Re: নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
কোনো গেমই খেলতেছিনা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
কোনো গেমই খেলতেছিনা।
প্রিন্স অব পার্সিয়া: দ্যা ফরগটেন স্যান্ডস এর কম্ব্যাট গুলো খুব সহজ করে ফেলসে,কোন বৈচিত্র নাই...খালি বাটন টিপ্লেই হয়,এটা ছাড়া বাকি সব এ খুব ভালো লাগসে।Specially, পানি ফ্রিজ করা টা দারুন লেগেছে।
স্পাইডারম্যান: শ্যাটার্ড ডাইমেনশনস আমার লিস্ট এ আছে,খেলতে হবে।ভালো অনেক কিছুই শুনেছি এই গেম টা নিয়ে।
FIFA 11, মানব প্রতিদ্বন্দ্বী'র অভাবে খেলা হচ্ছেনা,কেউ খেলতে চাইলে বইলেন,Fifa 11, PC'র চেয়ে console এ খেলে অনেক বেশি মজা।
এই কিছুদিন আগে Assassin's Creed: Brotherhood খেললাম। টানা দুইদিন লাগল ওভার করতে। ফাটাফাটি গেমস
Crysis 2 কিনলাম...
আমি এখন খেলছি call of duty Black ops চমৎকার গেম Ff
আমার পিসি কনফিগারেশন
processor: dualcore 2.8
Ram: 2Gb
VGA ati hd 256 mB
ব্রিটিশ আমলেই আছি । প্রজেক্ট আইজিআই খেলছি । আর ক্রিকেট 2007 এ টেস্ট খেলি ।
ইণ্টেল core 2 duo, 2gb ddr3 ram এ স্ট্র্যাটেজি টাইপ কী কী গেম চলবে ?
আমার পিসিতে এখন প্রজেক্ট আইজিআই নেই। অথচ গত ১৫ দিন ধরে গেমটা খেলতে খুব ইচ্ছে করছে। খেলার ব্যবস্থা করে দিতে পারেন কেউ। আমি নিজেই ব্যবস্থা করতে গিয়েছিলাম, কিন্তু সব ওয়ারেজবিবির রেপিডশেয়ার।
অফটপিক: @নাকিব, প্রোফাইল পিকটা চেঞ্জ করলে ভালো হয়। দেখতে বিচ্ছিরি লাগছে
আমার pro pic দেখি কারোই ভাল লাগেনা ...এর আগে ৩টা minus পেয়েছি এর জন্য।
গেমস আমার খুবই প্রিয়, যদিও এখন সময় পাই না।
কিছুদিন ধরে গেম খেলা শুরু করবো ভাবছি, কিন্তু পিসির কনফিগারেশান অনেক লো।
30 তারিখে exam শেষ হবে। Splinter cell double agent খেলব এবং নতুন গেম এর সন্ধানে মার্কেটে দৌড়াব।
Splinter cell conviction টা খেলেছেন?? ফাটাফাটি।
১. এসাসিন্স ক্রিড ২
২. ক্রাইসিস
৩. হাইড্রোফোবিয়া: প্রফেসি
৪. বুলি: স্কলারশিপ এডিশন
আমার গ্রাফিক্স কার্ডঃ XFX Radeon HD 4870 GDDR5 512MB
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » নতুন কি কি গেম খেললেন? কি কনফিগারেশন এ?
০.০৫০১৬৮৯৯১০৮৮৮৬৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৫৯৩১৮৮০০১৩৬৯ টি কোয়েরী চলেছে