Re: নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
Splinter cell conviction টা খেলেছেন?? ফাটাফাটি।
না মার্কেটে DVD খুঁজে পাইনি। আবার খোজ করতে হবে।
নতুন কী কী ভাল গেম এসেছে?
Duel Core 2.00 GHz
2 gb ram
nVidia GeForce 9400
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
Splinter cell conviction টা খেলেছেন?? ফাটাফাটি।
না মার্কেটে DVD খুঁজে পাইনি। আবার খোজ করতে হবে।
নতুন কী কী ভাল গেম এসেছে?
Duel Core 2.00 GHz
2 gb ram
nVidia GeForce 9400
Crysis 2 খেলতে পারেন।
সিরিয়াসলি গেইম খেলি না অনেক বছর হয়ে গিয়েছে। গেইম খেলার নেশাও নেই। তবে গত কয়েকদিন Batman: Arkham City খেলেছি। গতকাল অবশ্য গেইম ওভারও করলাম। আসলে মেইন স্টোরি ১০০% শেষ করেছি। যদিও সাইড মিশনগুলো কিছু বাকি আছে। তবে সেগুলো খেলার খুব একটা ইচ্ছে নেই।
প্লাটফর্মঃ এক্সবক্স ৩৬০
আমি অনলাইন MOBA গেমার। বর্তমানে League of Legends -এর Garena সার্ভারে সিলভার Rank-এ আছি তবে আশা করি অতি শীঘ্রই গোল্ডে পৌঁছে যাবো...
শুরুতেই অবশ্য আপনি র্যাঙ্কড খেলতে পারবেন না, লেভেল ৩০ পার করতে হবে। এরপরও আপনাকে ভালো র্যাঙ্কে যেতে অনেক স্কিলফুল হতে হবে কারণ এটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনলাইন গেম। আমি প্রায় ৫ বছর ধরে খেলছি তবুও এখনো মেডিওকার পর্যায়েই আছি, প্রো হতে পারিনি...
লীগ অফ লিজেন্ডস এর গ্যারেনা ভার্সন(যেখানে বেশিরভাগ বাংলাদেশি প্লেয়ারদের পাবেন) ডাউনলোড করতে পারবেন http://lol.garena.com/home -> এই লিঙ্ক থেকে। আর বাংলাদেশি LOL প্লেয়ারদের সান্নিধ্য পাবেন ফেসবুকে লীগ অব লিজেন্ডস বাংলাদেশ গ্রুপে।
এক্সবক্স এক্সক্লুসিভ গেইম, Gears of War 3 গেম ওভার করলাম আজ।
প্লাটফর্মঃ এক্সবক্স ৩৬০
[আপডেট - জুলাই ২১, ২০১৫]
মাত্রই Batman: Arkham Asylum গেইম ওভার করে উঠলাম।
প্লাটফর্মঃ এক্সবক্স ৩৬০
বেশ মজার/ভয়ংকর মুহুর্ত ছিল এটা! যারা গেইমটি খেলেছেন কিংবা ইউটিউবের মন্তব্যগুলো পড়েছেন তারা বুঝতে পারবেন।
[আপডেট - আগস্ট ০৭, ২০১৫]
সবে মাত্র Hitman: Absolution গেইম ওভার করলাম।
প্লাটফর্মঃ এক্সবক্স ৩৬০
Plz help 35000tk er modhe gaming PC kinbo suggeste me plz!!!
মাত্রই প্লেস্টেশন এক্সক্লুসিভ গেইম, The Last of Us গেইম ওভার করলাম! শেষ হয়ে যাওয়াতে কিছুটা খারাপ লাগছে। তাই অবশ্য গেইমের শেষে সম্পূর্ণ ক্রেডিটও দেখেছি! মোট ১৮ ঘন্টা ৬ মিনিট লেগেছে গেইম ওভার করতে। সময়টা দারুণ উপভোগ করেছি!
প্লাটফর্মঃ প্লেস্টেশন ৩
The Last of Us: American Dreams – এর ৪টি ইস্যুই কিছুদিন আগে পড়েছি। দেখি সামনে The Last of Us: Left Behind খেলব। আর The Last of Us 2 – এর জন্য অপেক্ষা করছি! সামনে অবশ্য একটি মুভিও আসছে!
গেইমটি সত্যিই একটি ওয়েল-ক্রাফ্টেড মাস্টারপিস! এটা নিয়ে যতই লেখা হোক না কেন তা কম হয়ে যাবে। গেইমটি খেলতে গিয়ে অনেকবার নিজের অজান্তেই চোখের কোণে পানি জমেছে! আবার ছোট্ট ছোট্ট কিছু মিষ্টি মুহুর্তগুলোর জন্য ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে!
গেইমটি আসলেই ওভারহাইপড বা ওভাররেটেড নয়! ২০১৩ সালে মুুক্তি পাওয়া এই গেইমটি শুধু শুধু ২৪০টিরও বেশি "গেইম অফ দ্যা ইয়ার" এওয়ার্ড পায়নি! হ্যাটস অফ টু @Naughty_Dog!
