টপিকঃ উইন্ডোজ/লিনাক্স এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গার ব্যাপারে সাহায্য চাইছি

আমি একদিন একটি কম্পিউটারের দোকানে বসেছিলাম।
সেই সময় একজন লোক তার একটি ল্যপটপ (উইন্ডোজ সেভেন চালিত)নিয়ে এসে বললো যে, সে তার উইন্ডোজের পাসওয়ার্ড ভূলে গিয়েছে,এবং ল্যাপটপ টি দীর্ঘদিন ধরে ঐ অবস্থাতেই পড়েছিল।
তখন দোকানদার ঐ ব্যক্তির ল্যাপটপের বায়োসের ভিতরে প্রবেশ করে কি কি যেন করলো।
এর পর ঐ ব্যক্তির ল্যাপটপটির উইন্ডোজটি চালু হলো এবং পূর্বের দেয়া এডমিন পাসওয়ার্ড টি কি ছিল, তা দেখাল এবং নতুন পাসওয়ার্ড দিতে বলা হলো।
এভাবে ঐ ব্যক্তির ল্যাপটপের উইন্ডোজ এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গা হলো।
আমি এই পদ্ধতি টির বিস্তারিত জানতে চাচ্ছি।
এখানে উল্লেখ্য যে,
আমি ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ সেভেন ব্যবহার করি।
আমার পিসির মাদারবোর্ডঃIntel DG41RQ, প্রসেসর Intel Core 2 Duo 2.93 Ghz।
আমার পিসিতে কিভাবে উক্ত কাজটি করবো?
সাহায্য করুন।

Re: উইন্ডোজ/লিনাক্স এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গার ব্যাপারে সাহায্য চাইছি

Re: উইন্ডোজ/লিনাক্স এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গার ব্যাপারে সাহায্য চাইছি

Re: উইন্ডোজ/লিনাক্স এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গার ব্যাপারে সাহায্য চাইছি

ভাইয়া,
আমার কথাটি পুনরায় পড়ুন "তখন দোকানদার ঐ ব্যক্তির ল্যাপটপের বায়োসের ভিতরে প্রবেশ করে কি কি যেন করলো।
এর পর ঐ ব্যক্তির ল্যাপটপটির উইন্ডোজটি চালু হলো এবং পূর্বের দেয়া এডমিন পাসওয়ার্ড টি কি ছিল, তা দেখাল এবং নতুন পাসওয়ার্ড দিতে বলা হলো।
এভাবে ঐ ব্যক্তির ল্যাপটপের উইন্ডোজ এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গা হলো।
আমি এই পদ্ধতি টির বিস্তারিত জানতে চাচ্ছি।"
আমি পুরোপুরি নিশ্চিত যে ঐ দোকানদার আপনাদের দেয়া কোনও পদ্ধতি ই ব্যবহার করেন নি।
কারন ঐ ল্যাপটপটিতে না ছিল উইন্ডোজ এর সিডি ,না ছিল অন্য কিছু।
আপনারা হয়তো মনে করবেন যে, আমি ঐ দোকানদার কে জিজ্ঞাসা না করে ,আপনাদের কাছে কেন সাহায্য চাইছী?
কিন্তু ঐ দোকানদার ভাবছে যে, সে বিরাট কিছু শিখে ফেলেছে,যা অন্য কে শিখালে তার মান কমে যাবে।
আর কোনও পদ্ধতি (কোনও বুটেবল সিডি, কোনও কমান্ড ব্যবহার করতে হবে না।শুধুমাত্র পিসির বায়োসে ঢুকে টুকটাক কাজ করলেই এডমিন পাসওয়ার্ড ভাঙ্গা যাবে-এরুপ পদ্ধতি ) থাকলে জানান।
লিখার মধ্যে কোনও ভূল-ত্রুটি থাকলে,
অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Re: উইন্ডোজ/লিনাক্স এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গার ব্যাপারে সাহায্য চাইছি

hbcd 13.2 try করতে পারেন।
active password ... use করবেন

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।