টপিকঃ এদের ভয় পান কি?
এদের আমি ভয় পাই ও ঘৃণা করি। কিন্তু তাদের বসকে(শেষের ছবিটা)খুব পসন্দ করি।
আমার বস
۞ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ * • ۞
۞ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * • ۞
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » এদের ভয় পান কি?
এদের আমি ভয় পাই ও ঘৃণা করি। কিন্তু তাদের বসকে(শেষের ছবিটা)খুব পসন্দ করি।
আমার বস
আমি ও ভয় পাই
মাকড়সা দেখে আজ পর্যন্ত কোনদিন ভয় পাইনি, কারণ যে সময়ে মাকড়সা আশে পাশে দেখতাম সেই সময় এর ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে জানতাম না । আর মোটকথা বিষাক্ত মাকড়সার কামড় খাইনি কোনদিন, তাই.......
দেখলে গা কাটা দেয়
আচ্ছা এদের মধ্যে টারান্টুলা কোনটা?
না রে ভাই, সবচেয়ে বেশী ভয় পাই এটাকে।
কয়েক বছর আগে একবার কামড় খেয়েছিলাম। রাতে ঘুমের মধ্যে স্যান্ডো গেঞ্জির ভেতর ঢুকে গিয়েছিলো। কাঁধের নীচে কামড় দিয়েছিলো। এরপর সারারাত ঘুমাতে পারিনি। যন্ত্রণায় চিৎকার করেছি। বিষের তীব্রতা ছিল কয়েকদিন। জ্বর এসে গিয়েছিলো। কামড়ের ঐ জায়গায় টিউমার ছিল প্রায় ১ মাস। পরে গর্ত হয়ে গিয়েছিলো।
কামড় দেয়ার কারণ (আমার ধারণা)
তখন লেখালেখি করতাম বলে দৈনিক পত্রিকা জমিয়ে রাখতাম। জমতে জমতে ফ্লোর থেকে অনেক উঁচু হয়ে গিয়েছিল। একদিন পুরনো এক পত্রিকা খুঁজতে গিয়ে ঠিক এমন একটি বড়ো চ্যালা পেয়ে মেরে ফেলি বিনা অপরাধে। আমার ধারণা ঐ চ্যালাটিরই জোড়ার অপরটি পরে আমাকে কামড়ায়।
মাকড়সা ভয় পাই না তবে চ্যালা দেখলেই দূরে থাকি না হয় মেরে ফেলি।
আদের দেশেরগুলিকে ভয় পাই না। বাইরের কিছু আছে অতিব বিষাক্ত, সেগুলির হিসাব আলাদা।
আমি ঘৃণা করি কিন্তু টারানটুলা ভয়ের জিনিস । ভয় না পাইলেও দেখলে ৪/৫ টা লাফঝাপ দিয়া দুরে যাই ....
আচ্ছা এদের মধ্যে টারান্টুলা কোনটা?
৬ ও ৭ ন টা টাড়টূলাস।
দেখলেই বুকের মধ্যে ঢুপ করে উঠে
না রে ভাই, সবচেয়ে বেশী ভয় পাই এটাকে।
তবে আমি আর ও ভয় পাই(শুনলে অনেকে হইত হাসবেন) এটা কে
তবে বলতে পারেন ভয় এর চেয়ে ঘৃণা বেশি লাগে, এদেরকে মেরে আমি ব্যাপক মজা পাই
আমিও চ্যাল্লাকে ব্যাপক ঘৃণা করি,তবে মাকড়সা খারাপ লাগে না অতটা।
এগুলো কোনটাই দেখলে ভয় পাই না। তবে কাঠমোল্লা আর রাজাকারে এ্যালার্জী আছে।
ভয় পাইছি। দেখেই গা শির শির করছে। এমন বড়ো সাইজের একটা সামনে পড়লে জ্ঞান হারাতে পারি
তবে কাঠমোল্লা আর রাজাকারে এ্যালার্জী আছে।
ভাই কাঠমোল্লা আর রাজাকার মানি ?
আপনার এই কথাটা শুনে হাসব না কানব বুজতাসি না
না ।
cslraju লিখেছেন:তবে কাঠমোল্লা আর রাজাকারে এ্যালার্জী আছে।
ভাই কাঠমোল্লা আর রাজাকার মানি ?
আপনার এই কথাটা শুনে হাসব না কানব বুজতাসি না![]()
কাঠমোল্লা = মুফতি আমিনী - "বাল্যবিবাহ চালু করতে হবে"
রাজাকার কি বা কারা তা নিশ্চয়ই বলতে হবে না।
টপিকের পোকামাকড়গুলো সব নিরিহ প্রাণী। এদের বিরক্ত না করলে এরাও কিছু করে না। কিন্তু কাঠমোল্লা আর রাজাকার কোন কারণ ছাড়াই এদেশের মানুষের ক্ষতি করছে। এখন বুঝে দেখুন - কাদবেন না হাসবেন।
প্রজন্ম ফোরাম » বিবিধ » এদের ভয় পান কি?
০.০৭৯৪৯২০৯২১৩২৫৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.০৩৬৩৪৬৮৮৪০৫৪ টি কোয়েরী চলেছে