টপিকঃ দুইটা পার্টিশন মার্জ করতে চাই
আমি উইন্ডোজ ৭ ব্যবহার করছি । C ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করা আছে, কিছু বড় সাইজের সফটওয়্যার ইন্সটল করার জন্য এর স্পেছ বাড়ানোর দরকার হয়ে পড়েছে, আমার D ড্রাইভটা সম্পূর্ণই খালি আছে । এখন চাচ্ছি যে, উইন্ডোজ নতুন করে ইন্সটল না করে সি ড্রাইভের সাথে ডি ড্রাইভটি মার্জ করতে ।
কিভাবে করতে পারি দয়া করে কেউ জানান ।