Re: ফটোশপ এক্সপার্টরা সাহায্য করেন চুল সিলেক্ট করার ব্যাপারে (জরুরী)
চ্যানেল মাস্ক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এ প্রক্রিয়া একটি জটিল। তবে একবার বুঝতে পারলে এই টেকনিক দিয়ে অ্যাডভান্স লেভেলের কালার কারেকশন করা যায়। আমার হাতে সময় নেই তাই কোনো হেল্প করতে পারছি না। দুঃখিত। তবে এই টেকনিকে মাস্ক করার পর যখন কম্পোজিশন করতে যাবেন তখন মাস্কিং এ আরো কিছু কাজ করতে হবে (সবসময় না)। যেমন, ম্যাটিং।
আপাতত নেট এ ঘাটাঘাটি করুন এটা নিয়ে। মাস্কিং এর উপরে অনেক টিউটোরিয়াল আছে।
Re: ফটোশপ এক্সপার্টরা সাহায্য করেন চুল সিলেক্ট করার ব্যাপারে (জরুরী)
Re: ফটোশপ এক্সপার্টরা সাহায্য করেন চুল সিলেক্ট করার ব্যাপারে (জরুরী)
শিমূল ভাইকে এবং তিতাস ভাইকে ধন্যবাদ।
দেখি কি করা যায়, পরীক্ষার মধ্যে বেশি সময়ও পাচ্ছি না ঘাটাঘাটি করার।
এক বায়ার এর কাজে এরকম একটা প্রজেক্টে ৪০ জনের অধিক লোককে ইন্টারভিউ নিয়েও বায়ার কাউকে কাজ দিতে পারছেন না, যদি দ্রুত শিখতে পারি তাইলে ভাল কিছু ইনকাম হবে
@তিাতস: ব্যাপারটা শিখা খুবই দরকার। আমি ভালভাবে সফল হলে আপনাকে জানাব ইনশাল্লাহ।