টপিকঃ দরকার বিজয় ৫২
বিজয় ৫২ ফ্রীতে নামান যাবে কথা থেকে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » দরকার বিজয় ৫২
বিজয় বাদ দেন। অভ্র ইউস করেন। গুগল সার্স করেন।
পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগটি ফোরাম বিষয়ে পরামর্শ ও সমস্যা সংক্রান্ত, যা ফোরামের শিরোনামে বলা থাকা সত্ত্বেও হয়ত আপনার চোখ এড়িয়ে গেছে। এই পোস্টটিকে তাই পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগ থেকে উপযুক্ত বিভাগে সরিয়ে ফেলা হল।
বিজয় ৫২ একটি কমার্শিয়াল সফটওয়্যার, এটা কিনে ব্যবহার করতে হবে। কোথাও এর ফ্রী ডাউনলোড লিংক থেকে থাকলেও প্রজন্ম ফোরামে তা প্রকাশ করা যাবে না - কারণ আমরা পাইরেসী তথা সফটওয়্যার দস্যূতাকে নিরুৎসাহিত করি; এবং পাইরেসীকে সহায়তা করে দেশ মাতার উপরে কলঙ্কের বোঝা বাড়াতে চাই না।
বাংলা লেখার জন্য বিনামূল্যের অভ্র ব্যবহার করতে পারেন। এখান থেকে ডাউনলোড করা যাবে।
আমার windows7 জন্নে দ রকার
windows7 সহ সব প্লাটফর্মেই অভ্র কাজ করে।
আমার মতে অভ্র থেকে ভাল কিছু নাই ।
আমার কাছে বিজয় বায়ান্ন আছে সাইজে ছোট ও পোর্টেবল ইনষ্টল করার ঝামেলা নাই।
বিজয় বায়ান্নতে ইউনিকোড সাপোর্ট আছে আপনি চাইলে এটা দিয়ে ফোরামে বাংলা লিখতে পারেন।
যদি প্রয়োজন হয় আওয়াজ দেন গোপন বার্তায় লিংক দিয়ে দিব।
আমার কাছে বিজয় বায়ান্ন আছে সাইজে ছোট ও পোর্টেবল ইনষ্টল করার ঝামেলা নাই।
বিজয় বায়ান্নতে ইউনিকোড সাপোর্ট আছে আপনি চাইলে এটা দিয়ে ফোরামে বাংলা লিখতে পারেন।
যদি প্রয়োজন হয় আওয়াজ দেন গোপন বার্তায় লিংক দিয়ে দিব।
দেশকে কলঙ্কিত করতে আপনাদের প্রচেষ্টায় দূঃখ পেলাম।
দেশকে কলঙ্কিত করতে আপনাদের প্রচেষ্টায় দূঃখ পেলাম।
আমিও ।
যদি প্রয়োজন হয় আওয়াজ দেন গোপন বার্তায় লিংক দিয়ে দিব।
এটা কি গোপনে বলা যেত না ? আর ভাল মানের ফ্রী সফটওয়্যার থাকতে কাউকে বিজয় ব্যবহারে উদ্বুদ্ধ করার তো কোন মানে দেখিনা । ব্যবহারে অভ্যস্ত হলেও একটু কষ্ট করে শিখে নিলেই তো ল্যাঠা চুকে যায় ।
ভাল মানের ফ্রী সফটওয়্যার থাকতে কাউকে বিজয় ব্যবহারে উদ্বুদ্ধ করার তো কোন মানে দেখিনা । ব্যবহারে অভ্যস্ত হলেও একটু কষ্ট করে শিখে নিলেই তো ল্যাঠা চুকে যায় ।
সহমত।
অভ্র দিয়ে লেখাও অনেক সহজ। তাছাড়া নতুন অভ্র দিয়ে এডোবের সফটওয়্যার গুলোতেও এখন বাংলা লেখা যায়। (যেমন আমি পুরাতন অভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখতে পারতাম না। কিন্তু এখন নতুন অভ্র আসকি সা্পর্ট করায় অভ্র দিয়ে ফটোশপেও বাংলা লিখতে পারি।)
*** সফটওয়্যার এর নামটা শুনলেই মেজাজটা কেমন যেন লাগে। কিছুদিন আগে আইডিবিতে কম্পু নিয়ে গেলে বাবা তার কাজ করার জন্য ওটার নতুনটা নিয়ে এসেছিল। দুইদিন পরেই আনইনস্টল করে দেই। বাবাকে অনেক ভাবে এখন বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলা লেখাই অভ্রর উপরে কিছু নাই! যেখানে অভ্রের লেটেস্ট ভার্সনে এত্তো কাস্টমাইজেশন সুবিধা সেখানে কেন ওই রকম **তু জিনিস???!!! আমার পিসি, আমি কোনোটা পছন্দ না হলে নিজে বানিয়ে যেরকম খুশি লেআউট ব্যবহার করব তাতে উনার কি!
