টপিকঃ DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
এই টপিকটা খুলতে একটু ভয় ভয় লাগছে। ফোরামে ইতিমধ্যে ক্রিকেট নিয়ে অনেক লাফালাফি করে ফেলেছি। অতি লাফালাফি করতে গিয়ে পা ভেংগে যায় কিনা ভাবছি। পা ভাংগুক তাতে কি। ক্রিকেটকে আমি অনেক অনেক বেশি ভালবাসি।
কবে যে পাকিস্তানের চাচা হয়ে যাই আল্লাই জানে । বিশ্বকাপ শেষ হয়ে যাওয়াতে মনটাই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সামনের দুই মাস অন্তত আর বিশ্বকাপ মিস করতে হবে না। কারন শুক্রবার মানে ৮ তারিখেই আবার শুরু হতে যাচ্ছে DLF আইপিএল। ব্যক্তিগত ভাবে আমি কলকাতাকেই সাপোর্ট করব। গতবার তো পুরাই কলকাতা বলে লাফাইছি। কিন্তু এবার আর দাদা নাই
। সাকিবের প্রতি থাকবে উচ্চ আশা। এরপর যে দলটাকে বেশি পছন্দ করি তা হল মুম্বাই। কারণ অবশ্যই শচিন। দেখা যাক কি হয়।
আপনারা কোন দলকে সাপোর্ট করেন বা করবেন তা শেয়ার করতে পারেন।
আর ৮ তারিখতো কলকাতা আর চেন্নাই এর ম্যাচ দিয়ে পর্দা উঠছেই।