Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
ওহহহ! দুঃখ পাইলাম। বাউচারের চেয়ে তামিমরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হত। বাউচার খুবই বাজে ফর্মে আছে। ঘরোয়া লীগে তো খারাপ করছেই তাছাড়া সাউথ আফ্রিকা'র টিমেও চান্স পায় না। গত আইপিএল'র পার্ফমও বাজে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
ওহহহ! দুঃখ পাইলাম। বাউচারের চেয়ে তামিমরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হত। বাউচার খুবই বাজে ফর্মে আছে। ঘরোয়া লীগে তো খারাপ করছেই তাছাড়া সাউথ আফ্রিকা'র টিমেও চান্স পায় না। গত আইপিএল'র পার্ফমও বাজে।
আজকেও সৌরভ গাঙ্গুলীকে নামায় নি। সৌরভ এর মত খেলোয়ার যদি সাইড বেঞ্চে বসে থাকে এটা সৌরভ এর জন্যই অপমান। সৌরভ কি জন্য যে গেলি পুনেতে। কলকাতার কোচ হতি আরো ভাল ছিল। খুব মজা পাইছি মাথা গরম করে কোনোই লাভ নাই আসলে এটা পুরা প্রমানিত । সৌরভ এর এখন কোনো ফিটনেসই নাই খেলবে কি।
সাকিবের ফ্যান ছিলাম। এখন ভাল লাগেনা সাকিব ছাড়া KKR.
তবে শাহ রুখ আছে।
সাকিবরে যে কেন খেলায় না কিছুই বুঝতাছি না।
এইসব আজাইরা কথাবার্তা বলে লাভ নাই। মরগ্যান কি ছিল সেটা ফ্যাক্ট না..মরগ্যান কি আছে সেটাই ফ্যাক্ট। সাকিবের ব্যাটিং নিয়ে যে সমালোচনা করলা তার জন্য একটি ম্যাচই কি যথেষ্ট ছিল? নিশ্চয়ই না! বাংলাদেশী প্লেয়ার হিসেবে এই বিদ্বেষ! আর সহ্য হয় না!
ফাজিলের দল সব...
একটু পরই দাদা নামবে
(উইকেট পড়লে তবেই)
দাদা অন ক্রিজ। ১৯ রান করছে.. (এখন পর্যন্ত)
কেকেআর কি শুরু করলো সাকিব কি এমন খারাপ বোলিং করছে যে তারে ম্যাচের পর ম্যাচ সাইড ব্যাঞ্চে বসায় রাখতাছে।
কেকেআর
ক্রিস গেইল ... ওর কারনেই এবার চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালর। ম্যাচ তো অনেক আগেই হারছে কেকেয়ার বৃষ্টির কারনে। কেকেয়ার এর বোলার রা ভালই করেছে । এরকম একটা খেলা লাস্ট ওভারে নিতে পেরেছে । কিন্তু ক্রিস গেইল এবার পুরো ধংস চালাচ্ছে
কলকাতা আজ সাকিবকে রেখেছে।মুম্বাই বোলিং করবে।গুড লাক কলকাতা এন্ড সাকিব
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
০.০৬২৭৮৬৮১৭৫৫০৬৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭১.৬৫০০৯৯৯৮২১৫৩ টি কোয়েরী চলেছে