Re: "মেয়েটি" সিরিজের সব গল্প এক জায়গায়
মোঃজাবেদ হোসেন লিখেছেন:আবার লিখব মেয়েটি ৬ ।লিখব কি ?
আবারো কি মডারেশন বোর্ডকে বলে টপিক সরাইয়া নিবেন নাকি এটা আগে বলেন
আগেরটা সরিয়ে নেয়ায় ভাল হয়েছে। বর্তমান পর্বটা দারুন
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » "মেয়েটি" সিরিজের সব গল্প এক জায়গায়
মোঃজাবেদ হোসেন লিখেছেন:আবার লিখব মেয়েটি ৬ ।লিখব কি ?
আবারো কি মডারেশন বোর্ডকে বলে টপিক সরাইয়া নিবেন নাকি এটা আগে বলেন
আগেরটা সরিয়ে নেয়ায় ভাল হয়েছে। বর্তমান পর্বটা দারুন
লিখে ফেলেছি মেয়েটি ৬ পর্ব ১ ।
আগেরটা সরিয়ে নেয়ায় ভাল হয়েছে। বর্তমান পর্বটা দারুন
আপনার কাছে দারুন লেগেছে
লিখে ফেলেছি মেয়েটি ৬ পর্ব ১ ।
বহুত ভালা করছেন। আরো কয়টা পর্ব দিবেন জাতির উদ্দেশ্যে
দক্ষিণের-মাহবুব লিখেছেন:আগেরটা সরিয়ে নেয়ায় ভাল হয়েছে। বর্তমান পর্বটা দারুন
আপনার কাছে দারুন লেগেছে
![]()
মোঃজাবেদ হোসেন লিখেছেন:লিখে ফেলেছি মেয়েটি ৬ পর্ব ১ ।
বহুত ভালা করছেন। আরো কয়টা পর্ব দিবেন জাতির উদ্দেশ্যে
পলাশ ভাই একটু স্পষ্ট করে আপনার মন্তব্য দেন ।প্যাচগোছের মন্তব্য কিছুই বুঝতে পারছিনা ।সরাসরি বলেনঃ ১।লেখা ভাল হয়েছে ।
২।মোটমোটি
৩।বিচ্ছিরি
৪।একদম বিচ্ছিরা পড়ে পড়ে শুধুই সময় নষ্ট করলাম ।
পলাশ ভাই একটু স্পষ্ট করে আপনার মন্তব্য দেন ।প্যাচগোছের মন্তব্য কিছুই বুঝতে পারছিনা ।সরাসরি বলেনঃ
ভাই সরাসরি বলছি- আমি আমার জীবনে এমন অভূতপূর্ব, অপূর্ব, বিনোদনি, রোমান্টিক, কমেডি, হাস্যকর কোন গল্প পড়ি নাই। গল্পে একবার বলেছিলাম এবার আবারো বলছি- আপনি জটিল একজন লেখক
মোঃজাবেদ হোসেন লিখেছেন:পলাশ ভাই একটু স্পষ্ট করে আপনার মন্তব্য দেন ।প্যাচগোছের মন্তব্য কিছুই বুঝতে পারছিনা ।সরাসরি বলেনঃ
ভাই সরাসরি বলছি- আমি আমার জীবনে এমন অভূতপূর্ব, অপূর্ব, বিনোদনি, রোমান্টিক, কমেডি, হাস্যকর কোন গল্প পড়ি নাই। গল্পে একবার বলেছিলাম এবার আবারো বলছি- আপনি জটিল একজন লেখক
আমি যেই গল্পগুলো লিখি সেখানে এইরকম মন্তব্য আশা করেছিলাম। কিন্তু কেউ করে না
একসাথে সবগুলো লেখা পড়লাম । এবং দশের মধ্যে রেটিং দিলাম
মেয়েটি ১ - পর্ব ১ - লেখক স্বপ্নীল রেটিং ৭/১০
মেয়েটি ১ - পর্ব ২ - লেখক স্বপ্নীল রেটিং ৬/১০
মেয়েটি ১ - পর্ব ৩ - লেখক দক্ষিণের-মাহবুব রেটিং ৭/১০
মেয়েটি ২ - পর্ব ১ - লেখক বেঙ্গল বয় রেটিং ৬/১০
মেয়েটি ৩ - পর্ব ১ - লেখক দক্ষিণের-মাহবুব রেটিং ৪/১০
মেয়েটি ৩ - পর্ব ২ - লেখক দক্ষিণের-মাহবুব রেটিং ৫/১০
মেয়েটি ৩ - পর্ব ৩ - লেখক দক্ষিণের-মাহবুব রেটিং ৩/১০
