Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
আমার কিছুটা রাগ লাগছে সাকিবের প্রতি।সে ৯০ বল খেলে কিনা করল ৫১।আরেকটু এগ্রেসিভলি খেলে কি ৯০ বলে ৮০ করা যেত না??
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
আমার কিছুটা রাগ লাগছে সাকিবের প্রতি।সে ৯০ বল খেলে কিনা করল ৫১।আরেকটু এগ্রেসিভলি খেলে কি ৯০ বলে ৮০ করা যেত না??
আমি খেলাই দেখতে পারি নাই।
তাই জানি না কি হইছে আজকে।
বাংলাদেশ টসে জিতে গেছে
টসে জিতে কি হল ৫ ওভারে, ১৭ রান, ১ উইকেট।
এখন ৬৬ রানে ৪ টা উইকেট চলে গেছে ।
সর্বশেষ আপডেট :বাংলাদেশ ২২৯ রান করেছে ৭ উইকেট হারিয়ে।(৫০.০ ওভারে) ।সর্ব্বোচ রান করেছে মুশফিকুর রাহিম ৮১*।
অনেক সুন্দর খেলা হয়েছে লাস্ট ১৫ ওভারে ...
ওয়াটসনই তো শেষ কইরা দিল
আজকে বাংলাদেশ এর কোন বলার কে ছার দিয়ে কথা বলেনি ওয়াটসন এবং ছয় আর চার এর মেলা বসিয়ে দিয়েছে
মাইরা ছাতু বানায় লাইসে!
সামনের খেলা দেখতে কেউ মনে হয় মাঠে যাবে না।
রুবেল রুবেল । ওয়াটসন পাইছে আর পাইব । খালি একটা কথাই বলব ধংস ধংস শুধুই ধংস । পুরা ৫৮ রানের মত। বোলার রা দেখায়া দিছে মাইর কেমনে খাইতে হয়।
গুড ফাইট বাংলাদেশ, যদিও বোলিং-এ খুব বেশি কিছু করার ছিলনা... শেইন ওয়াটশন খেলাটা নিয়ে গেলো এক হাতে...কিপ দ্যা স্পিরিট আপ গাইজ
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
০.০৪৫৪৩৯০০৪৮৯৮০৭১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৩.৭৭৫৬১৫১৬৩৮৩৮ টি কোয়েরী চলেছে