Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
একদিন বাংলাদেশ বিশ্বকাপ ছিনিয়ে আনবেই তখন দেখবো কে কেমন মনোভাব প্রকাশ করেন ।
তখন এই পাবলিকেরাই প্যান্ট খুলে নাচবে
দেখেন পোলাপান বসে বসে নিচের আকাম করেছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
একদিন বাংলাদেশ বিশ্বকাপ ছিনিয়ে আনবেই তখন দেখবো কে কেমন মনোভাব প্রকাশ করেন ।
তখন এই পাবলিকেরাই প্যান্ট খুলে নাচবে
দেখেন পোলাপান বসে বসে নিচের আকাম করেছে
না না কিছুতেই না...............।
এটা কোন কথা হইল
এক খেলায় হারছে দেইখা এই শাস্তি দিতে হইব.........।
বাংলাদেশ ক্রিকেট টিম একদিন আপনাদের দেখাইয়া দিবে,ইনশাল্লাহ..................
@শীতল৬৯ ভাইঃ আপ্নার লেখা কিছু তথ্য নিয়ে এই সম্পর্কে বিস্তারিত একটা পোস্ট লিখলাম। বাংলাদেশী ক্রিকেট ভক্তদের কাছে খোলাচিঠি।
মিঃ রাব্বি আপনি নিশ্চই গেদা বাচ্চা না তাই পাগলের প্রলাম বকা বন্ধ করুন, দেশের বিরুদ্ধে *** করতে আপনার একটুও খারাপ লাগল না?
বাংলাদেশ দল একটা এক্সিডেন্ট করেছে আর তার বিরুদ্দে কথা বলতে হবে। মানসিকতা পরিবর্তন করুন, আপনার প্রায় টপিকগুলোতেই দেখি কিছু আজাইরা যুক্তি দিতে, যেগুলো ফোর বা ফাইবের বাচ্চাদের দিলে মানায়।
ধন্যবাদ ভাল থাকবেন, আশাকরি ধেয্যশীল হবে এবং সুসময়ে নয় দুঃসময়েও বাংলাদেশ দলের পাশে থাকবেন।
কালকে বাংলাদেশ পারফরম্যান্স দেখেই টি-২০ ওয়ার্ল্ড এর কথা মনে পড়ল যেখানে তারা প্র্যাকটিস না করে দাওয়াত খেয়ে ছিল এবং শপিং করেছিল। এদেরকে এই অভ্যাসগুলা ত্যাগ করতে হবে। মনে করছে আয়ারল্যান্ডকে হারিয়ে সব ম্যাচ ওরা জিতবে। এমনিতেই বিদেশে এদের ভাল দুর্নাম আছে।
ঢাকা, ৫ মার্চ : ক্রিকেট খেলোয়াড়দের বহনকারী বাসে ঢিল মারার অভিযোগে গ্রেফতারকৃত ৩৮ তরুণের মধ্যে ১০ জনের দুইশ’ টাকা জরিমানা ও বাকিদের জামিন দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটনের চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করলে ম্যাজিস্ট্রেট একে আজাদ এ নির্দেশ দেন।
মিরপুর থানায় দায়েরকৃত ১৪৩ এবং ৪২৭ ধারার মামলাটিতে আটককৃত ২৮ যুবককে জামিন দিয়েছেন আদালত।
অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের বহনকারী বাসে ঢিল মারার অভিযোগে করা মামলায় আটককৃত ১০ জনকে অধর্তব্য মামলা হিসেবে প্রত্যেককে দুইশ’ টাকা জরিমানা করেছেন আদালত।
আমি দূষব আমাদের প্রাণের সাকিব খানকে এবং কোচকে। মূলত এদের কারণেই ভরা ডুবি। এছাড়া ক্রিকেটের মধ্যে রাজনৈতিক অনেক ব্যাপার থাকাতে সেই বিসিবি প্রধান এরও পদত্যাগ করা উচিত। এ ব্যর্থতার জন্য শুধু খেলোয়াররাই দায়ী না।
আর যারা ধৈর্য্য ধারণ করতে বলছেন তাদের উদ্দেশ্যে বলছি-
