সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১৩-০৩-২০১১ ০১:০৬)

টপিকঃ বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (১৩-০৩-২০১১ ২২:০৪)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৪-০৩-২০১১ ২৩:৫২)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

এদের মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বেতন দেয়া হয় কি সব মিলিয়ে ৫৮ রান করার জন্য ?

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

ফুটবলে ব্রাজিলের সাথে খেলা হলে বাংলাদেশ কয়টা গোল খাবে সেটার হিসাব আছে কি ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (০৫-০৩-২০১১ ০০:৪৮)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা উচিৎ। হার এর একটা সিস্টেম থাকে তাই বলে ৫৮ রানে অল আউই!!!!! hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull hairpull

এই গরমে স্বাক্ষর আর কি দিমু........

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

১০

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

১১

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

একটা সময় ছিল যখন বাংলাদেশ ১০০ পার করতেই হিমশিম খেত । এখন দিন বদলেছে । বাংলাদেশ প্রায় প্রত্যেক ম্যাচ এ ২০০ এর অধিক রান করেই ঘরে ফেরে  । মাত্র একদিন খারাপ খেলার পরেই যদি বাংলাদেশের টেস্ট স্টেটাস কেড়ে নেয়া হয় তাহলে আমি বলবো একদিন ক্লাসে ফেইল করেছিলাম বলেই আমার পড়ালেখা ছেড়ে দেয়া উচিত ছিল । কিন্তু দুর্ভাগ্যবশত আমি অঙ্কে বহুবার ফেইল করিয়াও এস,এস,সি তে ঠিকি এ+ পেয়েছিলাম । তখন থেকেই আমার মনের ভেতর একটা জিনিস কাজ করত অতীত থেকে শিক্ষা লয়িয়া ভবিষ্যতে কাজে লাগাও । এর পিছনে যেই কারন ছিল বহুবার অঙ্কে ফেইল করিয়াও আমার আব্বু- আম্মু আমায় বলেছিল " ঠিক আছে , এটা ব্যপার নয় , পরের বার ভাল করবে" কিন্তু দেখা যেত পরের বারও আমি অঙ্কে ফেইল করিয়াছিলাম... কিন্তু একটা সময় ঠিকি আমি নিজেকে শুধরে নিয়েছি । ঠিক তেমনি আপনার এই টপিক পরে আমার এরকম অনুভুতি আসিতেছে । প্রথমে আমরা তাদের মাথায় তুলি ... তারপর সময় বুঝে আছাড় মারি । একবার চিন্তা করিয়া যদি দেখিতেন ...তাদের পুর্বের পারফরমেন্স কিন্তু ভালই । সাকিবের ভুমিকাতেই কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছি । এই সাকিব কে আমি কোন দিন সাংবাদিকদের সামনে গোমড়া মুখে দেখিনি । আজকে তাকে দেখার পরেই মনটা খারাপ হয়ে গেছে । যতই হোক আমাদেরই ক্যাপ্টেন ... তাদের পাশে যদি আমরা না থাকি তাহলে  থাকবে কে ?? একদিন খারাপ করেছে আরেকদিন খুবি ভালো করবে । খেলাতে হার জিত থাকবেই । এইভাবে যদি তাদের কে মানসিক ভাবে বিপর্যস্ত করেন তাহলে কি ভাবে হবে ?? আজকে হেরেছে কাল প্রতিশোধ নিবে । তবে এটা বলা যায় ৫৮ রানে আউট হওয়া টা আসলেই কিছুটা লজ্জার ব্যাপার । এখন হয়ে গেলে তো আর কিছু করার নাই ।

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৫-০৩-২০১১ ০৩:৫৬)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন শ্রাবন (০৫-০৩-২০১১ ০৩:৫৬)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

১৪

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

কেড়ে নেওয়া হোক!!
আমার মত:
আগামী ৩ ম্যাচের মধ্যে ২টা ম্যাচ অন্তত বাংলাদেশকে জিততেই হবে। তা না হলে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়া উচিৎ।

১৫

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

আমি দূষব আমাদের প্রাণের সাকিব খানকে এবং কোচকে। মূলত এদের কারণেই ভরা ডুবি। এছাড়া ক্রিকেটের মধ্যে রাজনৈতিক অনেক ব্যাপার থাকাতে সেই বিসিবি প্রধান এরও পদত্যাগ করা উচিত। এ ব্যর্থতার জন্য শুধু খেলোয়াররাই দায়ী না।

আর যারা ধৈর্য্য ধারণ করতে বলছেন তাদের উদ্দেশ্যে বলছি-

টেস্ট স্ট্যাটাস পেয়েছে প্রায় ১১ বছর। এই ১১ বছরে আমাদের অর্জন খুবই সামান্য। বড় দলগুলোকে হারিয়েছি আমি এখন সেটাকে অঘটন বলব। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছি কারণ সেখানে জিম্বাবুয়ের ভাল অনেক প্লেয়ার ছিল না। ওয়েস্ট ইন্ডিজকে সাদা ধোলাই করেছি কারণ তখন ওদের টিম ছিল কানাডার চেয়েও খারাপ একটা টিম।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালই খেলেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাজে খেলেছে যদিও আমরা জিতেছি। আর সর্বশেষ ম্যাচের কথা নাই বা বললাম।

একজন ক্রিকেটার প্রতি মাসে সরকারের কাছ থেকে কি কি পায়? সরকার এগুলো কোথা থেকে দেয়? আপনার আমার পকেটের টাকা থেকেই তো দেয়। তাহলে কি তাদের কোন কর্তব্য নেই? সাকিবকে অধিনায়ক হিসেবে কখনো আমার পছন্দ না, ঠিক তেমনি আশরাফুলকে আগে ভাল লাগত এখন লাগে না। বাংলাদেশের খেলোয়ারদের একটা সমস্যা হল প্রথম এদের ব্যবহার মধুর মত হয় কিন্তু যখন একটু নাম ডাক হয় তখন ভাবে আমি কি হনু রে। নিজের খেয়াল খুশি মত খেলতে আরম্ভ করে আর ফলাফল বাজে শটে আউট। এখনো মনে হয় এরা খেলাই শিখতে পারেনি। এর থেকে এইরকম টাকা যদি জিম্বাবুয়ের খেলোয়ার বা আয়ারল্যান্ডের খেলোয়ারদের পিছনে ঢালা হয় ওরা ঢের ভাল খেলবে।

১৬

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

একটা সু্যোজ দেন !!!!!!

সবার নিকট থেকে শিখতে চাই,অবশ্যই ভাল কিছু........

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (০৫-০৩-২০১১ ১৮:৪৪)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

১৮

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

১৯

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

হারুক জিতুক আমি বাংলাদেশ কেই সাপোর্ট করে জাবো.. আল্লাহ এর রহমতে একদিন বাংলাদেশ বিস্বকাপ ছিনিয়ে আনবেই তখন দেখবো কে কেমন মনভাব প্রকাশ করেন ।  thumbs_down

নাবালক'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত