টপিকঃ পরিচিতিমূলক পোস্ট: শামীম
আসসালামুআলাইকুম। সামহোয়্যারইন ব্লগে এটার খবর দেখে এসে যোগ দিলাম। আশা করি এটা খুব কাজের একটা যোগাযোগমাধ্যম হবে। সবার প্রতি আমার শুভেচ্ছা রইল ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » পরিচিতিমূলক পোস্ট: শামীম
আসসালামুআলাইকুম। সামহোয়্যারইন ব্লগে এটার খবর দেখে এসে যোগ দিলাম। আশা করি এটা খুব কাজের একটা যোগাযোগমাধ্যম হবে। সবার প্রতি আমার শুভেচ্ছা রইল ।
বুঝলাম, অভ্যর্থনা জানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে!
শামীম আপনাকে স্বাগতম। দেরি হওয়ার জন্য দু:খিত। আসলে ফোরামের ইম্প্রুভমেন্টস নিয়ে ব্যস্ত থাকায় পোস্টগুলো ঠিকমত পড়তে পারছি না।
আর অভ্যর্থনার দ্বায়িত্ব আপনি নিলেতো আমার জন্যই সবচেয়ে ভাল হয়
ওয়ালাইকুম আস্সালাম। স্বাগতম শামীম ভাই। আপনার প্রতিও শুভেচ্ছা রইল।:)
আমার পরিচয় দেয়া হয়নি।
আমি একজন ছাত্র । বর্তমানে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল বিষয়ে (এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং) পি.এইচ.ডি (PhD = Permanently Head Damaged) করছি। ইতিপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি, যথাক্রমে পুরকৌশল এবং পুর ও পরিবেশ প্রকৌশল বিষয়ে।
ব্যক্তিগত জীবনে বিবাহিত। পোলাপানের বাপ হই নাই এখনো ।
Permanently Head Damaged=PhD ???? জটিল Elaboration
শামীম ভাই,
আসেন কোলাকুলি করি,
স্নাকত্তোর টা বাদ দিয়ে.... পি,এইচ,ডি এর জায়গায় এম,বি,এ বসায়ে দিলেই পড়াশুনার রেকর্ড একরকম
কোলাকুলি.... কোলাকুলি.... কোলাকুলি...
আপনি কোন ব্যাচ?... আমি 92 (HSC)
আরে, ৯৯ ব্যাচের সিএসই এর অনেকেই আমার কাছে প্রোগ্রামিং শিখেছে, আর আমার চাচাতো ভাই (ইমরান) ঐ ব্যাচের ছাত্র ছিলো। এখন ঐ ব্যাচের ৩ জন আমার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে।
বাহ বাহ,
ইমরান দ্যা প্রোগ্রামার ???
ওর বাবা তো বুয়েটে সিভিল এর টীচার.....
তার মানে আপনি আমার স্যার এর ভাতিজা ?? খেক খেক..
আমাদের ব্যাচ এর কারা কারা আছে আপনার বিশ্ববিদ্যালয়ে ? ওরা পি এইচ ডি করছে ? নাকি মাস্টার্স ???
ইমরানের বাবা মানে আমার চাচা একজন চিকিৎসক। কাজেই আপনি সম্ভবত আরেকজনের সাথে গুলিয়ে ফেলেছেন। ৯৯ ব্যাচের আরেকজন, নাসার বাবা ডঃ রউফ বুয়েটের সিভিলের টিচার।
৯৯ ব্যাচের তিনজন আছে, সিএসই'র। প্রিন্স, ইমরান, সোনিয়া। ব্যাস। এরা তিনজনেই পিএইচডিতে ভর্তি হয়েছে গত আগস্ট থেকে।
ওহহো, বিগ মিসটেক....
হা গুলায়ে ফেলছিলাম.....
প্রোগ্রামার হল নাসা ...
ইমরান কেও আমি চিনি, ও তো ক্লাস এ অনেকদিন ফার্স্ট বয় ছিল মনে হয়... গার্লফ্রেন্ড এর নাম সো.......
এইবার ঠিক হল ???
নাকি আবারো গুলায়ে ফেল্লাম........
আলবাট্রস ... ব্যাপার না.... একসময় আমার বয়সও কম ছিল.... এখন তো আধবুড়া!!
আমার দারুন মন খারাপ!
কোলাকুলি করতে পারতাছিনা, -এই জন্যে।
এতো সব পিএইচডি, ডিএইচপি আমার চারদিকে আবস্থান নিছে। আমার আবস্থাটা ভাবেন ভাইরা। একেবারে চিমসাইয়া গেছি। আমি হালা মেট্রিক ফেইল কইরা দুবাই আইসা বাথরুম ক্লিন করতাছি।
ওঁ ও ও হো আ আ আ (কান্না)!!!
দুষ্টামি করে না.. মাসুদ করিম ভাই। আপনি কম্পু লাইনের লোক বলেই আমার ধারণা।
ময়লা পরিষ্কারের কাজ তো আমি করি (পেশাদার বলে কথা!!)। লোকজন হা করে আমাকে দেখে ..... কারণ ঢাকার মিরপুরে ভাড়া-বাসার সামনের রাস্তার ড্রেনটা খুবই মনোযোগ দিয়ে পর্যবেক্ষন রত ছিলাম।
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » পরিচিতিমূলক পোস্ট: শামীম
০.০৪৯৪৭৪৯৫৪৬০৫১০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.৮২৬৬৪০৫২৮৫৪৫ টি কোয়েরী চলেছে