২১ ০৫-০৪-২০১১ ১৩:২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (০৫-০৪-২০১১ ১৩:২৮)
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
ডয়েসক্যাটের জায়গায় সাকিবের খেলার কোন সম্ভাবনা দেখছি না। সাকিব বোলিংয়ে অনেক মার খায়। ব্যাটিংয়ে সে ডয়েসক্যাটের সমান নয়।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
গত দুইবার কোলকাতার হয়ে গলা ফাটাইছি । এবার ও কোলকাতার হয়ে গলা ফাটাবো
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
কেকেআর
এর জন্যই মনে হয় আমি বার বার হারি.........ঃ(
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
এর জন্যই মনে হয় আমি বার বার হারি.........ঃ(
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
শুরু হয়ে গেল। ইনশাল্লাহ কেকেআর জিতবে।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
ইশশ একটুর জন্য হেরে গেল । বলব হতাশ করেনি গতবারের মত। তবে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের দরকার। আর ফিল্ডিং অবশ্যই ভাল করতে হবে।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
KKR হারছে,ভুয়া ভুয়া।পারে না,পারে না।KKR কে সপোর্ট করে নাকি।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
আমি কিন্তু হতাশ না। কারন গতবারের খেলা গুলোয় কেকেয়ার চেজ কি জিনিস এটাও জানত না। খালি অল আউট হয়ে যাইত রান তাড়া করতে গেলে। সেই তুলনায় এবার অনেক ভাল বলতে গেলে জিততে জিততেও জিতল না। ইউসুফ এর রান আউট ম্যাচের টার্নিং পয়েন্ট। যা হোক কেকেয়ার এর যে বিদেশি প্লেয়ার এর অভাব যাচ্ছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া সিরিজ এর কারনে তা বোঝাই যাচ্ছে। তা না হলে আজকে ৪ জন বিদেশি প্লেয়ারের জায়গায় মাত্র দুজন খেলল। আর সাকিব এর এবার নামার সম্ভবনা ৯০% তা আজকেই প্রমান হয়ে গেল রায়ান টেন কে আজকে খেলায় নি। দুইজন বিদেশি প্লেয়ার এর জায়গায় সাকিব আল হাসান এবং ব্রেট লি খেলবে। আর মরগান এর জায়গায় ব্রাড হাডিন। তখন কেকেয়ার কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে।
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
শুধুই কি হারবে কলকাতা?
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
গতকালকের ম্যাচগুলা শুধু বোলিংয়েরই রাজত্ব দেখলাম...!!
Re: DLF আইপিএল ম্যাচ সংক্রান্ত পর্যালোচনা।
সাকিব খেলবে আজকে?