২১

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

উয়াউ। দারুন জিনিস শিখাইলেন তো! খালি খালি এতদিন গিম্প দিয়া খালি ক্রপ করতাম  big_smile
TEST:
http://i.imgur.com/OYqor.gif

রক্তের গ্রুপ: AB+

২২

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

আররে,সেই মাপের।ধন্যবাদ শামীম ভাই,পছন্দের তালিকায় রাখলাম।

"আমি তোমাদেরকে ভয়,ক্ষুধা এবং ধন সম্পদ,জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্য পরীক্ষা করব।তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে- যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে-'আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী'।"--- সূরা বাকারা(১৫৫,১৫৬)
তাই আমার মনে হয়,খারাপ অবস্থায় থাকলেও, আমাদের কারোরই হতাশ হওয়া উচিত না। smile

২৩

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

কাব্য লিখেছেন:

খালি খালি এতদিন গিম্প দিয়া খালি ক্রপ করতাম  big_smile

kidding
আপনার টেস্টটায় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়েন (আমার টিউটোর প্রথম ছবিটার মত) তারপর এই কাজ করলে পেছনে সাদা দেখাবে না।

concept লিখেছেন:

আররে,সেই মাপের।ধন্যবাদ শামীম ভাই,পছন্দের তালিকায় রাখলাম।

ধন্যবাদ।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৪

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

জেলাল লিখেছেন:

এই জিনিস বানাইলাম।

http://hostmarts.com/projanmo/gimp/globe.gif

কিন্তু বুঝলাম না পৃথিবীটা কোন দিকে ঘুরছে ?? একবার মনে হচ্ছে বা থেকে ডানে ... আরেক বার মনে হচ্ছে ডান থেকে বামে । যাই হোক জসস হয়েছে । রেপু নেন  thumbs_up

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৫

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

আমার দ্বারা কিছু হবে না। একটা সাইটের জন্য কিছু বাটন বাংলা অনুবাদ করতে গিয়ে আমার তো চরম অবস্থা! যদিও GDK দেয়া ছিল।

<?php
ঘুরে আসুন আমার ব্লগ Adhikary.NET
%>

অনিরুদ্ধ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৬

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

শ্রাবন লিখেছেন:
জেলাল লিখেছেন:

এই জিনিস বানাইলাম।

http://hostmarts.com/projanmo/gimp/globe.gif

কিন্তু বুঝলাম না পৃথিবীটা কোন দিকে ঘুরছে ?? একবার মনে হচ্ছে বা থেকে ডানে ... আরেক বার মনে হচ্ছে ডান থেকে বামে । যাই হোক জসস হয়েছে । রেপু নেন  thumbs_up

এইমাত্র খেয়াল করলাম: সূর্য কিন্তু পশ্চিমে উঠতেছে এখানে।  tongue_smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৭

Re: GIMP টিউটোরিয়াল: সহজে সাধারণ এনিমেশন বানানো

ধন্যবাদ শামীম ভাই ও শ্রাবন।

আসলে খেয়াল করি নি, নতুন গিম্প ইন্সটল করে ফিচারগুলো টেস্ট করছিলামতো, এইদিকে খেয়াল ছিলনা। অবশ্য নতুন করে না করে ফ্রেমগুলো রিভার্স অর্ডারে দিয়ে দিলে এখনো চলবে। wink

দেখি একসময় ঠিকমত করে একটা টিউটোরিয়াল দেয়া যায় কিনা।