Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
এই মাত্র গৌতম গম্ভীর টসে জিতে ফিল্ডিং নিছে এবং বলছে আজ সাকিব খেলবে। Best Of Luck । দোয়া করি সাকিব যেন গৌরব এর সাথে খেলতে পারে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
এই মাত্র গৌতম গম্ভীর টসে জিতে ফিল্ডিং নিছে এবং বলছে আজ সাকিব খেলবে। Best Of Luck । দোয়া করি সাকিব যেন গৌরব এর সাথে খেলতে পারে।
সাকিব উইকেট পাইছে। ৪/১
আইপিএল এ কত জন বিদেশী খেলোয়ার এক সাথে খেলতে পারে ?(আগে তো তিন জন ছিল)
যাক,কেকেআর ভালভাবেই জিতে গেল।
কেকেআর
কেকেয়ারকে এবার বেশ শক্তিশালী মনে হচ্ছে। গম্ভীর রকস এবং সাকিব। এই টুর্নামেন্টের মোস্ট ব্যালেন্সড সাইড
সাকিব এক ওভারে দুই উইকেট
একটুর জন্য হেট্রিকটা হলো না
।
সাবাশ সাকিব। বালাজি অসাধারন। সবচেয়ে ভাল লাগছে টীম এ সবাই সাকিবকে অনেক ভালবাসে। সবাই অনেক আদর করে ওকে। ইনশাল্লাহ এবার কেকেয়ার ভাল খেলবেই। একটু আগে সাকিবের সাথে কথা রবি শাস্ত্রি। সাকিব i am proud of my team ।
করব লড়ব জিতব রে।
সাকিব এর সুনাম যেই হারে করতেছে ... সাকিব এর উইকেট পাওয়া আবশ্যক
আগে কখন IPL দেখতাম না...বিশেষত বাবা মা'র সামনে এইসব নাচানাচি দেখতে খুব বিব্রত লাগত,এইবার সাকিব এর জন্য দেখতেসি...শুধু যদি অর্ধনগ্ন নাচানাচি টা ওরা বন্ধ করতো
করবো লড়বো হারবো রেএএএ!!! কলকাতা আজকেও হেরে গেসে!
নাইট রাইডার্স এর কিছুই করার নাই আজকের ম্যাচে । ক্রিস গেইল আর ভিরেন্দর শেবাগ এর মত প্লেয়াররা একদিনই খেলে। এবং এরা যেদিন খেলে সেদিন অন্য দল যতই টার্গেট দেক না কেন কিছুই করার থাকে না বোলারদের।
যা হোক সাকিব ও নাইট রাইডার্সদের আগামী ম্যাচের জন্য শুভ কামনা। আশা করি ওরা এই দুর্ঘটনা কাটিয়ে উঠতে পারবে। এবার ১০ দিন ওদের পরের ম্যাচ । ইনশাল্লাহ ওরা আবার ফিরে আসবে । বেস্ট অফ লাক সাকিব
আজকের খেলা দিল্লি ডেয়ারডেভিলস বনাম কিং এলিভেন পাঞ্জাব, পাঞ্জাব যে ফোর্মে আছে দেখা যাক দিল্লি তা থামাতে পারে কি না ।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
০.০৫০৪৮৮৯৪৮৮২২০২১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৬৫৪৫৩৭৩২৮৯৩৯ টি কোয়েরী চলেছে