টপিকঃ লিনাক্স প্রেম কাহিনীঃ আর কতটা পথ হাটলে পাব তোমার দেখা?

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স প্রেম কাহিনীঃ আর কতটা পথ হাটলে পাব তোমার দেখা?
আপাতত এটা দিয়ে মন্তব্য করলাম।
'বাবর' ম্যাজিশিয়ান ই আমাকে লিনাক্স মিন্ট জুলিয়া নামক এক জাদুর বস্তুকে একদিন আমার হাতে দিয়েছিলেন। এটি দিল আমাকে মুক্তির এক অন্যরকম অনুভূতি। একে সবার মাঝে ছড়িয়ে দিতে কোনো সময়ই কার্পণ্য করিনি। আমার যে বন্ধুটি এক সময় লিনাক্স তো দূরে থাক উইন্ডোজেরই যে অনেক ভার্সন আছে তাই জানত না, আর সবসময় ভাইরাসের ভয়ে ভীত থাকত সেও আজ লিনাক্সে পেয়েছে মুক্তির স্বাদ। From Freedom Came Elegance... (ফেসবুকে পূর্ব প্রকাশিত।)
কেন জানি আমার কাছে লিনাক্সই ভাল লাগে। এবং তার কারন হচ্ছে আমার প্রয়োজনীয় সকল কাজই আমি লিনাক্স এ করতে পারি। আমি আমার কয়েকজন বন্ধুকেও সম্পুর্ন রুপে লিনাক্সে কনভার্ট করতে পেরেছি।তাই আমার কাছে লিনাক্সই সেরা।
সেন্ট ওএস লিনাক্স ইন্সটল করেছি ২ মাস আগে। আজও জেনেরিক ইউএসবি এজ মডেমটি কানেক্ট করতে পারলাম না। এনি আইডিয়া?
ভাইরে কি লেখাটা দিলেন । ৫মাস আগে আমার গার্লফ্রেন্ড কে ঘরে আনলাম । ইসাডোরা নামক এক পোশাকে। এরপর আমার স্মৃতির সমস্ত তথ্য একেবারে মুছে দিলেও আমি নিরাশ হই নাই । এরপর শুধু মাথা খারাপ করার বিভিন্ন কাজ এবং প্রতিজ্ঞাবদ্ধ হলাম লিনাক্স দিয়ে সব কাজ করবই । এখন লিনাক্সেই আছি
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স প্রেম কাহিনীঃ আর কতটা পথ হাটলে পাব তোমার দেখা?
০.০৪৬০০০৯৫৭৪৮৯০১৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৮.২৮৩৬৮৫১৬৯৬৩৬ টি কোয়েরী চলেছে