অ্যাশলি জনসন এবং ট্রয় বেইকার গেইমটির মূল দুটি চরিত্রে চমৎকার কন্ঠ দিয়েছে! শুধু তাই না গেইমটির গ্রাফিক্স এবং সাউন্ডট্র্যাকও অসাধারণ! আগ্রহীরা ইউটিউবের এই প্লেলিস্ট শুনতে পারেন। https://goo.gl/TWwuwX
03. The Last of Us, 11. The Choice এবং 22. The Path আমার সবচেয়ে পছন্দের তিনটি ট্র্যাক!
প্লেস্টেশন ৪ প্লাটফর্মে গেইমটির পোর্ট মুক্তি দেওয়া হয় ২০১৪ সালে The Last of Us Remastered টাইটেলে।
হাইলি রিকমেন্ডেড ফর প্লেস্টেশন ৩/৪ ওনারস!
আইজিএনের রিভিউ এখানে দেওয়া যেতেই পারে!
যারা এত সময় নিয়ে রিভিউ দেখতে চাচ্ছেন না তাদের জন্য নিচের ১-মিনিট রিভিউ।
আর রিঅ্যাক্ট চ্যানেল থেকে গেইমটির একটি ভিডিও ক্লিপও এখানে তুলে দিচ্ছি!
Limbo, Child of Light এই দুইটা খেলছি আপাতত ফ্রী টাইমে।
NFS Most Wanted Reboot খেলা শুরু করেছিলাম, 2560x1600 রেজুলেশনে। গেম এইটা পরে বিরক্ত লাগায় খেলা বাদ দিয়ে দিয়েছি।
কনফিগ: Core i5 5257U ( 2.7Ghz ~ ), Intel Iris 6100.
Metal Gear Solid V: The Phantom Pain খেলছি। এখনো শেষ হয়নি তবে অনেক দুর গেছি। অসাধারন একটা গেম। যারা স্টেলথ/অ্যাকশান ধাচের গেম পছন্দ করেন তারা খেলে দেখতে পারেন ভাল লাগবে। আমার রেটিং : ১০/১০!!
Limbo, Child of Light এই দুইটা খেলছি আপাতত ফ্রী টাইমে।
গেইমটি নিয়ে এই ফোরামে কিংবা আমাদের প্রযুক্তিতে একটা রিভিউ পড়েছিলাম অনেক আগে। তারপর থেকে খেলব খেলব করে এখনও খেলা হয়নি!
Metal Gear Solid V: The Phantom Pain খেলছি। এখনো শেষ হয়নি তবে অনেক দুর গেছি। অসাধারন একটা গেম। যারা স্টেলথ/অ্যাকশান ধাচের গেম পছন্দ করেন তারা খেলে দেখতে পারেন ভাল লাগবে। আমার রেটিং : ১০/১০!!
কিফার সাদারল্যান্ডের জন্য Metal Gear Solid V: Ground Zeroes খেলা শুরু করেছিলাম মাস দুয়েক আগে। তবে পূর্বের ইনস্টলমেন্টগুলো না খেলার ফলে কাহিনী বুঝতে বেশ সমস্যা হচ্ছিল। তাই সিরিজটির কাহিনী এবং ক্রোনলজি নিয়ে কিছুটা পড়াশুনা করেছিলাম। তারপরও খুব বেশি সুবিধা করতে পারিনি!
স্টেলথ জনরার গেইম সবচেয়ে প্রিয় হওয়ার পরেও এই গেইমটি খেলে খুব একটা মজা পাচ্ছিলাম না!
সম্ভবত ঐ কাহিনী ঠিক মত না জানার কারণেই! কিংবা হয়ত গেইম মেকানিকসের জন্য!
Metal Gear Solid V: The Phantom Pain বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত গেইমগুলোর একটি। আর এটাই সম্ভবত সিরিজের সর্বশেষ ইনস্টলমেন্ট! যদিও এই রকম ঘোষণা আগেও দিয়েছিল! https://goo.gl/A38xOk
তা অভি ভাই, পিসিতে খেলছেন নাকি কনসোলে?
তা অভি ভাই, পিসিতে খেলছেন নাকি কনসোলে?
আমার মান্ধাতার আমলের এক্সবক্স ৩৬০ তে ঃ) গ্রাউন্ড জিরো আর ফ্যন্টম পেইনের মধ্যে অনেক তফাত। আর কাহিনি নিয়ে যেটা বললেন ঠিকই আছে। আগের গেম গুলোর মধ্যে আমি শুধু পেস ওয়াকার খেলেছিলাম পিএসপিতে। তাই আমারো গল্প বুঝতে সমস্যা হচ্ছে। তবে ফ্যন্টম পেইনের মত গেমপ্লে ফ্রিডম আমি জীবনে আর কোন গেমে পাইনি।
ভাল স্টোরির গেম খেলতে চাইলে Red Dead Redemption খেলতে পারেন। আমি ৩ বার গেম ওভার করেছি। আরোও কয়েকবার খেলার ইচ্ছা আছে। জন মার্চটন আমার সবচেয়ে পছন্দের গেমিং চরিত্রগুলোর মধ্যে একজন।
আর লিম্ব এখনো খেলেন নাই? তারাতারি খেলেন। দারুন গেম।
প্লেস্টেশন এক্সক্লুসিভ গেইম, Uncharted: Drake's Fortune গেইম ওভার করে উঠলাম।
প্লাটফর্মঃ প্লেস্টেশন ৩
গেইমটি নিয়ে এই ফোরামে কিংবা আমাদের প্রযুক্তিতে একটা রিভিউ পড়েছিলাম অনেক আগে। তারপর থেকে খেলব খেলব করে এখনও খেলা হয়নি!
