টপিকঃ উইন্ডোজে কিউবি ইন্সটল করার পর রানটাইম এরর আসে সমাধান কি?
একটা সমস্যায় পরছি।গত সপ্তাহে কিউবি শাটল নিয়েছি।কিন্তু ডেক্সটপ পিসিতে ইন্সটল হয় ঠিকই কিন্তু ক্লিক করে ওপেন করতে গেলে রান টাইম এরর আসে।
ঠিক নিচের ছবির মত।
কিউবির কেয়ারে ফোন দিয়া সমস্যার কথা বললে বলে কি এন্টি ভাইরাস উইজ করি,পিসিতে ভাইরাস আছে কি না এই সব হাবি জাবি।
এখন এটার সমাধান কি।
আমার ছোট ভাইয়ের নেটবুকে চলে ঠিকই।কিন্তু তার নেট বুক থেকে তো আমার ব্যাক্তিগত মেইল,ব্লগ,ব্র্যাউজ এইসব চলে না। আমারটায় এই সমস্যা।এখানে
দেখলাম মেহেদি ভাই কিউবি উবুন্টুতে নেট কানেক্ট করিয়েছে গ্রীনপ্যাকেটের অরিজিনাল ড্রাইভার দিয়া আমিও তার দেয়া লিঙ্ক থেকে ড্রাইভার নামিয়েছি কিন্তু কানেক্ট করতে পারছিনা।
** এবার Qubee UH235 (Shuttle USB Modem) চালান লিনাক্সে !!!!!**http://forum.projanmo.com/topic22543.html
বিভিন্ন ভাবে চেস্টা করেছি।এখন কেউ যদি বলতেন কিভাবে কনফিগার করতে হবে? উপকার হত।