Re: ২০১২ সালে কি সবই শেষ হয়ে যাবে?
২০১২ সালের ২১ ডিসেম্বর তারিখ এর পর এর কিছু মায়ান পঞ্জিকাতে নেই হয়তো সেটা লেখার আগে
তাদের সভ্যতাই ধংস হয়ে গিয়েছিল।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » ২০১২ সালে কি সবই শেষ হয়ে যাবে?
২০১২ সালের ২১ ডিসেম্বর তারিখ এর পর এর কিছু মায়ান পঞ্জিকাতে নেই হয়তো সেটা লেখার আগে
তাদের সভ্যতাই ধংস হয়ে গিয়েছিল।
কিছু মনে করবেন না ভাইয়া। ভুল হলে ক্ষমা করে দিবেন। একমাত্র আল্লাহ পাক জানেন কবে পৃথিবী ধ্বংস হবে। আর কেউ জানে না। আল্লাহ কোরআন শরীফে সব কিছু বলে দিয়েছেন।
ধন্যবাদ
ভাই আপ্নের মায়া পঞ্জিকা সব সত্য বলে আর আমাদের কোরআন ও হাদিস সব মিথ্যা বলে নাকি বুঝলাম না
শুনেন ভাই সাধারন মানুষরে এমন ভয় দেখাইয়া কোন লাভ আছে?
আপনি জা জানেন আমি তাকে শ্রদ্ধা করি
কারন এইসব তথ্য রাখার সময় আমাদের হাতে নাই তবুও আপনি কষ্ট করে এই তথ্য গুলা রাখছেন।
কিন্ত এগুলা সব তো আর সত্য না
কারন ইসলাম এ সব স্পষ্ট দেয়া আছে কখন কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে।
তার কি কি আলামত আছে? তাই ভাই এই রকম ভয় আর না দেখাইলে খুশি হইতাম
ওর আগেও এ ধরনের কথা উঠেছিল। কোন কিছুই হয় নি। এবারও হবে না। আমি ১০০ ভাগ নিশ্চিত।
বিজ্ঞান আমাদের অনেক কিছুই বলে। তাই বলে সব অন্ধেরমত বিশ্বাস করতে হবে এমন কোন কথা নেই। আমরা যারা বিজ্ঞান পড়েছি তারা জানি বিজ্ঞানের অনেক মূলনীতি অনুমানের উপর তৈরি। তাই এগুলো কাউকে ভয় দেখানোর জন্য নয়। এটাও একটা বিজ্ঞানের অনুমান । মায়ানদের কথা আরেকদিন বলব।
বিশ্বাস করি না করতেও চাই না, কারণ আমি পবিত্র-কোরআন বিশ্বাস করি।
পৃথিবী ধ্বংশের আগে যে যে আলামত পবিত্র-কোরআনএ দেওয়া আছে তার কিছুই হয়নি.....
আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কষ্ট ও পরিশ্রম নির্ভর করে। অর্থাৎ ভালো কর্মে ভালো ফল মন্দ কর্মে মন্দ ফল। আমরা প্রত্যেকেই স্রষ্টায় বিশ্বাসী। আর এটাও জানি যে- তিনি খুব সুন্দর ভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই তার জানা। যা কিছু হবে সেটা সম্পর্কেও তিনি পুরাপুরি অবগত।
সুতরাং পৃথিবীর কি হবে না হবে সেটা চিন্তা না করে আমাদের উচিৎ কাজে মন দেওয়া। মনে রাখতে হবে কর্মফল আমাদের ভোগ করতে হবে।
সব থেকে বাস্তব কথা হচ্ছে- পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার আপনার কিছু করার আছে? তবে কেন আমরা এই ফাল্তু বিষয় নিয়ে আলোচনায় নেমেছি? পারলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। মৃত্যুর সময় যেন হাসি মুখে মরতে পারেন সেই দোয়া করেন। অর্থাৎ সব সময় স্রষ্টার প্রতি সমর্পিত থাকেন।
আমি কোরআন বিশ্বাস করি না, মায়ান ক্যালেন্ডারও বিশ্বাস করিনা । অারেকটা কথা পৃথিবী ধ্বংস হয়না, ধ্বংস হয় প্রাণ, এটা যেকোন সময় হতে পারে, তবে কিছু পূর্বাভাস পাওয়া যাবে।
আমার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব হাসতে হাসতে
মাঝে মাঝে দুই এক টা আজগুবি চিন্তা ভাবনা দেখলে আমার হাসি পায় ।
@বাংলিশ লেখা ভাই । কোরানের কোণ যায়গায় কি লেখা আছে "প্লানেট এক্স" বা অন্য কোণ প্লানেট পরে নুহ (আঃ) সময় প্লাবন হয়েছিল? এবং আপনি কতটুকু নিশ্চিত যে মায়ান রাই অই প্লাবনের শিকার ? প্রমান চাই ? আর হ্যা যদি তাই হয় তবে তার সাথে ২০১২ এর সম্পর্ক আছে ? কি সম্পর্ক? আর আমি যতদুর জানি । মহাবিশ্বে সবই সাইকেলে চলে । সুতরাং কোন গ্রহ হুট করে এসে পৃথীবিতে পরবে । এটা অসম্ভব ।
আমার ভয় লাগছে।
আমার মতে পৃথিবী ধ্বংস হবে এটা নিশিত করে বলা অসম্ভব, আবার ধ্বংস হবেনা এটা ও বলা অসম্ভব, অতএব আমাদের সামনে রয়েছে সীমাহীন অনিশ্চয়তা আর অপেক্ষার প্রহর। দেখি কি হয়!!!!!!!
আমার মতে পৃথিবী ধ্বংস হবে এটা নিশিত করে বলা অসম্ভব, আবার ধ্বংস হবেনা এটা ও বলা অসম্ভব, অতএব আমাদের সামনে রয়েছে সীমাহীন অনিশ্চয়তা আর অপেক্ষার প্রহর। দেখি কি হয়!!!!!!!
hole hobe sob eksatheyi ses homu
so enjoy ur days and life
এই বিষয় নিয়া যুক্তি দিতে দিতে আমি বিরক্ত। কিছু কবো আমি আর।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » ২০১২ সালে কি সবই শেষ হয়ে যাবে?
০.০৪৭৩৯০৯৩৭৮০৫১৭৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৭.৭১৩৪৩৪৪০৭২৬১ টি কোয়েরী চলেছে