২১ ০৫-০৩-২০১১ ১৮:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (০৫-০৩-২০১১ ১৯:০৮)
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
না না কিছুতেই না...............।
এটা কোন কথা হইল
এক খেলায় হারছে দেইখা এই শাস্তি দিতে হইব.........।
বাংলাদেশ ক্রিকেট টিম একদিন আপনাদের দেখাইয়া দিবে,ইনশাল্লাহ..................
এর জন্যই মনে হয় আমি বার বার হারি.........ঃ(
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
মিঃ রাব্বি আপনি নিশ্চই গেদা বাচ্চা না তাই পাগলের প্রলাম বকা বন্ধ করুন, দেশের বিরুদ্ধে *** করতে আপনার একটুও খারাপ লাগল না?
বাংলাদেশ দল একটা এক্সিডেন্ট করেছে আর তার বিরুদ্দে কথা বলতে হবে। মানসিকতা পরিবর্তন করুন, আপনার প্রায় টপিকগুলোতেই দেখি কিছু আজাইরা যুক্তি দিতে, যেগুলো ফোর বা ফাইবের বাচ্চাদের দিলে মানায়।
ধন্যবাদ ভাল থাকবেন, আশাকরি ধেয্যশীল হবে এবং সুসময়ে নয় দুঃসময়েও বাংলাদেশ দলের পাশে থাকবেন।
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
কালকে বাংলাদেশ পারফরম্যান্স দেখেই টি-২০ ওয়ার্ল্ড এর কথা মনে পড়ল যেখানে তারা প্র্যাকটিস না করে দাওয়াত খেয়ে ছিল এবং শপিং করেছিল। এদেরকে এই অভ্যাসগুলা ত্যাগ করতে হবে। মনে করছে আয়ারল্যান্ডকে হারিয়ে সব ম্যাচ ওরা জিতবে। এমনিতেই বিদেশে এদের ভাল দুর্নাম আছে।
২৭ ০৫-০৩-২০১১ ২১:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৫-০৩-২০১১ ২১:৪২)
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
ভাই রাব্বি আপনি কেন বাচ্চাদের মত করছেন?
আপনার কমেন্ট পড়ে আমার শুধু হাসি পাচ্ছে!
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
ভাই দল হারুক জিতুক সব সময় পাশে আসি। কিন্তু দৃড় ভাবে বিশ্বাষ করি এশিয়ায় টেষ্ট প্লেয়িং কান্ট্রি বাড়ানোর জন্যই ডালমিয়ার সময় বাংলাদেশকে টেষ্ট স্ট্যাটাস দেওয়া হয়েছিল যা আমাদের জন্য ভাল সিদ্ধান্ত ছিল না
। অন্তত ২০০৬/২০০৭ সালের দিকে পেতে পারত। এ কারনেই একসময় বাংলাদেশ নিয়ে কম তামাশা হয় নাই। এক এক দল ব্যাটিং এ আসত আর ইনজুরড না হয়েই রিটায়ার্ড করে ফিরে এসে পরের ব্যাটসম্যানকে ব্যাটিং এর সুযোগ দিত
আমাদের বেশিরভাগ ব্যাটসম্যানদের মান এখনো অন্যান্য টেষ্ট প্লেয়িং দেশের মানের সমান নয়। আগের জিম্বাবুয়েতে অনেক সেরা ব্যাটসম্যান ছিলেন। আমাদের তামিম,সাকিব ছাড়া সেই মানের কেউই নেই। সেই কারনেই বেশিরভাগ স্মরনীয় জয় লো স্কোরিং ম্যাচে বোলারদের কল্যানে...