মেয়েটি ৪ - পর্ব ১ - লেখক দক্ষিণের-মাহবুব রেটিং ৫/১০
মেয়েটি ৪ - পর্ব ২ - লেখক দক্ষিণের-মাহবুব রেটিং ৬/১০
মেয়েটি ৫ - লেখক বাংলারমাটি রেটিং ৮/১০
মেয়েটি ৬ - পর্ব ১ - লেখক মোঃজাবেদ হোসেন রেটিং ৪.৫/১০
মেয়েটি ৭ - লেখক স্বপ্নীল রেটিং ৭/১০
মেয়েটি ৮ - পর্ব ১ রেটিং ৭.৫/১০
একসাথে সবগুলো লেখা পড়লাম । এবং দশের মধ্যে রেটিং দিলাম
খুবই ভালো কাজ করছেন। এবার বিজয়ীদের পুরস্কারের ব্যবস্থাটাও করে দেন প্লিজ বেশি কিছু দেবার দরকার নাই। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে দিলেই হবে। পুরাস্কার হিসাবে ধরেন প্রথম জনকে দিতে পারের একটি ডেক্সটপ, দ্বিতীয় জনকে দিতে পারেন একটি লেপটপ, তৃতীয় জনকে মালয়েশিয়া ভ্রমনের টিকেট। বিষয়টির প্রতি একটু সু-নজর দেবার জন্য ইচ্ছে পোষন করছি
বেশি কিছু দেবার দরকার নাই। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে দিলেই হবে। পুরাস্কার হিসাবে ধরেন প্রথম জনকে দিতে পারের একটি ডেক্সটপ, দ্বিতীয় জনকে দিতে পারেন একটি লেপটপ, তৃতীয় জনকে মালয়েশিয়া ভ্রমনের টিকেট। বিষয়টির প্রতি একটু সু-নজর দেবার জন্য ইচ্ছে পোষন করছি
ওয়াও..ডেডলক ভাই পুরস্কার দিব নাকি? পুরষ্কারগুলো কিন্তু জোস।কবে দিবেন
এই সিরিজের গল্পগুলো পড়ে কারও কারও শরীরে জ্বালা ধরে গেছে সেটা কেউ না বললেও বুঝতে পারছি। আমি কোন পর্ব লেখার সময়ই লিখেছিলাম যে সমালোচনা করার জন্য। ভালো গল্প লিখলে প্রশংসা যেহেতু পেতে পারি, তেমনি ফাউল গল্প লিখলে সমালোচনাও শোনারও আশা রাখি। কিন্তু আফসোস সরাসরি কেউ কোন কথা বলল না। কেউ কেউ বলেছে ঠিকই, কিন্তু সেটা অন্য পোস্টের আড়ালে, যেটা আমার কোনসময়ই কাম্য ছিল না। এই সিরিজে নতুন কোন পর্ব লেখা বা মন্তব্য করা এই পোস্টের মাধ্যমেই শেষ করলাম। জানি কোন কোন সদস্য আমার এই লেখার প্রতিক্রিয়ায় কিছু লিখবেন। যদি কেউ প্রশ্ন করেন আমি নতুন কোন পর্ব লেখা বন্ধ করলাম কেন? তার উত্তর একটাই, আমার গল্পগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ণে চলছে(সবগুলো পড়ার সময় একটু খেয়াল করলেই চোখে পড়বে)। এই প্যাটার্ণ থেকে যেদিন বেরুতে পারব সেদিনই নতুন কোন গল্প লিখব, তার আগে না।
সেরা গল্পলেখক/লেখিকাদের কাছ থেকে নতুন নতুন চমকপ্রদ গল্প আশা করছি।
পিএসঃ একজন প্রজন্মগুরু হিসেবে আমার এই কমেন্ট অনেকেই হয়ত কাম্য নয়। কারও যদি কাম্য না হয়ে থাকে তবে আমারও কিছু করার নেই।
এই সিরিজের গল্পগুলো পড়ে কারও কারও শরীরে জ্বালা ধরে গেছে সেটা কেউ না বললেও বুঝতে পারছি।..............
