Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
অস্ট্রেলিয়ার ইনিংস দেখার জন্য টিভি খুলে দেখি ব্যাটসম্যানরা ব্যাট বগলদাবা করে মাঠ ছাড়ছে। ঘটনা কী? মাঠে কোনো গোলমাল হলো নাকি? চিন্তা করতে করতেই রমিজ রাজাকে দেখলাম পন্টিংয়ের সামনে মাইক্রোফোন ধরে ম্যাচের ফিরিস্তি জানতে চাচ্ছে। ম্যাচ যে শেষ! পিসিতে বসে ক্রিকইনফো লোড দিলাম। হেডলাইনে 'ব্রুটাল ওয়াটসন'! ফুল স্কোরকার্ড দেখে বাকিটা ক্লিয়ার হয়ে গেল - ওয়াটসন ১৯২.৭০ স্ট্রাইক রেটে ১৮৫ রান! অস্ট্রেলিয়ার ইনিংস ২৬ ওভারেই শেষ। বাংলাদেশী বোলারদের ইকোনমিতে একবার নজর বুলালাম। ওদের জন্য কোনো দুঃখ হচ্ছিল না। বরং আফসোস হচ্ছিল ব্যাটসম্যানরা আরও ২০টা রান বেশি করলো না কেন। ওয়াটসনের ডাবল সেঞ্চুরিটা তাহলে হয়ে যায়। বিশ্বকাপে 'বি' গ্রুপের দলগুলোকে আমরা এতো এতো উপহার দিলাম, আর বেচারা ওয়াটসনকে একটা ডাবল সেঞ্চুরি দিতে পারলাম না। দুঃখ!