টেস্ট স্ট্যাটাস পেয়েছে প্রায় ১১ বছর। এই ১১ বছরে আমাদের অর্জন খুবই সামান্য। বড় দলগুলোকে হারিয়েছি আমি এখন সেটাকে অঘটন বলব। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছি কারণ সেখানে জিম্বাবুয়ের ভাল অনেক প্লেয়ার ছিল না। ওয়েস্ট ইন্ডিজকে সাদা ধোলাই করেছি কারণ তখন ওদের টিম ছিল কানাডার চেয়েও খারাপ একটা টিম।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালই খেলেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাজে খেলেছে যদিও আমরা জিতেছি। আর সর্বশেষ ম্যাচের কথা নাই বা বললাম।একজন ক্রিকেটার প্রতি মাসে সরকারের কাছ থেকে কি কি পায়? সরকার এগুলো কোথা থেকে দেয়? আপনার আমার পকেটের টাকা থেকেই তো দেয়। তাহলে কি তাদের কোন কর্তব্য নেই? সাকিবকে অধিনায়ক হিসেবে কখনো আমার পছন্দ না, ঠিক তেমনি আশরাফুলকে আগে ভাল লাগত এখন লাগে না। বাংলাদেশের খেলোয়ারদের একটা সমস্যা হল প্রথম এদের ব্যবহার মধুর মত হয় কিন্তু যখন একটু নাম ডাক হয় তখন ভাবে আমি কি হনু রে। নিজের খেয়াল খুশি মত খেলতে আরম্ভ করে আর ফলাফল বাজে শটে আউট। এখনো মনে হয় এরা খেলাই শিখতে পারেনি। এর থেকে এইরকম টাকা যদি জিম্বাবুয়ের খেলোয়ার বা আয়ারল্যান্ডের খেলোয়ারদের পিছনে ঢালা হয় ওরা ঢের ভাল খেলবে।
আসুন , আপনি , আমি আরো ধৈর্য্য ধারন করি। যদি বলি বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না তাহলে হয়ে যায় দেশ বিরোধী কথা। বলা হচ্ছে বাংলাদেশ যদি ১৯৯৯ সালে শুধু পাকিস্তান কে হারিয়ে টেষ্ট স্ট্যাটাস পেতে পারে তবে কেন আয়ারল্যান্ডকে এখনো টেষ্ট স্ট্যাটাস দেয়া হচ্ছে না ? তারা পাকিস্তান, ইংল্যান্ড সহ আরো দলকে হারিয়েছে। ২০০৭ সালে একবার আয়ারল্যান্ড আবেদন করেছিল তবে ভারতের বিসিসিআই এর ভোট পায় নি তাই দেয়া হয় নি । এই বিসিসিআই এর ভোটের কারনেই বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস পাওয়া অনেক সহজ হয়ে গিয়েছিল। নিজেদের দল তাই বলে সত্যকে মানবো না এটা কোন ধরনের কথা! বিশ্বের কাছে নিজেদের হাসির পাএ হিসেবে দেখতে কার ভালো লাগে ?
আসুন , আপনি , আমি আরো ধৈর্য্য ধারন করি। যদি বলি বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না তাহলে হয়ে যায় দেশ বিরোধী কথা। বলা হচ্ছে বাংলাদেশ যদি ১৯৯৯ সালে শুধু পাকিস্তান কে হারিয়ে টেষ্ট স্ট্যাটাস পেতে পারে তবে কেন আয়ারল্যান্ডকে এখনো টেষ্ট স্ট্যাটাস দেয়া হচ্ছে না ? তারা পাকিস্তান, ইংল্যান্ড সহ আরো দলকে হারিয়েছে। ২০০৭ সালে একবার আয়ারল্যান্ড আবেদন করেছিল তবে ভারতের বিসিসিআই এর ভোট পায় নি তাই দেয়া হয় নি । এই বিসিসিআই এর ভোটের কারনেই বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস পাওয়া অনেক সহজ হয়ে গিয়েছিল। নিজেদের দল তাই বলে সত্যকে মানবো না এটা কোন ধরনের কথা! বিশ্বের কাছে নিজেদের হাসির পাএ হিসেবে দেখতে কার ভালো লাগে ?
টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার মত কোন ঘটনা ঘটছে বলে আমার মনে নাই। তাহলে যেদিন অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হারল সেদিনই কেড়ে নেয়া উচিত ছিল। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস শুধু খেলার জন্য পায় নাই। সেই সাথে আমাদের মত ভক্ত + দর্শকদের সাপোর্টের জন্যও পেয়েছে। কিন্তু কিছু তথাকথিত সাপোর্টারদের জন্য আইসিসি কেড়ে নিলেও আমি অবাক হব না। ক্রিকেট খেলে খুব কম দেশ। আমি অস্ট্রেলিয়ায় দেখেছি। অস্ট্রেলিয়া খেলছে কিন্তু ওদের কোন মাথা ব্যাথা নাই। এমন কি কেউ জানেও না। কিন্তু ফুটবলে আবার দেখি সবাই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে। এরপরেও অস্ট্রেলিয়া ৪বার বিশ্বকাপ বিজয়ী দল। আইসিসি চাচ্ছে ক্রিকেট যেন আরো বেশী দেশে খেলে সেই হিসেবে বাংলাদেশ অনেক ভাল খেলে এবং খেলছে। ২/৩টা ম্যাচ হারার জন্য টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার মত কোন ঘটনা নয়। আমাদের দেশের সাপোর্টারদের উম্মাদনা (অরিজিন্যাল সাপোর্টার) আর কোন দেশে আছে? এশিয়া মহাদেশ ছাড়া এইরকম সাপোর্টার সারা বিশ্বে পাবেন না।
Rabbi লিখেছেন:আসুন , আপনি , আমি আরো ধৈর্য্য ধারন করি। যদি বলি বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না তাহলে হয়ে যায় দেশ বিরোধী কথা। বলা হচ্ছে বাংলাদেশ যদি ১৯৯৯ সালে শুধু পাকিস্তান কে হারিয়ে টেষ্ট স্ট্যাটাস পেতে পারে তবে কেন আয়ারল্যান্ডকে এখনো টেষ্ট স্ট্যাটাস দেয়া হচ্ছে না ? তারা পাকিস্তান, ইংল্যান্ড সহ আরো দলকে হারিয়েছে। ২০০৭ সালে একবার আয়ারল্যান্ড আবেদন করেছিল তবে ভারতের বিসিসিআই এর ভোট পায় নি তাই দেয়া হয় নি । এই বিসিসিআই এর ভোটের কারনেই বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস পাওয়া অনেক সহজ হয়ে গিয়েছিল। নিজেদের দল তাই বলে সত্যকে মানবো না এটা কোন ধরনের কথা! বিশ্বের কাছে নিজেদের হাসির পাএ হিসেবে দেখতে কার ভালো লাগে ?
টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার মত কোন ঘটনা ঘটছে বলে আমার মনে নাই। তাহলে যেদিন অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হারল সেদিনই কেড়ে নেয়া উচিত ছিল। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস শুধু খেলার জন্য পায় নাই। সেই সাথে আমাদের মত ভক্ত + দর্শকদের সাপোর্টের জন্যও পেয়েছে। কিন্তু কিছু তথাকথিত সাপোর্টারদের জন্য আইসিসি কেড়ে নিলেও আমি অবাক হব না। ক্রিকেট খেলে খুব কম দেশ। আমি অস্ট্রেলিয়ায় দেখেছি। অস্ট্রেলিয়া খেলছে কিন্তু ওদের কোন মাথা ব্যাথা নাই। এমন কি কেউ জানেও না। কিন্তু ফুটবলে আবার দেখি সবাই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে। এরপরেও অস্ট্রেলিয়া ৪বার বিশ্বকাপ বিজয়ী দল। আইসিসি চাচ্ছে ক্রিকেট যেন আরো বেশী দেশে খেলে সেই হিসেবে বাংলাদেশ অনেক ভাল খেলে এবং খেলছে। ২/৩টা ম্যাচ হারার জন্য টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার মত কোন ঘটনা নয়। আমাদের দেশের সাপোর্টারদের উম্মাদনা (অরিজিন্যাল সাপোর্টার) আর কোন দেশে আছে? এশিয়া মহাদেশ ছাড়া এইরকম সাপোর্টার সারা বিশ্বে পাবেন না।
টেস্ট স্ট্যাটাস বাতিল না করলেও কয়েক বছরের জন্য স্থগিত করা উচিত যাতে ODI তে আরো মনোযোগ দিতে পারে।
ভাই রাব্বি আপনি কেন বাচ্চাদের মত করছেন?
আপনার কমেন্ট পড়ে আমার শুধু হাসি পাচ্ছে!
এটা এখন সময়ের দাবী। ১৬ কোটি বাঙ্গালীর প্রানের দাবী। হারবি ভালো কথা । তাই বলে এই ভাবে।
আশরাফুলকে জাতীয় দল থেকে বিতাড়িত ও কোচ সিডন্সকে দেশ থেকে বিতাড়িত করা হোক।
আপনি অবশ্যই আপনার দাবি জানাতে পারেন তবে একটু ভেবে অন্যদেরকে আপনার দাবিটির সাথে জড়াবেন, আর না জড়ালেই ভাল। কোন ভাবেই এইটা ১৬ কোটি মানুষের দাবি নয়, অন্তত পক্ষে আমিতো আপনার দাবির সাথে নেই বরং আমি আপনার দাবিটির উলটো সাইডেই আছি।
বাংলাদেশ দল ও আশরাফুল/সিডন্স এমন কিছু করেন নাই যে তাদের কে বিতারিত করতে হবে। প্রতিটি খেলায় ভাল খেলতে হবে এমন কোনই কথা নেই, খারাপ সময় সবার আসে, আমাদের টিমটার খারাপ সময় আগেও গেছে গতকাল্টাও ছিল অমনি একটা দিন এবং খারাপ সময় থেকে তারা ভাল ভাবেই বেড়িয়ে এসেছে। খেলার মধ্যে এমন কোন শর্ত নেই যে আপনি খারাপ খেলতে পারবেন না! ভাল খেল্লে মাথায় তুলে নাচবেন আর খারাপ খেল্লে দেশ থেকে বিতারিত করার দাবি তুলবেন এই এটিটিউডটা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।
ভাই দল হারুক জিতুক সব সময় পাশে আসি। কিন্তু দৃড় ভাবে বিশ্বাষ করি এশিয়ায় টেষ্ট প্লেয়িং কান্ট্রি বাড়ানোর জন্যই ডালমিয়ার সময় বাংলাদেশকে টেষ্ট স্ট্যাটাস দেওয়া হয়েছিল যা আমাদের জন্য ভাল সিদ্ধান্ত ছিল না
। অন্তত ২০০৬/২০০৭ সালের দিকে পেতে পারত। এ কারনেই একসময় বাংলাদেশ নিয়ে কম তামাশা হয় নাই। এক এক দল ব্যাটিং এ আসত আর ইনজুরড না হয়েই রিটায়ার্ড করে ফিরে এসে পরের ব্যাটসম্যানকে ব্যাটিং এর সুযোগ দিত
আমাদের বেশিরভাগ ব্যাটসম্যানদের মান এখনো অন্যান্য টেষ্ট প্লেয়িং দেশের মানের সমান নয়। আগের জিম্বাবুয়েতে অনেক সেরা ব্যাটসম্যান ছিলেন। আমাদের তামিম,সাকিব ছাড়া সেই মানের কেউই নেই। সেই কারনেই বেশিরভাগ স্মরনীয় জয় লো স্কোরিং ম্যাচে বোলারদের কল্যানে...
সাকিব আমার দেখা সেরা বাংলাদেশী ক্যাপ্টেন। নিজেকে সে বারবার প্রমাণ করেছে। পুরো খেলায় সাকিবের আউটটায় সবচেয়ে যুক্তিসঙ্গত! সুলেমান বেন এর সবচেয়ে টার্ন খাওয়া বলটিতে যেকোন বাঘা বাঘা প্লেয়ারও মিস করতে পারত।
সহমত ! এইবারের মত মাফ করে দেন । আরে আমাদের নিজদের দল । নিচে একটা ছবি দিলাম । আমার দুই বান্ধবি সাকিব এর সাথে আজ দেখা করে এসেছে । মানসিক সান্তনা দিয়ে এসেছে । ভালো কথা, সাকিব কিন্তু আমার ক্লাস মেট । মানে ও আমাদের সাথেই পড়তেছে ।
Rabbi লিখেছেন:এটা এখন সময়ের দাবী। ১৬ কোটি বাঙ্গালীর প্রানের দাবী। হারবি ভালো কথা । তাই বলে এই ভাবে।
আশরাফুলকে জাতীয় দল থেকে বিতাড়িত ও কোচ সিডন্সকে দেশ থেকে বিতাড়িত করা হোক।
আপনি অবশ্যই আপনার দাবি জানাতে পারেন তবে একটু ভেবে অন্যদেরকে আপনার দাবিটির সাথে জড়াবেন, আর না জড়ালেই ভাল। কোন ভাবেই এইটা ১৬ কোটি মানুষের দাবি নয়, অন্তত পক্ষে আমিতো আপনার দাবির সাথে নেই বরং আমি আপনার দাবিটির উলটো সাইডেই আছি।
বাংলাদেশ দল ও আশরাফুল/সিডন্স এমন কিছু করেন নাই যে তাদের কে বিতারিত করতে হবে। প্রতিটি খেলায় ভাল খেলতে হবে এমন কোনই কথা নেই, খারাপ সময় সবার আসে, আমাদের টিমটার খারাপ সময় আগেও গেছে গতকাল্টাও ছিল অমনি একটা দিন এবং খারাপ সময় থেকে তারা ভাল ভাবেই বেড়িয়ে এসেছে। খেলার মধ্যে এমন কোন শর্ত নেই যে আপনি খারাপ খেলতে পারবেন না! ভাল খেল্লে মাথায় তুলে নাচবেন আর খারাপ খেল্লে দেশ থেকে বিতারিত করার দাবি তুলবেন এই এটিটিউডটা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।
১৬ কোটি বাঙ্গালীর প্রানের দাবী বলাটা exaggerated হয়ে গেছে। exaggerated না হয়ে উপায় কি ? করবে ৫৮ রান আর মুখে বলবে বড় বড় কথা।
আগামী ম্যাচগুলো ভাল করুক। এটাই আশা।
টেট্রাহোস্ট লিখেছেন:আপনি অবশ্যই আপনার দাবি জানাতে পারেন তবে একটু ভেবে অন্যদেরকে আপনার দাবিটির সাথে জড়াবেন, আর না জড়ালেই ভাল। কোন ভাবেই এইটা ১৬ কোটি মানুষের দাবি নয়, অন্তত পক্ষে আমিতো আপনার দাবির সাথে নেই বরং আমি আপনার দাবিটির উলটো সাইডেই আছি।
বাংলাদেশ দল ও আশরাফুল/সিডন্স এমন কিছু করেন নাই যে তাদের কে বিতারিত করতে হবে। প্রতিটি খেলায় ভাল খেলতে হবে এমন কোনই কথা নেই, খারাপ সময় সবার আসে, আমাদের টিমটার খারাপ সময় আগেও গেছে গতকাল্টাও ছিল অমনি একটা দিন এবং খারাপ সময় থেকে তারা ভাল ভাবেই বেড়িয়ে এসেছে। খেলার মধ্যে এমন কোন শর্ত নেই যে আপনি খারাপ খেলতে পারবেন না! ভাল খেল্লে মাথায় তুলে নাচবেন আর খারাপ খেল্লে দেশ থেকে বিতারিত করার দাবি তুলবেন এই এটিটিউডটা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।
১৬ কোটি বাঙ্গালীর প্রানের দাবী বলাটা exaggerated হয়ে গেছে। exaggerated না হয়ে উপায় কি ? করবে ৫৮ রান আর বলবে মুখে বলবে বড় বড় কথা।
