Re: হকার সার্ভিস
ধন্যবাদ কোডার ভাই। কাজ দিয়ে জং পড়া হাড়গুলোকে বাঁচানোর জন্য।
আপনাকে অগ্রিম ১৫০০ পোস্টের অভিনন্দন:clap:
৩ ২২-০৮-২০০৭ ১০:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (২২-০৮-২০০৭ ১০:০৯)
Re: হকার সার্ভিস
এটা একটা দারুন কাজ হয়েছে।(y)(y)(y)(y)(y)(y)। ধন্যবাদ কোডার ও সেভারাস কে। তবে এই সাইটের ঠিকানাটা প্রজন্মমের হোম পেজে সরাসরি দিলে মনে হয় ভাল হবে। তবে আমার কাছে একটু ভেজালও লাগল । যেমন আমি প্রতিদিন সকালে অনলাইনে পেপার পড়ার সময় একসাথে অনেকগুলো পত্রিকা একই উইন্ডোতে কিন্তু ভিন্ন ট্যাবে খুলে দ্রুত শিরোনাম গুলোতে চোখ বুলাই, শুধুমাত্র ট্যাব পরিবর্তন করে। এখানেতো একটাতে ক্লিক করলে ওটা খুলে কিন্তু খোলা অবস্থায় ব্যাক করে আর একটা পপ-আপ উইন্ডো খোলা যায় না, যতক্ষন না পর্যন্ত প্রথমটারপপ-আপ উইন্ডো বন্ধ না করা হচ্ছে। একটা খুলে আবার কি হোমে ব্যাক করার ফিচারটা যুক্ত করা যায় না?
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।
Re: হকার সার্ভিস
Re: হকার সার্ভিস
দুঃখিত একটা কথা বলা হয়নি! পাছে আবার মডু ভাইরা মনে কষ্ট পান তাই বলছি, এই ব্যাপারটা আমার কাছে খুব্বইই পছন্দ হয়েছে ... এক কথায় জব্বর হয়েছে ... অল ইন ওয়ান!
ধন্যবাদ হাঙ্গরিকোডার ও সেভারাস !!!
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।
Re: হকার সার্ভিস
অসাধারন..একটা সাইট হইছে.. আমি তো খেয়াল-ই করি নাই। মারাত্বক..
Re: হকার সার্ভিস
মারাত্বক এর চেয়েও মারাত্বক আবার কি? আর ফন্ট সাইজের জন্য (আমার মনে হয়- ) মেনুতে গিয়ে - ভিউতে ক্লিক করুন- তার পর টেক্স সাইজে ক্লিক করুন- তার পর যেমন খুশী তেমন ফন্ট দেখতে পারবেন। এটা একান্তই আমার ধারনা।