিন ।
মানুষ হিসেবে আপনি কেমন তা একটু বর্ণনা করুন।
- ইন্ট্রোভার্টেড মানুষ ।সহজে রাগি না ,রাগটাকে সব সময় দমিয়ে রাখার চেষ্টা করি ।সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করি।কথা বলার থেকে শুনতেই বেশি পছন্দ করি।
আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটাকে বলে আপনি মনে করেন?
-ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তারপর ইন্টারনেটে হাতে খড়ি ।তারপর অনলাইনে বেশকিছু ভাল সাইটের সাথে পরিচিত হওয়া ।
মানুষের কোন জিনিসটিতে সবচে দু:খ পান?
-স্বার্থপরতা
আর ভাল লাগে?
-সততা
নিজের কোন দুর্বলতা বা স্বভাব আপনার কাছে বিরক্তিকর বলে মনে হয়?
-একটাই বাজে স্বভাব :সঠিক সময়ে কাজ না করা বা আলসেমি।
সবশেষে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেয়ার জন্য।
-আপনাকে ও অনেক ধন্যবাদ।