টপিকঃ বাংলাদেশের ১৩ গোল
বাংলাদেশের ইতিহাসে এক অবিশ্বরনীয় ঘটনার জন্ম দিয়েছে (নীরবে) হকি দল, যেখানে আমরা ক্রিকেট এবং ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে দেখতে চোখ ব্যাথ্যা করেও কোন অঘটন সৃষ্টি করতে পারছিনা। অথচ হকি দল ১৩টি গোল করে অবিশ্বরনীয় ঘটনার জন্ম দিয়েছে । শুভেচ্ছা জানাই সকল হকি খেলোয়াড়দেরকে।