Re: নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
খেলছি : Brothers - A Tale of Two Sons (PC)
কনফিগারেশন : Intel i5 2410m + 2GB RAM + Nvidia 410m (Yeah, I know, its old
)
বেশ কয়েকদিন আগে একটি গেমপ্লে ভিডিও দেখে অনেকদিন ধরেই খেলার ইচ্ছে ছিল। Steam Winter Sale এ বেশ কমদামেই (1.49$=১৪০৳ এর মতন) পেয়ে যাওয়ায় গতকাল কিনেই নিলাম।
গেমটির উল্লেখযোগ্য দিক হল আপনাকে একই সাথে দুটো ক্যারেকটার কন্ট্রোল করতে হবে। খেলার জন্য কনট্রোলার রিকমেন্ডেড। গেমপ্লে কিছুটা কঠিন লাগতে পারে, বিশেষ করে যদি কন্ট্রোলার ভাল না হয়। গেমটির গ্রাফিক্সও বেশ চমৎকার।
গেমটির একটাই খারাপ দিক, তা হল ডায়ালগগুলো (সম্ভবত) সুইডিশ ভাষায়। সাবটাইটেলের অপশন খুজে পাইনি, তাই কাটসিন এর ডায়ালগগুলো বুঝতে পারিনি। অবশ্য এতে যে পুরো গেমের গল্প বুঝতে সমস্যা হবে, তেমনটি ভাবার কারণ নেই।
প্রায় মাস ছয়েক আগে এই গেমটি খেলেছিলাম। চমৎকার গেম। খুব ইমোশনাল। শেসের দিকে মন খারাপ করে দিবে । তবে গেমের পাজল গুলি খুব ইজি। আর কন্ট্রোল একেবারেই জঘন্য। আমি ৩৬০তে খেলেছিলাম। তারপরও দুই ভাইরে কন্ট্রোল করা মহা ঝামেলার।