সিম্পল একটা গেম যে কতখানি প্যরার হইতে পারে এইটা না খেললে বুঝা যায় নাহ। ওহ, হেডফোন লাগায়ে খেইলেন।
আর হ্যা, ওয়াকথ্রু দেইখেন না, মজা পুরা নষ্ট হয়ে যাবে
এখন যে গেমস গুলো খেলছি সেগুলো হলঃ
১. Need for Speed Hot Pursuit (২০১০)
২. Need for Speed: The Run
৩. Burnout™ Paradise
৪. Urban Trial Freestyle
Config: Core i5-4570 ৩.২০ গিগাহার্জ, ইন্টেন এইচডি গ্রাফিক্স ৪৬০০
পরীক্ষার কারণে প্রায় ১ মাস ধরে কন্ট্রোলার হাতে নেওয়ার সময়ই পাচ্ছি না! যাই হোক, গেইমস্পটের একটি আর্টিকেল পড়ছিলাম, ভাবলাম ভিডিও ক্লিপ দুটি এখানে শেয়ার করা যেতেই পারে। http://goo.gl/xG4Zpx
Rise of The Tomb Raider গেম ওভার করলাম।
Rise of The Tomb Raider গেম ওভার করলাম।
২০১৫ এর একটা গেমও খেলতে পারিনাই
কিছুক্ষণ হল Tomb Raider (2013) গেইম ওভার করলাম। অক্টোবর মাসের ৩ তারিখ খেলা শুরু করেছিলাম। ঠিক ২ মাস সময় লেগেছে গেইম ওভার করতে। আসলে পরীক্ষার কারণে ঠিক মত সময় দিতে পারছিলাম না।
প্লাটফর্মঃ প্লেস্টেশন ৩
আমার মত যারা এই সিরিজদের পূর্বের ইনস্টলমেন্টগুলো খেলেননি কিংবা যারা মডার্ন গেইমার তাদের জন্য এটি সিরিজে প্রবেশ করার বেশ চমৎকার একটি এন্ট্রি পয়েন্ট! কেননা এটি সিরিজের দ্বিতীয় রিবুট এবং ওরিজিন স্ট্রোরির উপর ফোকাস করেছে।
আমাদের শিপলু ভাইয়ের সম্ভবত এটি বেশ পছন্দের সিরিজ।
Rise of The Tomb Raider গেম ওভার করলাম।
এটিও খেলতে হবে।
সিমুলেটর সিকনেস থাকায় আমার দ্বারা বেশিরভাগ গেইম খেলা সম্ভব হয় না
তবে বিগত কয়েক মাস ধরে মোবাইলে বেশ কিছু জনপ্রিয় গেইমে একধরণের এডিক্টেড হয়ে গেছি, এখন স্পেশালি খেলি ক্ল্যাশ অফ ক্ল্যানস। আমি এখন টাউন হল ৮ এ আছি
খেলছি : Brothers - A Tale of Two Sons (PC)
কনফিগারেশন : Intel i5 2410m + 2GB RAM + Nvidia 410m (Yeah, I know, its old )
বেশ কয়েকদিন আগে একটি গেমপ্লে ভিডিও দেখে অনেকদিন ধরেই খেলার ইচ্ছে ছিল। Steam Winter Sale এ বেশ কমদামেই (1.49$=১৪০৳ এর মতন) পেয়ে যাওয়ায় গতকাল কিনেই নিলাম।
গেমটির উল্লেখযোগ্য দিক হল আপনাকে একই সাথে দুটো ক্যারেকটার কন্ট্রোল করতে হবে। খেলার জন্য কনট্রোলার রিকমেন্ডেড। গেমপ্লে কিছুটা কঠিন লাগতে পারে, বিশেষ করে যদি কন্ট্রোলার ভাল না হয়। গেমটির গ্রাফিক্সও বেশ চমৎকার।
গেমটির একটাই খারাপ দিক, তা হল ডায়ালগগুলো (সম্ভবত) সুইডিশ ভাষায়। সাবটাইটেলের অপশন খুজে পাইনি, তাই কাটসিন এর ডায়ালগগুলো বুঝতে পারিনি। অবশ্য এতে যে পুরো গেমের গল্প বুঝতে সমস্যা হবে, তেমনটি ভাবার কারণ নেই।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
০.২৮৮৪৪২৮৫০১১২৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ২৬.২৪৫৩৫৫০৪৪৬০৬ টি কোয়েরী চলেছে