কিন্তু আফসোস সরাসরি কেউ কোন কথা বলল না। কেউ কেউ বলেছে ঠিকই, কিন্তু সেটা অন্য পোস্টের আড়ালে, যেটা আমার কোনসময়ই কাম্য ছিল না। এই সিরিজে নতুন কোন পর্ব লেখা বা মন্তব্য করা এই পোস্টের মাধ্যমেই শেষ করলাম।
মাহবুব, তোমার আবার কি হল?চ্যাটে আসো।মাথা ঠান্ডা কর।অন্য কোন পোস্টে কে কি লিখল?লিংক দেও তো পড়ে দেখি।তুমি সাময়িক বিরতি নেও ,সমস্যা নেই,তবে এরকম কষ্ট পেয়ে বা রাগ করে লেখা বন্ধ করে দিলে কেমন করে হবে?বোকা ছেলে কোথাকার
এতক্ষনে বুঝছি
এহন আপনেও ঝটপট কাগজ-কলম নিয়া বইসা যান আর আমগোরে আপনার অভিজ্ঞতার ভান্ডার থেকে "মেয়েটি" সিরিজের একটা গল্প উপহার দেন শুনছি আপনার অভিজ্ঞতার ভান্ডারে খুব সুন্দর সুন্দর গল্প আছে
মেয়েলোক নিয়া বিশাল গবেষনা কর্ম চলছে
আমি বুড়া হইয়া গেছি , এই সব নিয়া এখন কার গবেষনা করতে ব্যাপক শরম করে
মেয়েলোক নিয়া বিশাল গবেষনা কর্ম চলছে
আমি বুড়া হইয়া গেছি , এই সব নিয়া এখন কার গবেষনা করতে ব্যাপক শরম করে
মেয়েলোক নিয়া গবেষনা তো মৃত্যুর আগ পর্যন্ত চলব।সো শরমের কিচ্ছু নাইক্কা। এই সিরিজের গল্পগুলা তো ছোডোকালের স্মৃতিচারণও হইতে পারে।
পিএসঃ একজন প্রজন্মগুরু হিসেবে আমার এই কমেন্ট অনেকেই হয়ত কাম্য নয়। কারও যদি কাম্য না হয়ে থাকে তবে আমারও কিছু করার নেই।
মন খারাপ করে দিলেন ভাই; আসলেই আপনার কাছ থেকে এটা কাম্য করি নাই
এই সিরিজে নতুন কোন পর্ব লেখা বা মন্তব্য করা এই পোস্টের মাধ্যমেই শেষ করলাম। জানি কোন কোন সদস্য আমার এই লেখার প্রতিক্রিয়ায় কিছু লিখবেন।
কিছুই লিখলাম না; প্রশ্নও করলাম না। মেয়ে সিরিজে আমিও আপনার মতো লেখা অফ করলাম। যদি বলেন কেন? তাহলে আমার উত্তর হচ্ছে-আমি মন খারাপ থাকলে কিছু লিখতে পারি না। আর আমরা নতুন; আপনাদের দেখা দেখিই লেখার আগ্রহ পাই। আপনারা যদি মন্তব্যই না করেন তাহলে লিখে কি লাভ। আমিও আজ থেকে মেয়ে সিরিজে ফুল অফ।
ফলাশ মিয়ার লেখা অফ করে দেওয়ার গোপন তথ্য হল, ঐ ছাত্রী প্রজন্মে প্রবেশ করে সব পড়ে ফেলেছে এবং ফলাশ মিয়ারের আগামীকাল হতে পড়াতে না করে দিয়েছে।
ঠিক এই কারনে বে ছাড়ার মন খারাপ
ফলাশ মিয়ার লেখা অফ করে দেওয়ার গোপন তথ্য হল, ঐ ছাত্রী প্রজন্মে প্রবেশ করে সব পড়ে ফেলেছে এবং ফলাশ মিয়ারের আগামীকাল হতে পড়াতে না করে দিয়েছে।
![]()
![]()
![]()
![]()
ঠিক এই কারনে বে ছাড়ার মন খারাপ![]()
![]()
![]()
![]()
![]()
মাইক ভাই মিয়া ফাইজলামী করেন
আপনারে কঠিন কইরা মাইনাস দেওয়া দরকার
আপনি যদি সামনে থাকতেন তাহলে কি যে করতাম
যাই হোক আমি আবারো লেখা শুরু করছি; না হলে মাইক ভাই খেপাইতেই থাকবেন নিজের ইজ্জত বাচানোর জন্য লেখা শুরু করুম
যাই হোক আমি আবারো লেখা শুরু করছি; না হলে মাইক ভাই খেপাইতেই থাকবেন
নিজের ইজ্জত বাচানোর জন্য লেখা শুরু করুম
কাউরে খেপানির যে এত বড় উপকারিতা আছে তা জানতাম না
এই সিরিজের গল্পগুলো পড়ে কারও কারও শরীরে জ্বালা ধরে গেছে সেটা কেউ না বললেও বুঝতে পারছি।
বাবু, এতো সহজেই কাইত। তোমরা গল্প লিখিয়া পঁচাইবা আর আমরা পঁচামু না, সে কি হয়!
দাড়াও না, তুমারে এমন পচানী দিতাছি...। ! আরও রেডি থাকো, সামনে আরও পঁচানী দিব! এত্তোগুলো বোরিং গল্প গিলাইছ, এখন আবার ভাব ধরছ... ফাইজলামীও বুঝ না! বাশ আসবে সামনে... বুঝলা বাবু! চোখের পানি কিছু জমায়া রাইখ বাবু!
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » "মেয়েটি" সিরিজের সব গল্প এক জায়গায়
০.০৭৪৯৮৬৯৩৪৬৬১৮৬৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.০৫১৪২৬০৪২৩৮৯ টি কোয়েরী চলেছে