Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
আমার কিছুটা রাগ লাগছে সাকিবের প্রতি।সে ৯০ বল খেলে কিনা করল ৫১।আরেকটু এগ্রেসিভলি খেলে কি ৯০ বলে ৮০ করা যেত না??
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
আমার কিছুটা রাগ লাগছে সাকিবের প্রতি।সে ৯০ বল খেলে কিনা করল ৫১।আরেকটু এগ্রেসিভলি খেলে কি ৯০ বলে ৮০ করা যেত না??
আমি খেলাই দেখতে পারি নাই।
তাই জানি না কি হইছে আজকে।
আমি খেলাই দেখতে পারি নাই।
তাই জানি না কি হইছে আজকে।
খেলা আর কি দেখবা?টেস্ট খেলে সবগুলা খেলার বারোটা বাজাই দিছে।
সাইফ দি বস ৭ লিখেছেন:আমি খেলাই দেখতে পারি নাই।
তাই জানি না কি হইছে আজকে।
খেলা আর কি দেখবা?টেস্ট খেলে সবগুলা খেলার বারোটা বাজাই দিছে।
ইশ, এইরকম টেস্ট খেলা যদি সত্যিকারের টেস্টে খেলতে পারতো? আফসোস!
স্বপ্নীল লিখেছেন:
খেলা আর কি দেখবা?টেস্ট খেলে সবগুলা খেলার বারোটা বাজাই দিছে।
ইশ, এইরকম টেস্ট খেলা যদি সত্যিকারের টেস্টে খেলতে পারতো? আফসোস!
আমার মনে হয় খেলাঠা টেষ্ট খলাও হয়নি আবার ওয়ানডেও হয়নি...........
কি খেলা বলি বুঝতে পারছি না.........
ইশ, এইরকম টেস্ট খেলা যদি সত্যিকারের টেস্টে খেলতে পারতো? আফসোস!
ঠিক বলছেন।টেস্টে গিয়া কিন্তু আবার ওয়ানডে খেলা শুরু করে
আজকে ক্রিকইনফোর একজন বলল,এভাবে সম্মানজনক রান করার চেয়ে ৫৮ অনেক ভাল।
Sajib: "Call me nuts, but 58 is more acceptable to me than 210, if some intention for winning is there."
আজকে ক্রিকইনফোর একজন বলল,এভাবে সম্মানজনক রান করার চেয়ে ৫৮ অনেক ভাল।
Sajib: "Call me nuts, but 58 is more acceptable to me than 210, if some intention for winning is there."
নিজের নাক কাটতে যাদের ভাল লাগে তাদের আর কি বলবেন স্বপ্নীল ভাই।
বাংলাদেশ টসে জিতে গেছে
এখন ৬৬ রানে ৪ টা উইকেট চলে গেছে ।
সর্বশেষ আপডেট :বাংলাদেশ ২২৯ রান করেছে ৭ উইকেট হারিয়ে।(৫০.০ ওভারে) ।সর্ব্বোচ রান করেছে মুশফিকুর রাহিম ৮১*।
অনেক সুন্দর খেলা হয়েছে লাস্ট ১৫ ওভারে ...
ওয়াটসনই তো শেষ কইরা দিল
আজকে বাংলাদেশ এর কোন বলার কে ছার দিয়ে কথা বলেনি ওয়াটসন এবং ছয় আর চার এর মেলা বসিয়ে দিয়েছে
মাইরা ছাতু বানায় লাইসে!
মাইরা ছাতু বানায় লাইসে!
![]()
হুদা সাতু ? মিয়া এমন পিতান পিটাইছে আর ২৫ ওভার পিটাইলে পরবর্তি ম্যাচ এ না ব্যাটিং করলেও চলতো...
আসলে বাংলাদেশ এর কোচ বদলানো দরকার.... নতুন কোচ দিয়ে দেখা যাক কি হয় ?
সামনের খেলা দেখতে কেউ মনে হয় মাঠে যাবে না।
রুবেল রুবেল । ওয়াটসন পাইছে আর পাইব । খালি একটা কথাই বলব ধংস ধংস শুধুই ধংস । পুরা ৫৮ রানের মত। বোলার রা দেখায়া দিছে মাইর কেমনে খাইতে হয়।
গুড ফাইট বাংলাদেশ, যদিও বোলিং-এ খুব বেশি কিছু করার ছিলনা... শেইন ওয়াটশন খেলাটা নিয়ে গেলো এক হাতে...কিপ দ্যা স্পিরিট আপ গাইজ
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
০.০৭১৮০৪০৪৬৬৩০৮৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.২৬৫৪৫৪৩৯০৯০৫ টি কোয়েরী চলেছে