টপিকঃ ডিএমসিএসএল-এ বিনিয়োগ করতে পারেন।
ডিএমসিএসএল কুরবানীর ঈদের তিনদিন আগে বেস্ট এয়ারের ৮০% মালিকানা কিনেছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী লাবনী পয়েন্টে ক্রাউন প্যাসিফিক ফাইভ স্টার হোটেল নির্মান করছে। এটা প্রাইভেট লিমিটেড শেয়ার। সো, ডিএমসিএসএল-এর প্রাইমারী শেয়ার কিনতে ডিএমসিএসএল-এর সদস্য হতে হবে।
শেয়ার কিনতে পারেন আনলিমিটেড। তবে মিনিমাম প্যাকেজ ৫ লাখ টাকা। যারা শেয়ারের ব্যবসা করেন তাদের জন্য নয়, এটা সবথেকে ভাল হবে যাদের অলস টাকা আছে। প্রতি বছর বছর ডিভিডেন্ট ঘোষনা করা হয়। ২০০৮-২০০৯ অর্থ বছরে দিয়েছে ১৫%, ২০০৯-২০১০ অর্থ বছরে দিয়েছে ১২%।
বেস্ট এয়ার ২৬ মার্চ ফ্লাইট চালু করবে এবং ক্রাউন প্যাসিফিক হোটেল ডিসেম্বরে বোর্ডিং শুরু করবে। তাতে আগামী বছর এট লিষ্ট ২০% লভ্যাংশ দেয়ার সম্ভাবনা আছে। যে টা যেকোন ব্যাংক থেকে বেশী।
বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৯১১৪৫৫০৫৫