২১

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

সকল ভালবাসাই প্রেম কিন্তু সকল প্রেমই ভালবাসা নয়। (আমার ব্যাক্তিগত অভিমত)

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
রয়েল টেকনোলজি | সমকাল দর্পণ | আমার ফেসবুক প্র্রোফাইল | আমার ফেসবুক পেজ | আমার গুগল+

২২

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

আমার মাথাটা চুলকাইতেছে
প্রেম মানে ভন্ডামী আর ভালবাসা মানে হল ভালোবাসা
আর পাথর্ক্য বলতে পারবো না।

রক্তের গ্রুপ AB+

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৩

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

microqatar লিখেছেন:

আমার মাথাটা চুলকাইতেছে
প্রেম মানে ভন্ডামী আর ভালবাসা মানে হল ভালোবাসা
আর পাথর্ক্য বলতে পারবো না।

আমরা মনেহয় প্রেম আর ভালবাসার মধ্যে গুবলেট পাকায় ফেলছি roll
শব্দগুরু শিপলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি... শব্দগুলোর সঠিক অর্থ বিশ্লেষণের জন্য smile

অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ

আলোকিত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২৪

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

আলোকিত লিখেছেন:

শব্দগুরু শিপলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি... শব্দগুলোর সঠিক অর্থ বিশ্লেষণের জন্য smile

roll

big_smile
ব্যকরণিক ব্যাখ্যা তো এই টপিকের একটি পোস্টে দিয়েছিই।

Feed থেকে ফোরাম সিগনেচার, imgsign.com
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৫

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

ভালবাসাঃ আমার একটা মেয়েকে খুবই ভাল লাগে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।
প্রেমঃ কিন্তু মেয়েটা আমাকে ভালবাসে না, তাই তার সাথে রিক্সায় ঘুরতে পারলাম না, বিকালে হাটতে পারলাম না, সন্ধ্যায় একসাথে বাদাম খেতে পারলাম না- মানে প্রেম করতে পারলাম না (বা আমাদের মধ্যে প্রেম হল না)। কিন্তু আমার ভালবাসাটা ওই মেয়ের জন্য রয়েই গেছে।

আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

২৬

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

কোথায় জানি শুনছিলাম ,সংগাহীন অনুভুতির নাম ভালবাসা:-?

I'll never say goodbye. shame

২৭

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

রসি লিখেছেন:

ভালবাসাঃ আমার একটা মেয়েকে খুবই ভাল লাগে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।

রসি ভাই, মানতে পারলাম না। সব ভাললাগাই ভালবাসা নয়। কাউকে ভাল  লাগলেই সেটা ভালবাসা হয় না। আবার কাউকে ভালবাসলে যে তার সব কিছুই ভাল লাগবে এটাও সত্য নয়। তাই, ভাললাগার সাথে মনে হয় ভালবাসাকে এক করা ঠিক হবে না।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

২৮

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

তপু লিখেছেন:
রসি লিখেছেন:

ভালবাসাঃ আমার একটা মেয়েকে খুবই ভাল লাগে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।

রসি ভাই, মানতে পারলাম না। সব ভাললাগাই ভালবাসা নয়। কাউকে ভাল  লাগলেই সেটা ভালবাসা হয় না। আবার কাউকে ভালবাসলে যে তার সব কিছুই ভাল লাগবে এটাও সত্য নয়। তাই, ভাললাগার সাথে মনে হয় ভালবাসাকে এক করা ঠিক হবে না।

তাহলে লিখলাম, একটা মেয়ের প্রতি আমার সংজ্ঞাহীন অনুভূতির সৃষ্টি হয়েছে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।

আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

২৯

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

খালেকুজজামান লিখেছেন:

প্রেম ও ভালবাসা কাহাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী ?

বাংলা ভাষায় শব্দদুটোর বানান আলাদা অর্থ ও আলাদা বুঝলেন

আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে, চাঁদকে করি লুট

৩০

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

এতোক্ষন পরে কেউ ভালবাসার আসল একটা অর্থ আবিস্কার করলো,=))=))=)) ধন্যবাদ রসি ভাই।

তাহলে লিখলাম, একটা মেয়ের প্রতি আমার সংজ্ঞাহীন অনুভূতির সৃষ্টি হয়েছে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।

রক্তের গ্রুপ AB+

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৩১

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

এতো প্যাঁচালে না গিয়ে যার জানার দরকার, তার জন্য আমি
সুনীলের "ভালবাসা প্রেম নয়" উপন্যাসটা পড়ার জন্য সুপারিশ করি।

এরপর প্রেম সম্পর্কে আরও জানার আগ্রহ জন্ম নিলে পূর্নেন্দু পত্রীর কবিতার প্রেশক্রিপশন রইল।

আলমগীর

৩২

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

প্রেম হলো hairpull hairpull এইটা  ( একবার শুরু করলে  শেষ করাটা টাফ,আই মিন শেষ করাটা ঠিক না)
আর ভালোবাসা হলো love love  এইটা ।। ( সবাই কে ই ভালোবাসা যায়...।।)
lol2lol2=))

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন টাট্টুহর্স (২৫-০৪-২০০৮ ০২:০৫)

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

খালেকুজজামান লিখেছেন:

প্রেম ও ভালবাসা কাহাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী ?

