টপিকঃ আজ আবার ভূমিকম্প হল
৪:২৩ মিনিটে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আজ আবার ভূমিকম্প হল
হুমম। টের পেলাম। কি যে শুরু হল
কেয়ামতের বেশী দেরি নাই মনে হয়
পাঁচতলা ফ্ল্যাটের ছাদে থাকি। একটু ভয়ই পেয়েছিলাম।
এবারতো টের পেলাম্ম না ।
আমি তখন নর্থ সাউথ এর সামনে, কিছু টের পেলাম না গন্ডারের চামড়া মনে হয় আমার।
কত মাত্রায় হল ? usgs এর যন্ত্র বন্ধ নাকি ?
আমি তখন নর্থ সাউথ এর সামনে, কিছু টের পেলাম না
গন্ডারের চামড়া মনে হয় আমার।
চামড়া নয়, ভূমিকম্প টের পায় মস্তিস্ক। তাই চামড়া ঠিকই আছে মাথাটা বোধ হয়...
আমি গাড়ীতে ছিলাম, এজন্যই হয়তো টের পাইনি।
এক মাসের ভেতরে ২ বার ভূমিকম্প হলো। বিপদ ধেয়ে আসছে মনে হচ্ছে। আল্লাহই ভালো জানেন।
ঢাকায় শনিবার বিকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বিকাল ৪টা ২২ মিনিটের দিকে বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়।
তিনি বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা আবহাওয়া অফিস থেকে ৯৬ কিলোমিটার পূর্ব দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে কুমিল্লার কাছাকাছি বাংলাদেশ-ভারত সীমান্তে।
http://www.bdnews24.com/bangla/details. … 6&hb=1
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আজ আবার ভূমিকম্প হল
০.০৬১০১৭০৩৬৪৩৭৯৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৯০৫৮৫৪৯২৫৬৮১ টি কোয়েরী চলেছে