টপিকঃ VLC Media player
সম্ভবত ডিভিডি প্লেয়ার হিসেবে Power DVD অথবা Win DVD ব্যবহার করেন। কিন্তু আমি VLC ব্যবহার করি এর প্রধান কারন গুলো হল
১.সম্পূর্ন ফ্রি
২.সাইজে ছোট ৯ মেগা
৩.ডিভিডি কপি করে হার্ড ডিস্ক হতে চালানো যায়
৪.পুরো ডিভিডি কপি না করেও শুধু ভিডিও ফাইল গুলো কপি করে ডিভিডি চালানো যায় কিন্তু সাবটাইটেল সহ সকল সুবিধাই বলবৎ থাকে।
৫.আমার জানা মতে সকল ফরমেট চালানো যায়
৬.সম্পূর্ন কাস্টমাইজএবল ইন্টারফেস
৭.ওপেন সোর্স
৮.ডিভিডির শুরুতে যে এজেল আসে তার পর FBIওয়ারনিং আসে সেগুলো অটোমেটিকালি কাট হয়ে যায়।
মোট কথা আপনি যা চান তার প্রায় সবই আছে এতে।
লিঙ্ক: http://mirrors.optralan.com/videolan/vl … -win32.exe
ওয়েব সাইট : www.videolan.org
a story of friendship, a friend who always watching you…
http://www.facebook.com/define.friendship