আমি প্রেম মানে জানিনা তই ভালোবাসা মানে জানি আসিফের মত করে বলি "ভালোবাসা মানে নীল প্রজাপতি ভালোবাসা মানে........." দুটোর মধ্যে পার্থক্য যাই থাকুক মিল আছে দারুণ প্রেম এবং ভালোবাসার শেষে দুঃখ অবধারিত।

আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে, চাঁদকে করি লুট

৩৪

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

সবার সাথে প্রেম করা যায় না কিন্তু ভালোবাসা সবার সাথে করা যায়
আসলে প্রেম করাটা আমার কাছে ন্যাকামি মনে হয়
বিয়ের পরে করলে ঠিক আছে
তবে বিয়ের আগে এইসব করা ঠিক মনে হয় না... কোন মেয়েকে প্রচন্ড ভালোবাসা যায় একজন অতি আপনজন হিসেবে একজন খুব ভালো বন্ধু হিসেবে তাই বলে তার সাথে প্রেম করতে হবে এমন কোন কথা নাই

Rhythm - Motivation Myself Psychedelic Thoughts

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৩৫

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

ভাবছিলাম প্রেম ভালবাসার পর্থক্য নিয়ে একটা উত্তর দিবো। কিন্তু সব উত্তর পড়ে আমার নিজের মাথায়ই পেজগি লাইগা গেল। এখন পেজগি ছুটাই কেমনে?~X(

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

৩৬

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

সুমন লিখেছেন:

ভাবছিলাম প্রেম ভালবাসার পর্থক্য নিয়ে একটা উত্তর দিবো। কিন্তু সব উত্তর পড়ে আমার নিজের মাথায়ই পেজগি লাইগা গেল। এখন পেজগি ছুটাই কেমনে?~X(

আমিও এখন বুঝতেছিনা কোনটা প্রেম কোনটা ভালবাসা। ghusi
নানা (প্রেম)গুরুর নানা মত। worried nailbiting

অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ

আলোকিত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৩৭

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

thumbs_up

এলিনের ভুবন (আমার ব্লগ -  এখানে আমার নিজস্ব লেখা কবিতা/গল্প ইত্যাদি ছাড়াও, টেকনলজি, ফানি, এন্ড্রয়েড/প্রোগ্রামিং এর খুটিনাটি, ছবি, ভিডিও, বিভিন্নরকম তথ্য, টিউটোরিয়াল, গ্রাফিক্স, ইত্যাদি বিষয় নিয়ে পোস্ট করার চেষ্টা করবো। )
ফেইসবুক ফ্যানপেইজ (Plz, 'LIKE' this page !!! )

৩৮ সর্বশেষ সম্পাদনা করেছেন Pongta-lyricist (১৪-০৭-২০০৮ ২৩:৪১)

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

প্রেম প্রেমিকার মাইর খাওয়ার আগের আবস্থা এবং ভালবাসা মাইর খাওয়ার পরের আবস্থা.

৩৯

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

English এ যেহেতু একটাই শব্দ আছে Love তাই  প্রেম ও ভালবাসার মধ্যে কোন পার্থক্য নাই।

উড়ে যাব ডানা মেলে

৪০

Re: প্রেম ও ভালবাসার মধ্যে পার্থক্য কী ?

এত সুন্দর একটি ফোরামে এত দেরী করে আসার যথাযথ শাস্তি ভোগ করছি।আপনাদের সবার বক্তব্য মনোযোগ দিয়ে পড়লাম...প্রেম ও ভালবাসা- দুটোর একটা সম্পর্কেও আমার তেমন একটা ধারনা নেই।:-S তবুও বলি....

আমি আমার মা কে ভালোবাসি....ভালোবাসি আমার জন্মভূমিকে...ভালবাসি বাংলা...ভালোবাসি আমার বাড়ির পাশদিয়ে বয়ে যাওয়া ছোট নদীটিকে...ভালবাসি জ্যোত্সনার ফুল...ভালবাসি জীবনানন্দের কবিতা। এই যে পার্থিব-অপার্থিব ভাললাগা তাকে ভালবাসা বললে ভূল হবে না

এই সব ভালবাসার মধ্যেও আমি আরো একজনকে ভালোবাসি...যে ভালবাসার কাছে এইসব পার্থিব-অপার্থিব ভাললাগা গুলোকে বড়ই তুচ্ছ মনে হয়...কখোনো রবীন্দ্রনাথের সুরে বলতে ইচ্ছে হয় 'বাজিল বুকে সুখের মত ব্যাঁথা' ! এই বিশেষ অনুভূতিটির নাম আমি দিলাম প্রেম:">

অনেক কথাই বলে ফেললাম।:-/ সব কথার শেষ কথা ভালোবাসা হলো এমন একটি অনুভূতি যার দুয়ার আমাদের পরিবার, আমাদের দেশ-সমাজ-প্রকৃতি সবার জন্য উন্মুক্ত। আর প্রেম? এই অনুভূতিটি তোলা থাক শুধু একজন মানুষের জন্য...