৩৩ ০৫-০৩-২০১১ ২৩:০২ সর্বশেষ সম্পাদনা করেছেন শ্রাবন (০৫-০৩-২০১১ ২৩:০৩)
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
৩৪ ০৬-০৩-২০১১ ০০:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৬-০৩-২০১১ ০০:০৮)
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
৩৬ ০৬-০৩-২০১১ ০০:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (০৬-০৩-২০১১ ১৫:১৭)
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
আমার কাছে যেটা মনে হয়, এবারে মানুষ আহত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের কারণে নয়, বরং বাজেভাবে ব্যাটসম্যানরা নিজেদেরকে উপস্থাপনের কারণে। ভারতের বিরূদ্ধে বাংলাদেশ অনেক রানের ব্যবধানে হেরেছিল। কিন্তু মানুষ ওই হারকেও হৃষ্টচিত্তে মেনে নিয়েছিল। কারণ, ওখানে পজিটিভ এপ্রোচ ছিল, লড়িয়ে মনোভাব ছিল।
শুক্রবার। মানুষ অনেক বড় মুখ করে স্টেডিয়ামে গিয়েছিল, টিভির সামনে বসেছিলেন চুল পাকা বৃদ্ধ-গৃহিনী-বাচ্চা বড় আশা নিয়ে। অফিসের রাশভারী স্বভাবের বসটিও শিশুর মত হয়ে গিয়েছিলেন, আগের দিন সবাইকে বলে বেড়িয়েছেন- দ্যাখো, টিকেট ম্যানেজ করেছি। কালকে বাংলাদেশ দলের খেলা দেখতে যাবো। সবাই কত্তো আশা নিয়ে কালকে একটা উৎসব আমেজ নিয়ে তাকিয়েছিল আমাদের খেলোয়াড়দের পানে।
আমাদের মসজিদের মুয়াজ্জিনকে সবসময় দেখি বাংলাদেশ দলের খেলার দিন বেচারার চোখে-মুখে কেমন একটা খুশি খুশি ভাব চলে আসে, পাড়ার মামুন ভাই'র দোকানে এসে বসে থাকে কখন টিভি ছাড়বে, খেলা শুরু হবে, নিজের দেশের খেলা দেখবে।
এরকম কোটি মানুষের সমস্ত আশা-আকাংখাকে মাত্র এক-দেড় ঘন্টার ব্যবধানে পায়ে দললে মানুষের ক্যামন লাগে।
problogger99-এর মত আমিও বলবো টেস্ট খেলুড়ে কোন দেশের ব্যাটসম্যানরাই আমাদের ব্যাটসম্যানদের মত বাজেভাবে আউট হয়না, দুঃখটা ওখানেই।
তারপরেও টেস্ট স্ট্যাটাস বা বিশ্বকাপ স্ট্যাটাস থেকে বাদ দেয়ার কথা চিন্তাই করিনা। সেটা হবে আরো একটা বড় পরাজয়।
সমর্থকদের ভালোবাসার উত্তাপ যেমন উপভোগ্য, তেমনি তাদের ক্ষোভ ও অভিমানের মর্মও বুঝতে হবে সবাইকে। তবে সীমালংঘন কারোরই কাম্য নয়।
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
একটা ম্যাচ বাজে খেলেছে বলে ICC ম্যাচ খেলার অনুমতি তুলে নেবে না। বাংলাদেশ তো ক্রিকেটই খেলে। এটাও যদি তুলে নেওয়া হয়, তাহলে তো খুব খারাপ হবে। যাই হোক আশাকরি বাংলাদেশ ক্রিকেট টিম খুব তারাতারি নিজেদের সম্মান পুনরুদধার করতে পারবে। একটু ধৈয ধরুন।
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
ইয়েস!!!!!!!!!!!!!!!
হ্যাটস অফ শফিউল.
ওর জন্যই আজ ম্যাচ জিতলাম!
Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।
@ রাব্বি, এত সহজে এত আজেবাজে কথা বলা দয়া করে বন্ধ করুন। আচ্ছা আপনি কি বাংলাদেশের নাগরিক? যদি তাই হয়ে থাকেন তবে একটা ওনুরোধ, এত সহজে হতাশ হবেন না।