Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
কিয়ের সাউথ আফ্রিকা! কেকেআরের চাইতে বড় চোকার এই পৃথিবীতে নাই!
বালাজিরে ধৈরা কইষা থাবড়া লাগানি উচিৎ! শেষ ওভারে প্রয়োজনীয় ২১ রানের জায়গায় ২৩ রান দিসে। ওভারের ৫ টা বলই ফুলটস! ফলস্বরূপ: ৪+৪+৪+৪+১+৬!!!
গ্রেট কেকেআর!!