Re: বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
আশা করছি ভাল করবে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
সবাই তো দেখি খালি বলে একটা জিতবে!
আমি বলছি হয় অজিরা বাংলাওয়াশ হবে নতুবা বাংলাদেশ ক্যাঙ্গুওয়াশ হবে
তবে আমি চাই বাংলাদেশ যেন তাদের র্যাংকিংটা একটু আগাতে পারে
বাংলাদেশ ব্যাটিং শুরু করেছে
বাংলাদেশ জিতবে - (আশা করছি)
বাংলাদেশ ব্যাটিং এ নামছে , শুরুতেই ২ টা গেসে
, কি যে হবে
আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো
একটা ম্যাচ জিতা চাই
কি দরকার ছিলো ঐ ওভারে ৮ রান আসার পরও তামিমের ২য় শটটি করার
মুশফিক কেন টেস্ট খেলতাছে?এটা কি টেস্ট ম্যাচ
আর পারলো না ৫৪ বলে ১২০+ রান................
বাংলাদেশ হেরে যাবে বলে মনে হচ্ছে
বাংলাদেশ হেরে গেছে বলে মনে হচ্ছে...
No need to win if Bangladesh lose the game after fighting with them that’s enough ..................We are expecting only that
মুশফিক তো ভালৈ ছয় মারতে পারে। হাতে শট আছে মাগার কামে লাগাইতে পারে না।
জরুরি ভিত্তিতে রকিবুল গাধারে বাদ দিয়া কাপালীরে নামানো দরকার।
তামিম ও সাকিব ..দুজনই পুরা আকামের শট করতে যেয়ে আউট হইছে। সাকিব আর তামিম যদি ২০০ বলেও ৫০ করত সেইটাই বেশী ভাল হত এরকম উচ্চাভিলাসী শট খেলে আউট হওয়ার চেয়ে...
আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশ পজেটিভ খেলেনি ? ৫ উইকেট হাতে রেখে অরকম টেস্ট খেলা তো নেতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ । বাঙালি বীরের জাতি , সামনের খেলা গুলোতে বুক চিতিয়ে সমানে সমান লড়বে এই প্রত্যাশায়।
আজকের ম্যাচের একটা বলও দেখতে পারলাম না।
প্রথম থেকেই বাংলাদেশের লক্ষ্য ছিল না ২৭০ তাড়া করার। লক্ষ্য ছিল ৫০ ওভার ব্যাটিং করার। অসাধারন চিন্তা ভাবনা । সাকিব আর তামিম এর মত এরকম খেললে অন্য দেশের বোলার ও ৫০ করতে হবে। এর প্রকৃত উদাহরন টেস্ট এ হরভোজন সিং এর দুইটা সেঞ্চুরী আছে। যেটা কিনা বাংলাদেশের হয়ে খেলা ওপেনিং ব্যাটসম্যান এর ও নাই। হা হা। যা হোক ৫০ ওভার তো খেলছে । বাংলাদেশের ব্যাটিং এর যেই অবস্থা ৫০ ওভার খেলা মানে ম্যাচ যেতা।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। (ম্যাচ পর্যালোচনা)
০.০৪৯৩৬১৯৪৪১৯৮৬০৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.০৭৭৭৮৬৮৯০৩৯৩ টি কোয়েরী চলেছে