টপিকঃ মাইক্রোসফট অফিসের ম্যাক্রো সুবিধাটি বাংলায় কাজ করছে না
জেনুইন উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি-তে মাইক্রোসফট অফিস ২০১০ সাথে অভ্র ৫.১.০.০ ভার্সন ব্যবহার করছি। কিন্তু এক্সেলে ম্যাক্রো অপশনটি বাংলায় ব্যবহার করতে পারছি না।
বাংলা অক্ষর তো নয়ই, বাংলা সংখ্যা বা অঙ্কের ক্ষেত্রেও ম্যাক্রো কাজ করছে না। ম্যাক্রো রেকর্ড করার পর রান করাতে গেলে বাংলা অক্ষর বা সংখ্যা প্রশ্নবোধক চিহ্নের আকার নিচ্ছে। কিন্তু ইংরেজিতে সবকিছু ঠিকই হচ্ছে।
এর কোন প্রতিকার আছে কি?