রাব্বি, খেলাটা অবশ্যই অনেক খারাপ হয়েছে, দলের প্রতি অভিমান হতেই পারে...এইটা যেন আক্রোশে রুপান্তরিত না হয়...আল্টিমেটলি এরাইতো খেলবে এবং ভাল খেলবে যা আমাদের জন্য আরো একটি উৎসবের মুহূর্ত এনে দিবে। বি পসিটিভ ম্যান
আমার কাছে যেটা মনে হয়, এবারে মানুষ আহত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের কারণে নয়, বরং বাজেভাবে ব্যাটসম্যানরা নিজেদেরকে উপস্থাপনের কারণে। ভারতের বিরূদ্ধে বাংলাদেশ অনেক রানের ব্যবধানে হেরেছিল। কিন্তু মানুষ ওই হারকেও হৃষ্টচিত্তে মেনে নিয়েছিল। কারণ, ওখানে পজিটিভ এপ্রোচ ছিল, লড়িয়ে মনোভাব ছিল।
শুক্রবার। মানুষ অনেক বড় মুখ করে স্টেডিয়ামে গিয়েছিল, টিভির সামনে বসেছিলেন চুল পাকা বৃদ্ধ-গৃহিনী-বাচ্চা বড় আশা নিয়ে। অফিসের রাশভারী স্বভাবের বসটিও শিশুর মত হয়ে গিয়েছিলেন, আগের দিন সবাইকে বলে বেড়িয়েছেন- দ্যাখো, টিকেট ম্যানেজ করেছি। কালকে বাংলাদেশ দলের খেলা দেখতে যাবো। সবাই কত্তো আশা নিয়ে কালকে একটা উৎসব আমেজ নিয়ে তাকিয়েছিল আমাদের খেলোয়াড়দের পানে।
আমাদের মসজিদের মুয়াজ্জিনকে সবসময় দেখি বাংলাদেশ দলের খেলার দিন বেচারার চোখে-মুখে কেমন একটা খুশি খুশি ভাব চলে আসে, পাড়ার মামুন ভাই'র দোকানে এসে বসে থাকে কখন টিভি ছাড়বে, খেলা শুরু হবে, নিজের দেশের খেলা দেখবে।
এরকম কোটি মানুষের সমস্ত আশা-আকাংখাকে মাত্র এক-দেড় ঘন্টার ব্যবধানে পায়ে দললে মানুষের ক্যামন লাগে।
problogger99-এর মত আমিও বলবো টেস্ট খেলুড়ে কোন দেশের ব্যাটসম্যানরাই আমাদের ব্যাটসম্যানদের মত বাজেভাবে আউট হয়না, দুঃখটা ওখানেই।
তারপরেও টেস্ট স্ট্যাটাস বা বিশ্বকাপ স্ট্যাটাস থেকে বাদ দেয়ার কথা চিন্তাই করিনা। সেটা হবে আরো একটা বড় পরাজয়।
সমর্থকদের ভালোবাসার উত্তাপ যেমন উপভোগ্য, তেমনি তাদের ক্ষোভ ও অভিমানের মর্মও বুঝতে হবে সবাইকে। তবে সীমালংঘন কারোরই কাম্য নয়।
একটা ম্যাচ বাজে খেলেছে বলে ICC ম্যাচ খেলার অনুমতি তুলে নেবে না। বাংলাদেশ তো ক্রিকেটই খেলে। এটাও যদি তুলে নেওয়া হয়, তাহলে তো খুব খারাপ হবে। যাই হোক আশাকরি বাংলাদেশ ক্রিকেট টিম খুব তারাতারি নিজেদের সম্মান পুনরুদধার করতে পারবে। একটু ধৈয ধরুন।
এই টপিকে এবং এই টপিকে যারা টপিক ক্রিয়েটরের সাথে একমত পোষণ করেছিলেন তাদের সুন্দর বদনখানা আরেকবার দেখতে চাই! রাব্বি ভাইয়ের আরও কিছু মন্তব্যের জন্য ওয়েট করছি...
পৃথিবী তাকিয়ে রও... বাংলাদেশ কিভাবে কামব্যাক করতে পারে তা দেখে নাও!
ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে...
সাবাশ টাইগার্স...সাবাশ শফিউল...সাবাশ মাহমুদউল্লাহ...
ইয়েস!!!!!!!!!!!!!!!
হ্যাটস অফ শফিউল.
ওর জন্যই আজ ম্যাচ জিতলাম!
@ রাব্বি, এত সহজে এত আজেবাজে কথা বলা দয়া করে বন্ধ করুন। আচ্ছা আপনি কি বাংলাদেশের নাগরিক? যদি তাই হয়ে থাকেন তবে একটা ওনুরোধ, এত সহজে হতাশ হবেন না।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
০.১১৩৪২০০০৯৬১৩০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.১১৪৯৭১৯১১৯৩১ টি কোয়েরী চলেছে