৬১ সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (১১-০৪-২০১১ ১৮:০৬)

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

অস্ট্রেলিয়ার ইনিংস দেখার জন্য টিভি খুলে দেখি ব্যাটসম্যানরা ব্যাট বগলদাবা করে মাঠ ছাড়ছে। ঘটনা কী? মাঠে কোনো গোলমাল হলো নাকি? চিন্তা করতে করতেই রমিজ রাজাকে দেখলাম পন্টিংয়ের সামনে মাইক্রোফোন ধরে ম্যাচের ফিরিস্তি জানতে চাচ্ছে। ম্যাচ যে শেষ! পিসিতে বসে ক্রিকইনফো লোড দিলাম। হেডলাইনে 'ব্রুটাল ওয়াটসন'! ফুল স্কোরকার্ড দেখে বাকিটা ক্লিয়ার হয়ে গেল - ওয়াটসন ১৯২.৭০ স্ট্রাইক রেটে ১৮৫ রান! অস্ট্রেলিয়ার ইনিংস ২৬ ওভারেই শেষ। বাংলাদেশী বোলারদের ইকোনমিতে একবার নজর বুলালাম। ওদের জন্য কোনো দুঃখ হচ্ছিল না। বরং আফসোস হচ্ছিল ব্যাটসম্যানরা আরও ২০টা রান বেশি করলো না কেন। ওয়াটসনের ডাবল সেঞ্চুরিটা তাহলে হয়ে যায়। বিশ্বকাপে 'বি' গ্রুপের দলগুলোকে আমরা এতো এতো উপহার দিলাম, আর বেচারা ওয়াটসনকে একটা ডাবল সেঞ্চুরি দিতে পারলাম না। দুঃখ! sad

৬২

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

ওয়াটসন একাই ১৫টি ছক্কা মেরেছে  surprised

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

৬৩

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৬৪

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

গত ম্যচে উল্টা পাল্টা আউট দিছিলো ওয়াটসনরে, সেটার প্রতিশোধ নিলো। গত ম্যচ এ প্রচুর রাগ হইছিলো ও।

৬৫

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

ওয়াটসন পোলাডা খুউবই নিষ্ঠুর sad

৬৬

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

বাংলাদেশর ভালো খেলেছে তবে ..............বলাররা ভালো না করার কারনে ..........খারাপ ভাবে হেরেছে

৬৭

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

হাহাহা! রুবেল আর সোহরাওয়ার্দী তাদের জায়গাটা মনে হয় হারাচ্ছে!!!

আর একটা কথা না বললেই নয়!
রকিবুল গাধাটারে অতিশীঘ্র বেত দিয়ে পিডায়া বের করা দরকার!  angry ফাউল কোথাকার!  angry

৬৮

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৬৯

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৭০

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৭১

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

৭২

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

@শরীফ আহমেদ
মাঠে কি গিয়ে ছিলেন ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

৭৩

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৭৪

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করলে ৫০ ওভারে কত হইত ভাবলেই ডর লাগে  dontsee

৭৫

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৭৬

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৭৭

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৭৮ সর্বশেষ সম্পাদনা করেছেন নাবালক (১৩-০৪-২০১১ ১৫:০৬)

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

আগের মতই বানাইতাছে সফিউল এবং মর্তুজা কে   sad

মাসরাফি মর্তুজাঃ ৪ ওভার (৪৩)
সফিউলঃ ৪ ওভার  (৩৭)
সাকিব আল হাসানঃ ৩ ওভার (২৭)
আঃ রাজ্জাকঃ ৩ ওভার  (ওয়াটসন * ৭২)
৫৫ রান ৫ ওভারে
৬৬ রান ৬ ওভারে
৬৮ রান ৭ ওভার
৮০ রান ৮ ওভার
৯৩ রান ৯ ওভার
১০০ রান ১০ ওভার
১০৮ রান ১১ ওভার
১১৪ রান ১২ ওভার
১২০ রান ১৩ ওভার
১২৭ রান ১৪ ওভার


মোট রানঃ ১২৭ / ১

নাবালক'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৭৯

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)

৮০

Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)