সুজন রায় লিখেছেন:আমার কাছে বিজয় বায়ান্ন আছে সাইজে ছোট ও পোর্টেবল ইনষ্টল করার ঝামেলা নাই।
বিজয় বায়ান্নতে ইউনিকোড সাপোর্ট আছে আপনি চাইলে এটা দিয়ে ফোরামে বাংলা লিখতে পারেন।
যদি প্রয়োজন হয় আওয়াজ দেন গোপন বার্তায় লিংক দিয়ে দিব।দেশকে কলঙ্কিত করতে আপনাদের প্রচেষ্টায় দূঃখ পেলাম।
এমন ভাবে বললেন ভাইয়া আরো বেশি কষ্ট পেলাম।
আসলে ভাইয়া আমি আন্তরিক ভাবে দুখিঃত, উনি চাইছিল তাই দিতে চেয়ে ছিলাম।
শামীম লিখেছেন:দেশকে কলঙ্কিত করতে আপনাদের প্রচেষ্টায় দূঃখ পেলাম।
এমন ভাবে বললেন ভাইয়া আরো বেশি কষ্ট পেলাম।
আসলে ভাইয়া আমি আন্তরিক ভাবে দুখিঃত, উনি চাইছিল তাই দিতে চেয়ে ছিলাম।
কেউ বিজয় চাইলে তাকে দোকান থেকে কিনে নিতে বলা উচিত। আপনি নিজে দিলে সেটা চুরি করে দেয়া হবে। বিজয় একটা কমার্শিয়াল সফটওয়্যার। বিনামূল্যে বিতরনের জিনিস না।
আমার মতে 'অভ্র' ই বেস্ট। সকল প্লাটফর্মেই চলে। আমিও চালাচ্ছি। কোন সমস্যা হয় না।
আমি বিজয় শিখিনি। মানে শেখা হয়নি। কিন্তু অভ্র শেখার পর মনে হয়েছে না শিখে ভালোই করেছি। আর অভ্র শেখাও সহজ। নিশ্চয় এমন দিন আসবে যেদিন অভ্র দিয়েই সবাই লিখবে।
নিশ্চয় এমন দিন আসবে যেদিন অভ্র দিয়েই সবাই লিখবে।
এখনই তো প্রায় সবাই লেখে।
অভ্র জিন্দাবাদ। অবশ্য উবুন্টু চালাই তাই প্রভাতে লিখি।
অনেক কষ্ট হইছে বিজয় কীবোর্ড হজম করতে।
এখন আবার অন্য কীবোর্ড মুখস্ত করা সম্ভব না।
অনেক কষ্ট হইছে বিজয় কীবোর্ড হজম করতে।
এখন আবার অন্য কীবোর্ড মুখস্ত করা সম্ভব না।
বলে কি, অভ্র কি মুখস্ত করা লাগে নাকি? আর উইন্ডোজ ব্যবহার করলে নিজের লেআউট নিজে বানায় নেন, আমি এ ব্যাপারে কোন সাহায্য করতে পারব না, কারন আমি নিজেই এ ব্যপারে অজ্ঞ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » দরকার বিজয় ৫২
০.০৬৯২৩১৯৮৬৯৯৯৫১২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৩৩৯১৪৬৭৭৩১৯৪ টি কোয়েরী চলেছে